কাঁঠালবাড়ী-শিমুলিয়ায় লঞ্চ ও স্পিডবোট চলাচল স্বাভাবিক

ফাইল ছবি।
বৈরী আবহাওয়া ও নাব্যতা সংকটে ২ দিন বন্ধ থাকার পরে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল স্বাভাবিক হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) সকাল থেকে কর্তৃপক্ষের নির্দেশে লঞ্চ ও স্পিডবোট চলাচল শুরু হয়।
কাঁঠালবাড়ী ঘাট সূত্রে জানা গেছে, বৈরী আবহাওয়া ও পদ্মা নদীতে নাব্যতা সংকটের কারণে বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর থেকে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ ছিল। আজ (শনিবার) সকালে আবহাওয়া স্বাভাবিক হওয়ায় লঞ্চ ও স্পিডবোট চলাচল শুরু হয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কাঁঠালবাড়ী লঞ্চ ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন জানান, গত দুই দিন আবহাওয়া খারাপ হওয়ায় নদী উত্তাল ছিল। এছাড়া পদ্মা নদীর চ্যানেলে নাব্যতা সংকটের কারণে লঞ্চ চলাচলেও সমস্যা হতো। আজ আবহাওয়া ভালো থাকায় লঞ্চ ও স্পিডবোট চলাচল স্বাভাবিক রয়েছে।