মার্কিন নির্বাচন: যেই জিতুক বাংলাদেশের ‘পররাষ্ট্র নীতি’ কৌশলী হতে হবে



নিউজ ডেস্ক, বার্তা২৪.কম
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন বিশ্লেষণমূলক ওয়েবিনার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন বিশ্লেষণমূলক ওয়েবিনার

  • Font increase
  • Font Decrease

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে যেই জিতুক দেশটির দক্ষিণ এশিয়ার নীতি একই থাকবে। বাংলাদেশকে এখন আর ভারতের চোখ দিয়ে দেখছে না যুক্তরাষ্ট্র। দেশটি বাংলাদেশকে তাদের বলয়ে চাইছে। তাই পররাষ্ট্র নীতি নিয়ে বাংলাদেশকে কৌশলী হতে হবে। চীন দেশে বড় বিনিয়োগ করছে। সে বিনিয়োগ অব্যাহত রেখে একই সাথে ভারত ও যুক্তরাষ্ট্রের সাথে সুসম্পর্ক রেখে এগিয়ে যেতে হবে।

বুধবার (২৮ অক্টোবর) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন বিশ্লেষণমূলক এক ওয়েবিনারে বক্তারা এসব কথা বলেন।  ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ ও আইইউবি’র গ্লোবাল স্টাডিজ অ্যান্ড গভর্ন্যান্স প্রোগ্রামের উদ্যোগে ওয়েবিনারটি আয়োজিত হয়। এর মিডিয়া পার্টনার ছিলো অপরাজেয় বাংলা। অনলাইন নিউজ পোর্টাল অপরাজেয় বাংলার ফেসবুক পেজ ও অপর নিউজ পোর্টাল বার্তা২৪ এর ফেসবুক পেজে কর্মসূচিটি সরাসরি সম্প্রচারিত হয়। 

ওয়েবিনারটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন আইইউবি’র স্কুল অব লিবরেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. ইমতিয়াজ এ হুসেইন। সঞ্চালকের বক্তব্যে তিনি বলেন, তৃতীয় বিশ্বের শাসন ব্যবস্থা বা স্বৈরাচার প্রসঙ্গে যে অভিযোগ পাওয়া যেতো তা অনেকগুলো যুক্তরাষ্ট্রেও দেখা যাচ্ছে। যেমন ভোট চুরি, ভূয়া ভোটার রেজিস্ট্রেশন, ফলাফল দেরিতে প্রকাশ, প্রতিপক্ষকে হেয় করার মতো বিষয়গুলো সামনে আসছে। তাহলে কি আমেরিকাও সে পথে হাঁটছে, আলোচকদের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দেন তিনি।

প্রধানত দুই ধরনের স্বৈরাচার আছে। প্রথমটি হলো প্রথাগত মিলিটারি ব্যবহারের মাধ্যমে স্বৈরাচার, যা দীর্ঘদিন চলতে পারেনা। একসময় সমাজ তা প্রত্যাখ্যান করে। তাই দ্বিতীয়টি সবচেয়ে ভয়ানক। কেননা এই স্বৈরাচার সমাজে মিশে যায়। মানুষ সেভাবে চিন্তা করে যেভাবে স্বৈরাচার যায়। যদি এই ধারাই অব্যাহত থাকে তাহলে পরবর্তী সপ্তাহের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল পৃথিবীর জন্য কোনো পরিবর্তন আনবেনা, সূচনা বক্তব্যে বলেন ড. ইমতিয়াজ।

ওয়েবিনারে যুক্তরাষ্ট্র নির্বাচন ও দক্ষিণ এশিয়া প্রসঙ্গে আলোচনা করেন ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক পারভেজ কে আব্বাসি।

তিনি বলেন, আমেরিকান আধিপত্যের জন্য চীনের উত্থান বড় হুমকি। আগে এমন দ্বৈরথ গোপনে হলেও তা এখন প্রকাশ্য। যদি ট্রাম্প আবারও নির্বাচিত হন তবে প্রকাশ্য্ দ্বৈরথ  আরও বাড়বে, সাথে বাড়বে সেনা ব্যবহারও। অন্যদিকে জো বাইডেন প্রেসিডেন্ট নির্বাচিত হলে আমেরিকা তাদের পুরনো কূটনীতির পথ বেছে নিবে। আধিপত্য বিস্তারের বিষটি কূটনৈতিকভাবেই সামলানো হবে, মত এই বিশ্লেষকের।

তবে প্রেসিডেন্ট যেই থাকুক দেশটির দক্ষিণ এশিয়ার নীতি থাকবে একই, বলেন তিনি।  

যুক্তরাষ্ট্র নির্বাচনের প্রতিফলনের বিভিন্ন দিক নিয়ে কথা বলেন ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত হুমায়ূন কবির। তিনি প্রধানত তিনটি বিষয় কে সামনে আনেন। প্রথমত, এবার আগাম ভোটে রেকর্ড পরিমাণ ভোট পড়েছে। ৬৮.৫ মিলিয়ন মানুষ এবার ইলেকশন ডে’র আগেই ভোট দিয়েছে যা ইতিহাসে প্রথম। তার অন্যতম কারণ, অনেক মানুষ ভাবছে ভোটের দিন আইন-শৃংখলা পরিস্থিতি অবনতি হতে পারে। মানুষ হতাহত হতে পারে। এমনকি ঘটতে পারে কেন্দ্র দখলের মতো ঘটনা। তাই ভোটাররা আগেই নিজের ভোটাধিকার প্রয়োগ করে রাখছে।

দ্বিতীয়ত, এবার নতুন ভোটার অনেক বেশি। যা নির্বাচনে প্রভাব রাখবে। ‘ব্ল্যাক লাইফ ম্যাটার’ বড় প্রভাবক হিসেবে কাজ করতে পারে, মত এই সাবেক কূটনীতিকের। তিনি বলেন, যদি এমনটা হয় তবে জো বাইডেন বিজয়ী হওয়ার সম্ভাবনা প্রবল।

হুমায়ূন কবীর বলেন, সর্বশেষ ১৮৭৬ সালের নির্বাচনে প্রেসিডেন্ট নির্বাচনে বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটে। এবারও এমন কিছু ঘটার সম্ভাবনা আছে। কেননা ট্রাম্প বলছেন নির্বাচনে হারলে তিনি ফলাফল মেনে নিবেন না। তাই ফলাফল প্রকাশে হতে পারে বিলম্ব। একদিন, এক সপ্তাহ বা এক মাসও বিলম্ব হতে পারে। অথবা ট্রাম্প নিজেকে বিজয়ী বলেও ঘোষণা দিতে পারেন।  সে ক্ষেত্রে একটু গোলযোগপূর্ণ পরিস্থিতি তৈরি হতে পারে।

ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইন্সটিটিউটের বাংলাদেশ আবাসিক কর্মসূচি পরিচালক ড. জিওফ্রে ম্যাকডোনাল্ড বিশ্লেষণ করেন রিপাবলিকান ও ডেমোক্র‌্যাট দলের ভোটার মোবিলাইজেশনের লক্ষ্য ও কৌশলসমূহ। তিনি ভোটার মোবিলাইজেশন বিশ্লেষণে পাঁচটি বিষয় সামনে আনেন। সেগুলো হলো বর্ণ, বয়স, শিক্ষা, জনসংখ্যা ঘনত্ব ও আঞ্চলিক পার্থক্য। প্রথম প্রভাবক অর্থাৎ বর্ণের দিক থেকে এগিয়ে থাকবে ডেমোক্র্যাট তথা বাইডেন। যুক্তরাষ্ট্রের কালো ভোটারদের প্রায় ৯০ ভাগ ভোট পাবেন বাইডেন। এদিক দিয়ে অনেক এগিয়ে থাকবেন তিনি। অন্যদিকে সাদা ভোটারদের ক্ষেত্রে সে ভোট ভাগাভাগি হবে, তবে সেখানে রিপাবলিকান তথা ট্রাম্পের ভোট বেশি থাকবে।

বয়স বিবেচনা করলে দেখা যায়, ৪৫ বছরের নিচের ভোটারদের ভোট বেশি পাবে বাইডেন আর ৪৫ বছরের বড় ভোটাররা ট্রাম্পকে ভোট দেবেন, পূর্বাভাস দেন এই বিশ্লেষক।

যাদের কলেজ ডিগ্রি আছে অর্থাৎ উচ্চ শিক্ষিতদের ভোট বাইডেন বেশি পাবেন। তবে সে হার যে খুব বেশি তেমনটা নয়। অন্যদিকে কলেজ ডিগ্রি নেই এমন ভোটারদের ভোট ট্রাম্প বেশি পাবেন, মত তার।

জনসংখ্যার দিক থেকে বিচার করলে শহরগুলোতে ডেমোক্র‌্যাটদের জনপ্রিয়তা বেশি। অন্যদিকে গ্রামাঞ্চল তথা কম জনবহুল অঞ্চলে রিপাবলিকান তথা ট্রাম্প এগিয়ে থাকবে।

অঞ্চল ভিত্তিক হিসাবে উত্তরাঞ্চল ও পশ্চিমাঞ্চলে, যেমন নিউ ইয়র্ক-ক্যালিফোর্নিয়াতে ডেমোক্র‌্যাটরা এগিয়ে থাকবে। আর দক্ষিণাঞ্চল গুলোতে রিপাবলিকানদের আধিক্য থাকবে।

দলগুলো যে জায়গায় তাদের দুর্বলতা সেখানে ভোটার বাড়ানোর কাজ করবে। যেমন ডেমোক্র‌্যাটরা এতিহ্যবাহী রিপাবলিকান ভোটারদের কাছে পৌঁছাতে চাচ্ছে। বয়স্ক ভোটারদের কাছে করোনাভাইরাস মোকাবেলার বিষয় তুলে ধরছে। আবার গ্রামাঞ্চলের শ্রমিক ভোটারদের কাছে অর্থনৈতিক উন্নয়ন ও সাংস্কৃতিক বিষয় সামনে আনছে।

অন্যদিকে রিপাবলিকানরা নিজেদের কট্টর সমর্থকদের মাঝেই মূল ক্যাম্পেইন করছে। ডেমোক্র‌্যাট ভোটারদের দলে ভেড়ানোর চেষ্টা করছে না। তারা অর্থনীতি ও সামাজিক বিষয়কে সামনে এনে বলছে ডেমোক্র‌্যাটরা আসলে পুলিশের ব্যবহার কমবে কিন্তু কর বাড়িয়ে দেয়া হবে। ডেমোক্র‌্যাটরা শহরগুলো দখল করে আছে। রিপাবলিকানরা আবার জিতলে গ্রামের উন্নয়নে মনযোগ দিবে।

তবে এখন পর্যন্ত ধারণা করা হচ্ছে জো বাইডেন কিছুটা এগিয়ে আছেন। ৩০০ এর বেশি ইলেকটোরাল ভোট পেয়ে তিনি নির্বাচনে জিতবেন, মত তার।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. আমেনা মোহসিন কথা বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের লৈঙ্গিক প্রেক্ষাপট নিয়ে। তিনি বলেন, ১৯৮০ সালে প্রেসিডেন্ট রোনাল্ড রেগান গর্ভপাত নিষিদ্ধ ঘোষণা করেছিলেন। সে বছর থেকেই প্রেসিডেন্ট নির্বাচনে লিঙ্গ একটি বড় প্রভাবক হিসেবে কাজ করে। আর এবার হয়তো নারী ভোটারদের বছর। কেননা নারী ভোটার সংখ্যা ১১ শতাংশ বেশি। এদিকে ট্রাম্প বারবারই নারীদের অপমান সূচক কথা বলেছেন।

যেমন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার স্ত্রী মিশেল ওবামাকে বলেছেন ‘অ্যাংরি ব্লাক ওম্যান’ আবার গতবারের ডেমোক্র‌্যাট প্রার্থী হিলারি ক্লিনটনকে বলেছিলেন ‘নাস্টি ওম্যান’। বর্তমান ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসকে নিয়েও বিদ্রুপ করেছেন।  যা নারী ভোটারদের মনে প্রভাব ফেলবে। এছাড়া রয়টারের এক প্রতিবেদনে দেখা যায় পশ্চিমা দেশগুলোর মাঝে নারীদের জন্য অনিরাপদ দেশের তালিকায় যুক্তরাষ্ট্রের অবস্থান ১০ তম। এই বিষয়টিও প্রভাব রাখতে পারে প্রেসিডেন্ট নির্বাচনে।

২০২০ সালের নির্বাচনে সুইং স্টেটগুলোর সর্বশেষ পরিস্থিতি নিয়ে কথা বলেন যুক্তরাষ্ট্রের টেক্সাস এ অ্যান্ড এম ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. মেহনাজ মোমেন। তিনি বলেন, যদিও বিপুল সংখ্যক ভোটার ইতোমধ্যে ভোট দিয়েছেন তবে যারা যুক্তরাষ্ট্রের নির্বাচন সম্পর্কে জানেন তারা বুঝতে পারবেন ইলেকটোরাল ভোট ও সুইঙ্গিং স্টেটগুলোর গুরুত্ব কতটা।

যুক্তরাষ্ট্র নির্বাচনে অনেক স্টেটেই আগে থেকে নির্দিষ্ট কোন দলের আধিক্য থাকে। রিপাবলিকান আধিপত্যের স্টেটগুলোকে রেড স্টেট আর ডেমোক্র‌্যাটগুলোকে ব্লু স্টেট কিন্তু এর বাইরে ৫-১০ টি স্টেট থাকে যেগুলোতে কোনো দলের আধিপত্য নেই। এই স্টেটগুলোকে বলা হয় পারপল স্টেট্।

তবে বিশেষ তিনটি স্টেট ছিলো যেগুলো প্রেসিডেন্ট নির্বাচনের হিসাব পাল্টে দিতো। সেগুলো হলো উহায়ো, ভার্জেনিয়া ও ফ্লোরিডা। যে দল এই তিনটি স্টেটের দুইটিতে জয় পেতো তারাই ক্ষমতায় যেতো।  কিন্তু ২০১৬ সালের নির্বাচনের পর সে হিসাব নিকাশ পাল্টে গেছে।  ভার্জিনিয়া এখন অনেকটাই ডেমোক্র‌্যাট সমর্থিত। অন্যদিকে ওহাইও ঝুঁকে পড়েছে রিপাবলিকান দলে।

তাই এবার সুইং স্টেট বদলে গেছে। ২০২০ নির্বাচনে এই তালিকায় এগিয়ে থাকবে ফ্লোরিডা, পেনসেলভেনিয়া ও মিশিগান। যদিও মিশিগান ও পেনসেলভেনিয়াতে ইলেকটোরাল কলেজ সংখ্যা কম তারপরও প্রেসিডেন্ট নির্বাচনে তার প্রভাব থাকবে। তাই ফ্লোরিডায় হতে পারে এবারের নির্বাচনের সবচেয়ে বড় নির্ধারক। যদি জো বাইডেন ফ্লোরিডায় জিততে পারেন তবে ডেমোকর্যাটদের ভূমিধস বিজয় হতে পারে। যদি হারেন তারপরও বাইডেন জেতার সুযোগ থাকবে। তবে ট্রাম্পের জন্য সবচেয়ে গুরুত্বপুর্ণ এখন ফ্লোরিডাই।

এদিকে টেক্সাস ও ডালাসও এবার অনেক গুরুত্বপূর্ণ। ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসও এখন সেখানেই আছেন। কেননা বিশেষজ্ঞদের অনুমান, অন্য বছর টেক্সাস রিপাবলিকানদের ঘাঁটি হলেও এবার ডেমোক্র‌্যাটদের জেতার সম্ভাবনা আছে।

এদিকে প্রেসিডেন্ট নির্বাচন কেন্দ্রিক ভাবনার বিষয়গুলো নিয়ে আলোকপাত করেন রাজনৈতিক বিশ্লেষক, যুক্তরাষ্ট্রে ইলেনয় ইউনিভার্সিটির পলিটিকস অ্যান্ড গভর্নমেন্ট বিভাগের অধ্যাপক ড. আলী রীয়াজ। তিনি বলেন, আমেরিকান গণতন্ত্রে একধরনের বিভাজন এসেছে। প্রতিষ্ঠানগুলো প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন প্রকাশ্যে। এই অবস্থার কারণ হলো মানুষের আগ্রহ কমে যাওয়া। ইলেকটোরাল কলেজগুলোর ক্ষমতা বেশি হওয়ায় মানুষ ভোটে আগ্রহ হারিয়ে ফেলে। যা আমেরিকান গণতন্ত্রের ঐতিহ্য নষ্ট করছে। এর পরিণাম হতে পারে ভয়াবহ। তবে এবার আশা দেখা দিচ্ছে মানুষের অংশগ্রহণের। ভোটাররা ফিরে আসছে , ভোট দিচ্ছে এবং নিজেদের ভবিষ্যত বিবেচনা করছে।

যার ফলে এবারের প্রেসিডেন্ট নির্বাচন অনেক বেশি গুরুত্বপূর্ণ। করোনাভাইরাস বা ব্লাক লাইফ ম্যাটারের চেয়েও এই বিষয়টি বেশি গুরুত্ব বহন করে।

এখানে পেনসেলভেনিয়া, অ্যারিজোনা বিষয়টিও সামনে আসছে। কেননা স্টেটগুলো আবার ব্লু স্টে্টে পরিণত হচ্ছে। অর্থাৎ ডেমোক্র‌্যাটদের প্রাধান্য বেশি। ফলে তাদের ভূমিধ্বস বিজয়ের সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে এখানে আরেকটি প্রশ্ন আসে, তা হলো যদি ট্রাম্প হারেন তাহলে কী হবে? কেননা ট্রাম্প ইতোমধ্যেই হারলে নির্বাচনকে অবৈধ বলার ইঙ্গিত দিয়েছেন। হারলে শক্তভাবেই এই ঘোষণা আবারও আসার সম্ভাবনা বেশি। তখন কী হবে?

এই প্রশ্নে উত্তরে ড. জিওফ্রে ম্যাকডোনাল্ড বলেন, আমি মনে করি কিছু জায়গায় প্রতিবাদ হতে পারে, গোলযোগ হতে পারে তবে গৃহযুদ্ধ কখনই হবেনা। রিপাবলিকান কট্টর সমর্থকরাও তা মেনে নিবেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন প্রচারণায়  গণমাধ্যমে  কি পরিবর্তন এসেছে সে বিষয়ে আলোকপাত করে অপরাজেয় বাংলার সম্পাদক মাহমুদ মেনন বলেন, আমি ২০১২ এবং ২০১৬ নির্বাচন কাভার করেছি। আগের দুবারের তুলনায় এখন সাংবাদিকরা অনেক বেশি সাবধানী। কেননা ২০১৬ সালে সাংবাদিকদের সকল অনুমান মিথ্যা প্রমাণিত হয়। তাই এখন গণমাধ্যমগুলো ভবিষ্যৎবানী ও পরিসংখ্যান উপস্থাপনায় অনেক বেশি সাবধানতা অবলম্বন করছে। রিপোর্টিং সেকশনেও এবার এসেছে পরিবর্তন। ডাটা জার্নালিজম ও ফ্যাক্ট চেকিংয়ের মতো বিষয়গুলো এবার সাংবাদিকতায় বৈচিত্র্য এনেছে।

   

‘নাগরিক জীবনে সর্বত্র দায়িত্ব পালন করছে বাংলাদেশ পুলিশ’



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

বাংলাদেশ পুলিশের প্রায় দুই লাখ সদস্য আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের পাশাপাশি রাত দিন ২৪ ঘণ্টা নাগরিক জীবনে সর্বত্র দায়িত্ব পালন করে চলেছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মো. হাবিবুর রহমান।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকালে রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে বাংলাদেশ পুলিশ থিয়েটার অ্যান্ড কালচারাল ক্লাব আয়োজিত বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশ পুলিশ এখন বিভিন্ন সামাজিক দায়িত্ব পালন করে থাকে। দেশে তীব্র তাপপ্রবাহ চলছে, পুলিশ শ্রমজীবী মানুষ ও পথচারী যারা পানি কিনে খেতে পারে না তাদের কথা বিবেচনা করে ডিএমপির ৫০টি থানা এলাকায় বিভিন্ন পয়েন্টে স্থায়ী/অস্থায়ীভাবে সুপেয় খাবার পানির ব্যবস্থা করেছে। সেইসঙ্গে স্যালাইন দেয়া হয়েছে এবং কিছু কিছু জায়গায় ঔষধও দেওয়া হচ্ছে।

হাবিবুর রহমান বলেন, ‘আমি গর্বের সঙ্গে বলতে চাই, বাংলাদেশ পুলিশের সেবা কেবল আইনশৃঙ্খলার ভেতরেই সীমাবদ্ধ নয়, সেটি তারা জাতিকে দেখিয়েছে। সবার আগে দেখিয়েছে ১৯৭১ এর ২৫ মার্চ রাতে। জাতীয়তার পরীক্ষায় বাংলাদেশ পুলিশ সবার আগে পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করেছিল।

‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে পুলিশ চেয়েছিলেন, আজকের বাংলাদেশের পুলিশ সেই অবস্থানে রয়েছে দাবি করে ডিএমপি কমিশনার বলেন, ‘বিভিন্ন সময় আমরা দেখেছি আইনশৃঙ্খলা বাহিনীকে বড় বড় সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। সেটি ২০১৩ সালের ৫ মে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ সেদিন কতটা দক্ষতার সাথে মোকাবিলা করেছিল দেশবাসী তা জানে।’

‘এরপর করোনাকালীন বিশ্বব্যাপী যে অতিমারির সৃষ্টি হয়েছিল সেটিও মোকাবিলা করতে হয়েছে পুলিশকে। বাবা মা সন্তানের লাশ ফেলে চলে গেছে। সেই দায়িত্ব নিয়েছিল পুলিশ। বাড়ি বাড়ি খাবার দিয়েছে পুলিশ, হাসপাতালে নিয়ে গেছে পুলিশ। প্রখর রোদের ভেতর ঢাকা শহরের ট্রাফিক পুলিশ কীভাবে কাজ করে তা আমরা সবাই জানি। মানুষের কথা চিন্তা করে শুধু গরম না আরও যদি কোনো দুর্যোগ বিপর্যয় আসে পুলিশ বসে থাকতে পারে না, পুলিশ তার দায়িত্ব ঠায় দাঁড়িয়ে পালন করে।’

হাবিবুর রহমান বলেন, ‘পুলিশ জীবন বাঁচাতে প্রয়োজন হয়, ঠিক তেমনি জীবন সাঁজাতে সংস্কৃতির প্রয়োজন হয়। জীবন বাঁচাতে এবং সাজাতে সবক্ষেত্রেই পুলিশের সতর্ক অবদান রয়েছে। সেই প্রতিজ্ঞা নিয়েই পুলিশের মাঝে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা।’

বক্তব্য শেষে প্রদীপ জ্বালিয়ে তিন দিনব্যাপী পুলিশ বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৪-এর উদ্বোধন করেন ডিএমপি কমিশনার।

;

রিকশাচালকদের মাঝে স্যালাইন পানি বিতরণ করছে ফেনী পৌর মেয়র



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট বার্তা২৪.কম, ফেনী
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

সারাদেশের মতো ফেনীতে বইছে তীব্র তাপদাহ। গরমে অতিষ্ঠ সাধারণ মানুষের জনজীবন। এরমধ্যে দিনমজুর, শ্রমজীবী ও রিকশাচালকদের ভোগান্তি চরমে। ফেনীতে তীব্র তাপদাহ থেকে সাধারণ মানুষকে স্বস্তি দিতে ইতোমধ্যে শহরের ৪টি পয়েন্টে সুপেয় ঠান্ডা পানির ফিল্টার স্থাপন করেছে ফেনী পৌরসভা।

পাশাপাশি ২য় দিনের মতো রিকশাচালকদের মাঝে স্যালাইন, ঠান্ডা পানি ও কোমলজাতীয় পানীয় এবং শরবত বিতরণ করেছে ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) ফেনী পৌরসভার উদ্যোগে দুপুরে শহরের জিরো পয়েন্ট দোয়েল চত্বরে ২য় দিনে এ কার্যক্রম পরিচালনা করেন তিনি৷

জব্বার মিয়া নামে একজন রিকশা চালক বলেন, আমাদের মেয়র সবসময় আমাদের কথা চিন্তা করে। এ গরমে গাড়ি চালানো খুব কষ্টকর। এরমধ্যে মেয়র স্যালাইন পানি হাতে আমাদের জন্য দাঁড়িয়ে আছেন, একটু ঠান্ডা খেতে পেরেছি।

রবিউল হক নামে একজন ভ্যানচালক বলেন, এ গরমে এমনিতেই আমাদের আয় রোজগার কম। তাও পরিবারের চিন্তা করে গাড়ি নিয়ে বের হয়েছি। এরমধ্যে রাস্তায় মেয়র মহোদয় কোক পানি ও সেলাইন দিয়েছে। এটি পেয়ে খুব ভালো লাগছে।

মেয়র স্বপন মিয়াজী বলেন, সারাদেশের ন্যায় ফেনীতে তীব্র গরমে কাবু সব পেশার মানুষ। বিশেষ করে রিকশাচালক ও পথচারীরা কষ্টে দিন কাটাচ্ছে। তাদের কথা চিন্তা করে শহরের জনগুরুত্বপূর্ণ ৪টি স্থানে সুপেয় বিশুদ্ধ ঠান্ডা পানি ও শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে। রিকশাচালকরা রোদের মধ্যে ঝুঁকি নিয়ে চলাচল করছে। চালকদের দোকান থেকে ঠান্ডা পানি কিনে খাওয়ার সামর্থ্য থাকে না। তাদেরকে ঠান্ডা পানি, স্যালাইন ও কোক দেয়া হয়েছে। যতদিন তাপদাহ থাকবে ততদিন আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

;

দাবদাহে পথচারীদের তৃষ্ণা নিবারণে জেলা প্রশাসনের ব্যতিক্রমী উদ্যোগ



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট,বার্২৪.কম, নরসিংদী
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

চলমান তাপদাহে নিম্ন আয়ের মানুষ ও পথচারীদের তৃষ্ণা নিবারণ, স্বাস্থ্য সুরক্ষা এবং হিটস্ট্রোকে আক্রান্তদের প্রাথমিক চিকিৎসা স্বাস্থ্য সেবা দিতে এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন নরসিংদী জেলা প্রশাসক ড. বদিউল আলম।

বর্তমান তাপদাহ পরিস্থিতিতে নরসিংদীর জেলখানা মোড় পৌরসভা মোড়সহ শহরের ৯টি ব্যস্ততম সডকের পাশে বিনামূল্যে পর্যাপ্ত পরিমাণে ঠান্ডা সুপেয় পানি ও স্যালাইন বিতরণ বুথ খুলেছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে জেলখানা মোড়ে নরসিংদী পৌরসভা, স্বাস্থ্য বিভাগ ও জনস্বাস্থ্য প্রোকৌশল অধিদপ্তরের সহায়তায় ও জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এই বুথের উদ্বোধন করেন জেলা প্রশাসক ডক্টর বদিউল আলম।

এ সময় উপস্থিত ছিলেন, নরসিংদী পৌর মেয়র আমজাদ হোসেন বাচ্চু, জনস্বাস্থ্য প্রোকৌশল অধিদপ্তরের নির্বাহী পরিচালক রেজওয়ান হোসেন, জেলা হাসপাতালের ত্বত্তাবধায়ক ডা. এ এন এম মো. মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোস্তফা মনোয়ারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক চলমান দাবদাহে পথচারী ও নিম্ন আয়ের মানুষদের গরম থেকে রক্ষা করতেই এই প্রয়াস নেয়া হয়েছে। যতদিন দাবদাহ অব্যাহত থাকবে ততদিন জেলা প্রশাসনের এই উদ্যোগ অব্যাহত থাকবে। এছাড়া জেলার প্রতিটি উপজেলায় এই কার্ক্রম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে তীব্র গরমে একটু প্রশান্তি দিতে জেলা প্রশাসনের এমন আয়োজনে খুশি পথচারী ও নিম্ন আয়ের মানুষেরা।

;

ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় যুবলীগ নেতাসহ নিহত ২



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ময়মনসিংহে ত্রিশাল ও ফুলপুর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় যুবলীগ নেতাসহ দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন মো: নজরুল ইসলাম দীপক নামে আরও একজন।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক এবং ময়মনসিংহ-শেরপুর মহাসড়কের পৃথক পৃথক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ত্রিশাল পৌরসভার ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. আজহারুল ইসলামের বড় ছেলে মো. শামীম পারভেজ (৩০। তিনি উপজেলা কৃষকলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিল। তবে বর্তমানে তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে সক্রিয় ছিলেন। অপরদিকে ফুলপুর উপজেলার ইমাদপুর গ্রামের মৃত ইব্রাহীম শেখের ছেলে মো. সুরুজ আলী (৭০) ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন।

ত্রিশাল থানার উপপরিদর্শক (এস.আই) মো: আশরাফুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ময়মনসিংহের বাইপাস এলাকায় নিজের ফিসারির পাঙ্গাস মাছ বিক্রি করে প্রাইভেটকারযোগে ময়মনসিংহ থেকে ত্রিশালের নিজ বাড়িতে ফিরছিলেন যুবলীগ নেতা শামীম ও নজরুল ইসলাম দীপক। এ সময় তাদের বহনকারী প্রাইভেটকারটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার নুরুর দোকান নামকস্থানে আসতেই হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে গিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লাগে। এতে প্রাইভেটকারটিতে আগুন ধরে গেলে যুবলীগ নেতা শামীম পারভেজ (৩৫) ঘটনাস্থলেই মারা যান। এ সময় তার সাথে থাকা মো. নজরুল ইসলাম দীপক নামে আরও একজন গুরুতর আহত হন। গুরুতর আহত নজরুল ইসলাম দীপক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

তিনি আরও জানান, এ ঘটনায় নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবার বিনা ময়নাতদন্তে মরদেহের আবেদন করলে মরদেহটি হস্তান্তর করা হয়।

অপরদিকে ময়মনসিংহের ফুলপুরে ফজরের নামাজ পড়তে ঘর থেকে বের হয়ে ট্রাক চাপায় মো. সুরুজ আলী (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয় বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান।

তিনি জানান, নিহত সুরুজ আলী ফজরের নামাজ পড়তে বের হয়ে সড়কে আসলে ময়মনসিংহ-শেরপুর মহাসড়কের ইমাদপুর নামকস্থানে ময়মনসিংহ থেকে আসা একটি বেপরোয়া গতির ট্রাক হঠাৎ তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যায়।

এ ঘটনায় নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

;