ফরিদপুরের ভাঙ্গা উপজেলা সিপিবির সভাপতি আতাউর রহমান কারাগারে
-
-
|

ছবি: সংগৃহীত
ফরিদপুরের ভাঙ্গা উপজেলা বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) এ সভাপতি ও কালামৃধা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান ওরফে কালু (৬৮) কে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বাধা দেওয়ার অভিযোগে ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর ভাঙ্গা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রাশেদুজ্জামান ওরফে তাসকিন রাজু বাদী হয়ে একটি মামলা করেন। এ মামলায় ১১০ জনের নামসহ ও অজ্ঞাত আরও ৫০-৬০ জনকে আসামি করা হয়।
এ মামলায় ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন নিয়ে গঠিত ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সনকে এক নম্বর আসামি করা হয়। ওই মামলার ৫৪ নম্বর আসামি করা হয় ভাঙ্গা উপজেরা সিপিবি সভাপতি আতাউর রহমানকে।
ওই মামলায় রোববার (২ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১১টার দিকে জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের প্রার্থনা করেন আতাউর রহমান। জেলা ও দায়রা জজ জিয়া হায়দার তার জামিনের আবেদন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
ফরিদপুর জজ কোর্টের আইনজীবী মানিক মজুমদার জানান, এই মামলা হওয়ার পর আতাউর রহমান হাইকোর্ট থেকে ৪২ দিনের জন্য অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন। হাইকোর্টের জামিনের মেয়াদ শেষ হওয়ার দিন হাইকোর্টের নির্দেশ মেনে তিনি জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেছিলেন। কিন্তু আদালত জামিনের আবেদন না মঞ্জুর করেন।
ভাঙ্গা উপজেলা কমিউনিস্ট পার্টির সাবেক সাধারণ সম্পাদক লিয়াকত মোল্লা বলেন, আতাউর রহমান নিবেদিত প্রাণ নেতা। তিনি বিগত সরকার বিরোধী আন্দোলনে রাজপথে সক্রিয় ছিলেন । একজন নির্দোষ ব্যক্তিকে মিথ্যা মামলায় জেলে যেতে হলো। আমরা এ ঘটনার নিন্দা জানাই।