একযোগে দেশের ৮৭ বিচারককে বদলি

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের সহকারী জজ, সিনিয়র সহকারী জজ ও সম পদমর্যাদার ৮৭ জন বিচারককে দেশের বিভিন্ন স্থানে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ জুন) রাষ্ট্রপতির আদেশক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব প্রশাসন-১ মোহাম্মদ ওসমান হায়দার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের পরামর্শে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের এসব সদস্যকে ১২ জুন বর্তমান কর্মস্থলের দায়িত্ব অর্পণ করে অবিলম্বে বদলি করা কর্মস্থলে যোগদানের নির্দেশ দেয়া হলো।

এ ছাড়া, প্রশিক্ষণ অথবা ছুটিতে থাকা বিচারকগণকে প্রশিক্ষণ অথবা ছুটি শেষে কর্মস্থলে যোগদানের তারিখে বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে অবিলম্বে বদলিকৃত কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশ প্রদান করা হলো।