কুমিল্লায় যাত্রীবাহী বাসে করে ইয়াবা পাচারকালে গ্রেফতার ২

দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার। ছবি: বার্তা২৪.কম
কুমিল্লায় যাত্রীবাহী বাসে করে ইয়াবা পাচারকালে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৯৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত বাসটি জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো- রাজধানী ঢাকার মুগদা এলাকার মানিকনগরের মৃত রবিউল্লাহর ছেলে স্বপন মিয়া ও নেত্রকোনার কেন্দুয়া থানার কছন্দারা গ্রামের মৃত মোকছেদ আলীর ছেলে খায়রুল ইসলাম ওরফে দ্বীপ্ত।
রোববার (২৯ নভেম্বর) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানী অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব।
তিনি জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার আদর্শ সদর উপজেলার আমতলী এলাকায় রোববার ভোরে অভিযান পরিচালনা করে র্যাব। এ সময় টি আর ট্রাভেলস নামের একটি বাসে করে ইয়াবা পরিবহনকালে ওই দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন তারা। পরে তাদের কাছ থেকে ১ হাজার ৯৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত বাসটি জব্দ করা হয়। প্রাাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ জব্দকৃত বাসে করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করেছে।