জামালপুরে প্রত্যেক ইউএনও’র বাসভবনে আনসার সদস্য মোতায়েন

ছবিঃ বার্তা২৪.কম
জামালপুরের সাত উপজেলার ইউএনও’র সরকারি বাসভবনে নিরাপত্তা ব্যবস্থা বৃদ্ধি করা হয়েছে। এসব বাসভবনে আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত থেকে জামালপুর সদর, সরিষাবাড়ি, ইসলামপুর, মেলান্দহ, মাদারগঞ্জ, দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলা ইউএনও’দের বাসভবনে নিরাপত্তায় সশস্ত্র আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে জামালপুর জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট নাজমুল আশফাক বার্তা২৪.কমকে বিষয়টি নিশ্চিত করছেন।
তিনি জানান, “জেলার ৭টি উপজেলার প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনে অস্ত্রসহ প্রশিক্ষিত ৪ জন করে আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। ৪ জন আনসার সদস্যর জন্য ২টি করে শর্টগান দেওয়া হয়েছে।”
জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক বার্তা২৪.কমকে জানান, “জেলার সাত উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের নিরাপত্তায় অস্ত্রসহ আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।”