গাইবান্ধায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

প্রতীকী ছবি।
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধে বড় ভাই আদম আলীর ধারালো কাচির আঘাতে ছোট ভাই শাপলা মিয়া (৫০) নিহত হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) রাতে উপজেলার মহদীপুর ইউনিয়নের ঝালিঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাপলা মিয়া ওই গ্রামের মৃত আজিম উদ্দীনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে আদম আলীর সঙ্গে ছোট ভাই শাপলা মিয়ার জমিজমা বিষয়ে বিরোধ চলে আসছিলো। এরই জেরে ওই রাতে ঢোলভাংগা বাজারে দুই ভায়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এসময় আদম আলী উত্তেজিত হয়ে একটি কাচি দিয়ে শাপলা মিয়ার শরীরে আঘাত করে। এতে রক্তাক্ত আহত হলে স্থানীয়রা শাপলা মিয়াকে উদ্ধার হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।
এবিষয়ে পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।