চেন্নাইয়ের এমজিএম হাসপাতালের অগ্রযাত্রা

  • কনক জ্যোতি, কন্ট্রিবিউটিং করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

চেন্নাইয়ের এমজিএম হাসপাতালের অগ্রযাত্রা

চেন্নাইয়ের এমজিএম হাসপাতালের অগ্রযাত্রা

ভারতের অন্যতম শীর্ষ চিকিৎসা প্রতিষ্ঠান চেন্নাইয়ের এমজিএম হাসপাতালের অগ্রযাত্রার নেপথ্যে কাজ করছে স্বচ্ছ ব্যবস্থাপনা, সর্বাধুনিক প্রযুক্তি, সুদক্ষ চিকিৎসা টিম, সাশ্রয়ী খরচ আর আন্তরিক সেবার মানসিকতা। এমজিএম (মহাত্মা গান্ধী মেডিকেল কলেজ অ্যান্ড রিসার্স ইনস্টিটিউট) ভারতের শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের তালিকায় স্থান পাওয়ার পাশাপাশি আমেরিকা ও ইউরোপের বিভিন্ন সংস্থার স্বীকৃতি পেয়েছে।

সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল এমজিএম বছরে চার লাখ ষাট হাজার রোগির সেবা দেয়। সারা ভারত তো বটেই, বিশ্বের নানা দেশ থেকে উন্নত ও অগ্রসর স্বাস্থ্যসেবার জন্য লোকজন চেন্নাইয়ের এই হাসপাতালে আসেন।

বিজ্ঞাপন

মাল্টি স্পেশাল এই হাসপাতালে সব ধরনের রোগের চিকিৎসার ব্যবস্থা আছে। ৩০টি ডিপার্টমেন্টের কাজ করছেন আড়াই শতাধিক সুদক্ষ চিকিৎসক। রয়েছে ৪০০ বেড, ১০০ ক্রিটিক্যাল কেয়ার বেড। দক্ষিণ এশিয়ার শীর্ষ পরিবেশ-বান্ধব হাসপাতাল এমজিএম।

সাধারণ স্বাস্থ্য পরীক্ষা, রোগ নির্ণয়, হেলথ চেকআপে এমজিএম অর্জন করেছে শ্রেষ্ঠত্ব। হার্ট, লাঙ, কিডনি প্রতিস্থাপনেও হয়েছে অগ্রণী। তরুণ ও সক্রিয় ডাইরেক্ট ডা. প্রশান্ত রাজাগোপালন পুরো ম্যানেজমেন্ট টিমকে নিয়ে এমজিএম হাসপাতালের অগ্রযাত্রা অব্যাহত গতিতে এগিয়ে নিতে বদ্ধপরিকর।

বিজ্ঞাপন