মাইগ্রেনের ব্যথা কমাবে কানের দুল!

  • লাইফস্টাইল ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

নির্দিষ্ট স্থানে দুল পরলে মাইগ্রেনের ব্যথা কমবে। ছবি : সংগৃহীত

নির্দিষ্ট স্থানে দুল পরলে মাইগ্রেনের ব্যথা কমবে। ছবি : সংগৃহীত

কানের লতিতেই শুধু দুল ঝুলবে, এমনটা নয়। অনেকেই কানের একাধিক জায়গা ফুঁড়িয়ে দুল পরতে ভালোবাসেন। এটা এখন ট্রেন্ডে পরিণত হয়েছে। তবে শুধু যে রেওয়াজ মেনে নারীরা কানের দুল পরেন তা নয়, অনেক ছেলেও কানে দুল পরে থাকেন। এটাকে ‘পিয়ারসিং’ বলা হয়।

তবে কানে দুল পরা শুধু স্টাইল নয়, এর কিছু উপকারিতাও রয়েছে। কানের নির্দিষ্ট স্থানে দুল পরা বা পিয়ারসিং করালে মাইগ্রেন থেকে মুক্তি মেলে বলে দাবি করেছেন গবেষকরা। যুক্তরাষ্ট্রভিত্তিক দ্য ওয়াল স্ট্রিট জার্নালে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়, বিশেষজ্ঞরা দাবি করছেন, কান ফোটানো শুধু স্টাইল স্টেটমেন্ট নয়, এর উপকারিতাও আছে। কানের একটা নির্দিষ্ট জায়গায় পিয়ারসিং করালে মাইগ্রেনের ব্যথা কমতে পারে। ঠিক কোথায় করতে হবে সেই পিয়ারসিং?

barta24

বিজ্ঞাপন

গবেষকদের দাবি, কানের তিনটি অংশ, সেগুলো হলো- বহিঃকর্ণ, মধ্যকর্ণ ও অন্তঃকর্ণ। এর মধ্যে পিয়ারসিং করাতে হবে বহিঃকর্ণে। এখন কানের বাইরে দিকটাতে অনেকগুলো ভাঁজ আছে। একেবারে মাথার দিকে নরম অস্থি বা তরুণাস্থি দিয়ে তৈরি যে অংশ তাকে বলে হেলিক্স।

এ হেলিক্সের দুটো ভাগ, অ্যান্টিহেলিক্স অর্থাৎ পিনা বা কর্ণছত্রের ঠিক ভেতরের ভাঁজ এবং আরও একটা অংশ আছে যেটা ইয়ার চ্যানেলের ঠিক উপরে। কানের যে অংশটা সোজা ভেতরে চলে যাচ্ছে, তার ঠিক মাথার উপরে। তরুণাস্থি দিয়ে তৈরি হেলিক্স যাকে বলা হয় ক্রাক্স অব হেলিক্স। এ অংশ মস্তিষ্কে গিয়ে মিশেছে।

গবেষকরা বলছেন, ঠিক এখানেই যদি ফুটো করা যায়, তাহলে মাথাব্যথা কমে যাওয়ার একটা বন্দোবস্ত হতে পারে। একে বলে ডাথ পিয়ারসিং। যদিও গবেষকদের এ দাবির যথাযোগ্য প্রমাণ নেই, তবে কিছু ক্ষেত্রে মাইগ্রেনের রোগীদের উপরে এর প্রয়োগ করে উপকার মিলেছে বলেই দাবি।