দীপু মনি-সালমান-আনিস-পলক ২, মোজাম্মেল ১ হত্যা মামলায় গ্রেফতার

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা ২৪

ছবি: বার্তা ২৪

রাজধানীর বাড্ডা থানায় সাবেক সমাজকল্যাণ মন্ত্রী দীপু মনি, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে ২ ও সাংবাদিক মোজাম্মেল বাবুকে ১ হত্যা মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে তাদের ঢাকার সিএমএম আদালতে হাজির করে বাড্ডা থানার ২ হত্যা মামলায় তাদের গ্রেফতার দেখানোর আবেদন করা হয়।

বিজ্ঞাপন

এ ছাড়াও একটি হত্যা মামলায় দীপু মনি ও মোজাম্মেল বাবুর জামিনের আবেদন করা হয়। 


অ্যাডভোকেট মোরশেদ হোসেন শাহীন আসামিদের পক্ষে জামিন শুনানি করেন। রাষ্ট্রপক্ষে সিএমএম আদালতের জিআর শাখার পুলিশ পরিদর্শক মো. আসাদুজ্জামান ও অ্যাডভোকেট ওমর ফারুক ফারুকী জামিনের বিরোধিতা করেন।

বিজ্ঞাপন

শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিবের আদালত তাদের এসব মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এসময় দীপু মনি ও মোজাম্মেল বাবুর জামিনের আবেদন নাকচ করে দেন তিনি।