ঘরোয়া আয়োজনে প্যাড থাই নুডলস

  • ফাওজিয়া ফারহাত অনীকা, স্টাফ করেসপন্ডেন্ট, লাইফস্টাইল
  • |
  • Font increase
  • Font Decrease

প্যাড থাই নুডলস, ছবি: সংগৃহীত

প্যাড থাই নুডলস, ছবি: সংগৃহীত

প্রচলিত সাধারণ নুডলসের বিভিন্ন ঘরানার রান্না পাশাপাশি ইদানিং প্যাড থাই নুডলসের রেসিপিটা খুব প্রচলন পেতে শুরু করেছে।

বিভিন্ন রেস্টুরেন্টে প্যাড থাই নুডলস পাওয়া গেলেও, ঘরে খুব কম মানুষই মজাদার এই ডিশটি রেঁধে থাকেন।

বিভিন্ন ধরনের সবজির মিশেলে তৈরি একেবারেই হালকা ঘরানার মজাদার এই খাবারটির রেসিপি জানা থাকলে খুব অল্প সময়ের মাঝেই তৈরি করে নেওয়া যাবে। সাধারণ নুডলসের চাইতে বেশ খানিকটা ব্যতিক্রম প্যাড থাই নুডলসের রেসিপিটি দেখে নিন।

বিজ্ঞাপন

প্যাড থাই নুডলস তৈরিতে যা লাগবে

১. দুইজনের মতো নুডলস।

২. ২ চা চামচ ব্রাউন সুগার।

বিজ্ঞাপন

৩. ৩ টেবিল চামচ সয়া সস।

৪. ৪ টেবিল চামচ রাইস ভিনেগার।

৫. ২ চা চামচ লেবুর রস।

৬. ২-৪ চা চামচ অলিভ অয়েল।

৭. ১ কাপ গাজর কুঁচি।

৮. ১টি ক্যাপসিকাম কুঁচি।

৯. ২টি পেঁয়াজ কুঁচি।

১০. ৩ কোয়া রসুন কুঁচি।

১১. ৪টি ডিম।

১২. ১/৩ কাপ ধনিয়া পাতা কুঁচি।

১৩. লেবুর টুকরো।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Feb/20/1550638655522.jpg

প্যাড থাই নুডলস যেভাবে তৈরি করতে হবে

১. নুডলস সিদ্ধ করে পানি ঝরিয়ে নিতে হবে। এরপর ভিন্ন একটি পাত্রে ব্রাউন সুগার, সয়া সস, রাইস ভিনেগার ও লেবুর রস একসাথে মিশিয়ে মিশ্রণ তৈরি করতে হবে।

২. এখন কড়াইতে অলিভ অয়েল গরম করে এতে গাজর ও ক্যাপসিকাপগুলো হালকা সতে করে নিতে হবে। সতে করা হয়ে গেলে এতে পেঁয়াজ কুঁচি ও রসুন কুঁচি দিয়ে মিনিট দুয়েকের মতো নেড়েচেড়ে নিতে হবে। ভাজা হয়ে গেলে কড়াই থেকে নামিয়ে নিতে হবে।

৩. চুলার আঁচ কিছুটা কমিয়ে এতে পুনরায় অলিভ অয়েল দিয়ে গরম করে নিতে হবে। তেল গরম হলে এতে ফেটানো ডিম দিয়ে নাড়তে হবে। ডিম ঝুরি হয়ে আসলে এতে গাজর-ক্যাপসিকামের মিশ্রণ, সসের মিশ্রণ ও সিদ্ধ নুডলস দিয়ে দিতে হবে। চুলার আঁচ একেবারে কমিয়ে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে সকল উপাদান ভালোভাবে মিশিয়ে নিতে হবে।

নুডলস মাখা মাখা হয়ে আসলে চুলা থেকে নামিয়ে ধনিয়া পাতা কুঁচি ছড়িয়ে গরম গরম পরিবেশন করতে হবে।

আরও পড়ুন: সবচেয়ে সহজ রেসিপিতে তৈরি করুন চকলেট পুডিং

আরও পড়ুন: তিন উপাদানেই তৈরি ভ্যানিলা আইসক্রিম