রিমান্ড শেষে কারাগারে সাবেক সমাজকল্যাণ মন্ত্রী
-
-
|

ছবি: সংগৃহীত
রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘর্ষে নিহত মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলায় পাঁচ দিনের রিমান্ড শেষে সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকালে মেট্রোপলিটন আমলী আদালত-৩ এর বিচারক দেবী রানী এই আদেশ দেন।
এর আগে,বিকাল চারটার দিকে কোতয়ালী থানা থেকে স্বাস্থ্য পরীক্ষা শেষে আদালতে নেয়া হয় এই প্রতাবশালী সাবেক মন্ত্রীকে। উভয় পক্ষের শুনানীতে আসামী পক্ষের আইনজীবী জামিন আবেদন করলে পুলিশের জামিন বিরোধিতায় আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
৫ আগস্টের পর আত্মগোপনে থাকা সাবেক এই মন্ত্রীকে গত বৃহস্পতিবার রাতে রংপুর নগরীর সেন্ট্রাল রোডে অবস্থিত তার এক স্বজনের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। পরদিন শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে স্বাস্থ্য পরীক্ষা শেষে রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (৩য় আদালত) বিচারক দেবী রানী চৌধুরীর আদালতে তুলে পুলিশ ১৫ দিনের রিমান্ড আবেদন করে।
জানা গেছে, রংপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে মাহামুদুল হাসান মুন্না নিহতের ঘটনায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ ও তার ছেলেসহ ১২৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গত বছরের ২৯ আগস্ট রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোতোয়ালি আমলি আদালতে মামলাটি করেন মুন্নার বাবা আব্দুল মজিদ। এদিকে লালমনিরহাট জেলাতেও ৫ আগস্টের পর সাবেক মন্ত্রী নুরুজ্জামান আহমেদের নামে আটটি মামলা দায়ের হয়েছে বলে জানা গেছে।