আদিতমারী উপজেলা চেয়ারম্যান ফারুক বহিষ্কার

আদিতমারী উপজেলা চেয়ারম্যান ফারুক বহিষ্কার।
লালমনিরহাটের আদিতমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক ইমরুল কায়েসকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
সোমবার (৩০ নভেম্বর) স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব নুমেরী জামান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এর সাথে অসদাচরণ, দুর্ব্যবহার, অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও হুমকি প্রদান করতেন।
এছাড়া চেয়ারম্যান আদিতমারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মোছাঃ নুরেলা আক্তার এর সাথে অশোভন আচরণ প্রদর্শন করেন।
এদিকে প্যানেল চেয়ারম্যান চিত্ত রঞ্জন রায়কে উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পরিষদের কার্যক্রম পরিচালনা করার জন্য আর্থিক ক্ষমতা প্রদান করা হয়েছে।