৩৫ লাখ ডোজ ভ্যাকসিন আসছে বৃহস্পতিবার: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ছবি: সংগৃহীত
ভারত থেকে আগামী বৃহস্পতিবার (২১ জানুয়ারি) ৩৫ লাখ ডোজ করোনা ভ্যাকসিন বাংলাদেশে আসবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। বুধবার (২০ জানুয়ারি) ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে কন্ট্রাক্ট ফার্মিং বিষয়ক এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভারত উপহার হিসেবে ২০ লাখ ডোজ ভ্যাকসিন দেবে। এছাড়া বেসরকারি প্রতিষ্ঠানটি (বেক্সিমকো) যে চুক্তি করেছে, তার প্রথম চালান হিসেবে ১৫ লাখ ভ্যাকসিন আসবে। ভ্যাকসিন আসার পর কর্মসূচি শুরু করে দেওয়া হবে এবং এ কর্মসূচি ধারাবাহিকভাবে চলতে থাকবে।’
তিনি আরও বলেন, ‘রাশিয়া ও চীনসহ আরও কয়েকটি দেশ টিকা দেওয়ার বিষয়ে উৎসাহ প্রকাশ করেছে।’
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এ সময় প্রবাসীকল্যাণ মন্ত্রী ইমরান আহমেদও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।