ঈদের সাজে মেহেদী ডিজাইনে আনুন নতুনত্ব

বাতাসে মেহেদীর সুগন্ধ উৎসবের আমেজ বয়ে নিয়ে আসে। ছবি: সংগৃহীত
ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। এবারের ঈদ আনন্দ অনেকটাই ভাটা পড়েছে করোনা মহামারীর কাছে। বাইরে বের হওয়ার নিষেধাজ্ঞা তো আছেই। তাই বলে কী থেমে থাকবে ঈদ আনন্দ? ঘরের মধ্যেই হোক ঈদ উৎসব। ঈদের অন্যতম আনন্দ হেনা বা মেহেদী আর্ট। এটি আমাদের সংস্কৃতি এবং ঐতিহ্যরও অংশ। শুদু তাই নয় বাতাসে মেহেদীর সুগন্ধ উৎসবের আমেজ বয়ে নিয়ে আসে।
সরল মেহেদী ডিজাইন
এই নকশাগুলো জটিল নয় এবং বেশি সময় নেয় না। এগুলো অনায়াসেই ডিজাইন করা যায় এবং সুন্দরও দেখায়। সাধারণ ডিজাইনের অর্থ এই নয় যে ভারী নয় তবে খুব বেশি জটিল কাজ প্রয়োজন হয় না।
ফুলের মেহেদী ডিজাইন
ঈদ উৎযাপনের জন্য ফুলের নকশা সবচেয়ে মানানসই। বক্রতা এবং প্রবাহী নকশার কারণে এটি অনন্য সুন্দর বলে মনে হয়। ফুলের নকশা হাতের কোন এক অংশে করলেও মানিয়ে যায়। এই নকশা করলে হাত ভর্তি ডিজাইনের প্রয়োজন হয় না।
বিস্তৃত মেহেদী ডিজাইন
যারা বিস্তৃত নকশা পছন্দ করেন কিন্তূ করতে পারেন না তাদের জন্য এই ডিজাইন। এই জাতীয় ডিজাইনগুলোর জন্য অনেক কাজ প্রয়োজন। লকডাউনে বাড়িতে বসে সময় অফুরন্ত। কিছু সহজ টেকনিকের মাধ্যমে করে নিতে পারেন বিসতৃত এই মেহেদী ডিজাইন।