মানিকগঞ্জে ৩ পেঁয়াজ ব্যবসায়ীর জরিমানা

অভিযান পরিচালনা করছে মানিকগঞ্জ জেলা ভোক্তা অধিদফতর।
মানিকগঞ্জের দুইটি পাইকারি বাজারে অভিযান চালিয়ে বাড়তি দামে পেঁয়াজ বিক্রির দায়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা করেছে জেলা ভোক্তা অধিদফতর।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার জাগির ও ভাটবাউর এলাকায় পেঁয়াজের বাজারদর স্বাভাবিক রাখতে অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিদফতরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।
এ বিষয়ে আসাদুজ্জামান রুমেল জানান, হঠাৎ করেই নির্ধারিত বাজারদরের অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রি শুরু করে অসাধু কিছু পাইকারি ব্যবসায়ী। যার প্রভাবে খুচরা বাজারে পেঁয়াজের দাম বেড়ে যায়।
খবর পেয়ে ওই পাইকারি বাজার দুটিতে অভিযান চালিয়ে তিন ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও নির্ধারিত মূল্যে পেঁয়াজ বিক্রির জন্য সকল ব্যবসায়ীদের সচেতন করা হয়। জনস্বার্থে আগামীতে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওই কর্মকর্তা।