আশার আলো দেখাচ্ছে কোচিনের রাজাগিরি হাসপাতাল

  • মায়াবতী মৃন্ময়ী, কন্ট্রিবিউটিং করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

আশার আলো দেখাচ্ছে কোচিনের রাজাগিরি হাসপাতাল

আশার আলো দেখাচ্ছে কোচিনের রাজাগিরি হাসপাতাল

দক্ষিণ ভারতের কেরালাকে সৌন্দর্য ও নান্দনিকতার জন্য বলা হয় 'ঈশ্বরের নিজের দেশ'। সেখানকার কোচিন শহর হলো 'কুইন অব এরাবিয়ান সি'। আর কোচিনের নামজাদা মাল্টিস্পেশাল রাজাগিরি হাসপাতাল ভারতের অন্যতম সেরা স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, যা দুই মিলিয়ন দেশি-বিদেশি রেগির চিকিৎসার রেকর্ড করেছে।

নামজাদা রাজাগিরি (সিএমআই) গ্রুপ অব ইন্ডাস্ট্রির উদ্যোগে প্রতিষ্ঠিত হাসপাতালের রয়েছে ৫০০ বেড, কয়েক শ চিকিৎসক,  প্রশিক্ষিত নার্স এবং সর্বাধুনিক টেকনোলজি। নিখুঁত ও সঠিক রোগ নির্ণয় আর সব ধরনের জটিল রেগের চিকিৎসায় রাজাগিরি হাসপাতাল পুরো ভারতের মনোযোগ আকর্ষণ করেছে।

বিজ্ঞাপন

রাজাগিরি হাসপাতালের সুনামের জন্য দেশি-বিদেশি রোগিরা সেখানে ভিড় করেন। আগরতলা ও কলকাতা থেকে সরাসরি ফ্লাইটে কোচিনের হাসপাতালে সহজেই যাওয়া যায়। চেন্নাই থেকেও কোচিনে যাওয়ার সহজ যাতায়াতের ব্যবস্থা রয়েছে।

কোভিদ মহামারিকালে রাজাগিরি সামনের কাতারে থেকে স্বাস্থ্যসেবা দিয়েছে। জটিল ও ক্রিটিক্যাল রোগিদের দেখিয়েছে আশার আলো। স্বল্প খরচে মানসম্মত চিকিৎসার নতুন দিগন্ত উন্মোচিত করেছে কোচিনের রাজাগিরি হাসপাতাল।

বিজ্ঞাপন