বাবা না চাচা, কার বুকে শিশু বুলবুলি?



উবায়দুল হক, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

বাবার বুকে সন্তানের লাশ! ময়মনসিংহের ফুলপুরে সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহতের পর এমনই একটি ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আর এ ছবিটি নিয়েই শুরু হয়েছে বিভ্রান্তি। কেউ কেউ বলেছেন, বাবা-মেয়ে দু’জনেরই নিহতের ছবি এটি।

আবার কারো কারো ভাষ্য হচ্ছে- বাবা নয়, চাচার বুকেই অন্তিম শয়ানের মর্মান্তিক দৃশ্যের ছবি। তবে বাস্তবতা হচ্ছে- বাবা শাহজাহান (৪০) বা চাচা শারফুল (৩৬) দু’জনেই প্রাণে বেঁচে আছেন। শুধু হারিয়ে গেছে তাদের প্রাণভোমরা শিশু বুলবুলি। চিরতরে পাড়ি জমিয়েছে না ফেরার দেশে।

সড়ক সন্ত্রাস বন্ধে বছরের পর বছর কোনো কুল কিনারা না হলেও একই পরিবারের ৩ জনসহ ৮ জনের নিহতের ঘটনা কাঁদিয়েছে দেশ মানবতাকে। শোকে পাথর বা গভীর ক্ষত তৈরি করেছে ময়মনসিংহ থেকে শুরু করে সারাদেশের বিবেকবান প্রতিটি মানুষের হৃদয়কে।

কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিটি কী বাবা শাহজাহানের নাকি চাচা শারফুলের, এমন প্রশ্নের উত্তর নিয়ে তৈরি হয়েছে গোলকধাঁধা। জেলা পুলিশ ছবিটি বাবা শাহজাহানের বলে শনাক্ত করলেও ঘটনাস্থল ঘুরে এসে একাধিক টিভি চ্যানেলের সংবাদকর্মী বলছেন, ছবিটি মূলত চাচা শারফুলের।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডমিন) মোহাম্মদ শাহজাহান মিয়া মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল ৫টার দিকে নিজের ফেসবুক ওয়ালে একটি স্ট্যাটাসে লিখেছেন- ‘ফুলপুরের মাইক্রোবাস দুর্ঘটনায় এই ছ‌বি‌টির বাবা জীবিত আছে, তার নাম শাহজাহান (৪০) সাং বাকশীবা‌ড়ি, ভালুকা। তবে মেয়ে বুলবু‌লি আক্তার (৭) বেঁচে নেই। অনেকের কনফিউশন ছিল তাই আপডেট দিলাম। আমরা জেলা পুলিশ ময়মনসিংহ অনুরূপ নির্মম দুর্ঘটনা প্রত্যাশা ক‌রিনা।’

পরে এ বিষয়ে জানতে চাইলে বার্তা২৪.কমকে তিনি বলেন, ‘ফেসবুকে ভাইরাল হওয়া বাবার বুকে সন্তানের বেদনার্ত ছবিটি সবার হৃদয়ে দাগ কেটেছে। কিন্তু অনেকেই না বুঝে বাবা-সন্তানের মৃত্যুর দৃশ্যের ছবি বলে দাবি করেছে। তবে বাবা শাহাজাহান বেঁচে আছেন এবং ছবিতে বাবা-মেয়েই ছিল।’

যদিও ২৪ ঘণ্টার একটি বেসরকারি টিভি চ্যানেলের ব্যুরো প্রধান হোসাইন শাহীদ ঘটনার পরপরই নিজের ফেসবুকে ঘটনাস্থল থেকে একটি লাইভ করেন। সেই লাইভে তিনি বলেন, ‘বাবা মারা যায়নি। কেউ গুজব ছড়াবেন না। শিশু বুলবুলি মারা গেছেন। আর বাবা নয়, চাচার বুকেই শিশুটি শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন।’

বাবা না চাচা, কার বুকে শিশু বুলবুলি

আরেকটি বেসরকারি টিভি চ্যানেলের ব্যুরো প্রধান সুলতান মাহমুদ কনিক বার্তা২৪.কমকে বলেন, ‘ভাইরাল হওয়া ছবিটিতে শিশু বুলবুলি আক্তারকে চাচা বুকে জড়িয়ে রেখেছিলেন। আমরা বাবা ও চাচার আলাদাভাবে বক্তব্য গ্রহণ করেছি। সেই বক্তব্যের প্রেক্ষিতেও আমরা নিশ্চিত হয়েছি ভাতিজি বুলবুলি আক্তারকে বুকে জড়িয়ে চাচাই মাটিতে শুয়ে ছিলেন।’ একই রকম মন্তব্য করেছেন আরেকটি টিভি চ্যানেলের ব্যুরো প্রধান সৈয়দ নোমান।

এদিকে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারত হোসেন গাজী নিজেও মর্মান্তিক সড়ক দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযানে নেতৃত্বে ছিলেন। তিনিও বার্তা২৪.কমকে বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিটি বাবা শাহজাহান ও মেয়ে বুলবুলি আক্তারের। এ নিয়ে কোনো সন্দেহ নেই।’

ছবিটি বাবা বা চাচা যার সঙ্গেই হোক না কেন, এই বেদনাবিধুর ও মর্মান্তিক ছবিটিই ময়মনসিংহের প্রতিটি বিবেকবান মানুষের হৃদয়-মস্তিষ্ককে নাড়িয়ে দিয়েছে। চোখে হাত দিয়ে দেখিয়ে দিয়েছে, আর কত প্রাণ গেলে বন্ধ হবে এ সড়ক সন্ত্রাস?

প্রসঙ্গত, সকালে আত্মীয়ের জানাযা'য় অংশ নেওয়ার জন্য ময়মনসিংহের ভালুকা থেকে একটি মাইক্রোবাসে করে ১৪ জন শেরপুরের নালিতাবড়ি উপজেলায় যাচ্ছিলেন। পথে ফুলপুরের বাশাটি এলাকায় আসলে মাইক্রোবাসটি একটি ট্রাককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে পাশের একটি পুকুরে পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিস। এ সময় এক শিশু ও পাঁচ নারীসহ আটজনের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- জেলার গফরগাঁও উপজেলার বাতুরী মশাখালী এলাকার শামসুল হক (৬৫), তারাকান্দা উপজেলার দাদরা এলাকার নবী হোসেন (৩০), গফরগাঁওয়ের শেখ বাজার এলাকার রিপা খাতুন (৩০), একই এলাকার রেজিয়া খাতুন (৫৩), পাগলার মশাখালি এলাকার পারুল আক্তার (৫০), ভালুকার বাকশীবাড়ি বিরুনিয়া এলাকার মিলুয়ারা বেগম (৫৫), ছেলের স্ত্রী বেগম (৩০) ও তার মেয়ে বুলবুলি আক্তার (৭)।

   

মাগুরায় ১৯০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মাগুরা
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

মাগুরা সদর উপজেলার ১ হাজার ৯০০জন কৃষকের মাঝে বিনামূল্যে উফশী বোরো আউশ ধান বীজ ও সার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে সদর উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক
মোহাম্মদ আবু নাসের বেগ।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. ইয়াছিন আলী, অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) কৃষিবিদ প্রকাশ চন্দ্র সরকার, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. হুমায়ুন কবির প্রমুখ।

অনুষ্ঠানে জানানো হয়, আউশ ধানের চাষের লক্ষে মাগুরা সদর উপজেলার ১ হাজার ৯০০ উপকারভোগী কৃষকের প্রত্যেককে জনপ্রতি ৫ কেজি করে ধান বীজ, ১০ কেজি করে এমওপি ও ১০ কেজি করে ডিএপি সার বিতরণ করা হচ্ছে। ২০২৩-২৪ অর্থবছরে খরিপ- ১/২০২৪-২০২৫ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে উফশী রোপা আউশ ধানের এ বীজ ও সার দেয়া হচ্ছে।

;

রাঙামাটির চন্দ্রঘোনায় পলাতক ৭ আসামি গ্রেফতার



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাঙামাটি
রাঙামাটির চন্দ্রঘোনায় পলাতক ৭ আসামি গ্রেফতার

রাঙামাটির চন্দ্রঘোনায় পলাতক ৭ আসামি গ্রেফতার

  • Font increase
  • Font Decrease

রাঙামাটির কাপ্তাই উপজেলাধীন চন্দ্রঘোনা থানা পুলিশ এর বিশেষ অভিযানে সি আর মামলার পরোয়ানাভুক্ত সাত পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।

চন্দ্রেঘোনা থানার অফিসার ইনচার্জ মোঃ আনচারুল করিম আসামিদের গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, সম্প্রতি রাঙামাটির আদালত থেকে আমাদের থানায় আসামিদের গ্রেফতারের নির্দেশনা সম্বলিত ওয়ারেন্ট আসে। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত এই সময়ে চন্দ্রঘোনা থানার এস আই মকবুলের নেতৃত্বে এস আই মাহবুব, এএস আই তাহের, এএস আই মনির, এএস আই তপন সঙ্গীয় ফোর্সসহ রাইখালী ইউনিয়নের জগনাছড়ি, কারিগর পাড়া এবং রাইখালী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সি আর মামলা নং- ৫০৯/২৩ এর পরোয়ানাভুক্ত পলাতক আসামী ক্য প্রু মার্মা, মাহলাচিং মারমা, অংছাইং মার্মা, থোয়াই চিং মার্মা, ক্যজইউ মার্মা,মইক্রাই মার্মা এবং সাচিংমং মারমাকে গ্রেফতার করা হয়।

আসামিরা সকলেই কাপ্তাই উপজেলাধীন রাইখালী ইউনিয়নের জগনাছড়ি এলাকার বাসিন্দা। 

গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার বিকেলে রাঙামাটির আদালতে প্রেরণ করা হবে বলেও জানিয়েছেন চন্দ্রঘোনা থানার ওসি আনচারুল করিম।

;

চুরি হওয়া ৩৪টি ফোন উদ্ধার করে ফিরিয়ে দিলো পিরোজপুরের পুলিশ



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পিরোজপুর
ছবি: বার্তা২৪

ছবি: বার্তা২৪

  • Font increase
  • Font Decrease

পিরোজপুর জেলার বিভিন্ন স্থান থেকে চুরি যাওয়া ৩৪টি মোবাইল ফোন উদ্ধার করে এর প্রকৃত মালিকদের হাতে তুলে দিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে পিরোজপুর সদর, নাজিরপুর, ভাণ্ডারিয়া, কাউখালীসহ মঠবাড়িয়া থানা থেকে চুরি হওয়া ৩৪টি মোবাইল ফোন পুলিশ সুপারের কার্যালয়ে মালিকদের হাতে তুলে দেন পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম (পিপিএম)।

এ বিষয়ে পুলিশ সুপার জানান, পিরোজপুর জেলার বিভিন্ন থানা থেকে চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধারের জন্য জেলা পুলিশের আইটি দল সব সময়ই কাজ করে আসছে।

চুরি হওয়া ৩৪টি মোবাইল ফোন দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করে বৃহস্পতিবার এর প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়েছে। এদের মধ্যে ২০২২ সালে চুরি হওয়া দুটি ফোনও উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, এছাড়াও পিরোজপুর জেলা পুলিশের আইটি টিম মোবাইল ব্যাংক লেনদেনে প্রতারিত হলে তাদের টাকা উদ্ধারসহ সোশ্যাল মিডিয়ার যে কোনো সমস্যা সমাধানে কাজ করে আসছে। বিশেষ করে ফেসবুকসহ সামজিক যোগাযোগ মাধ্যমে কাউকে হয়রানি করা বা গুজব প্রতিরোধে দ্রুততা ও দক্ষতার সঙ্গে কাজ করে থাকে।

ফোনগুলো মালিকদের হাতে ফিরিয়ে দেওয়ার সময় পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতি পুলিশ সুপার) শেখ মোস্তাফিজুর রহমান, পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসিকুজ্জামান উপস্থিত ছিলেন।

 

 

;

ডিএমপির এডিসি ও এসি পদমর্যাদার ৬ কর্মকর্তাকে বদলি



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ফাইল ছবি

ফাইল ছবি

  • Font increase
  • Font Decrease

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার ৬ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। ডিএমপি কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এ বদলি করা হয়।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে বদলির তথ্য জানানো হয়।

বদলি হওয়া এডিসিরা হলেন- ট্রাফিক-তেজগাঁও বিভাগের মো. জাহাঙ্গীর আলমকে ট্রাফিক অ্যাডমিন অ্যান্ড রিসার্চ বিভাগে, ট্রাফিক অ্যাডমিন অ্যান্ড রিসার্চ বিভাগের কাজী রোমানা নাসরিনকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ও ডিএমপির মোহাম্মদ তয়াছির জাহান বাবুকে ট্রাফিক তেজগাঁও বিভাগে (শেরেবাংলা নগর, মোহাম্মদপুর ও আদাবর) বদলি করা হয়েছে।

এসিরা হলেন- ট্রাফিক বাড্ডা জোনের অমিত কুমার দাশকে কমিউনিটি পুলিশিংয়ে, কোয়ার্টার মাস্টার-পিওএমের মিঠুন কুমার কুন্ডুকে মতিঝিল বিভাগে এবং কমিউনিটি পুলিশিংয়ের শুভ কুমার ঘোষকে ট্রাফিক বাড্ডা জোনে বদলি করা হয়েছে।

;