হাইকোর্টের সামনে ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত

প্রতীকী ছবি
রাজধানীর হাইকোর্টের সামনে ছুরিকাঘাতে অজ্ঞাতপরিচয়ের এক ব্যক্তি নিহত হয়েছেন।
শনিবার (২৩ জানুয়ারি) রাত ৯টার দিকে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢামেকের জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী পরিদর্শক (এএসআই) আব্দুল খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আনুমানিক ৪৫ বছর বয়সী এক ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় এক ভ্যানচালক ঢামেকে নিয়ে আসেন। কে বা কারা তাকে ছুরিকাঘাত করেছে তা জানাতে পারেননি ভ্যানচালক। তার বাম পায়ে ৩টি ছুরিকাঘাত ও বাম হাতে আঘাত রয়েছে। তাৎক্ষণিকভাবে তার নামপরিচয় জানা যায়নি। তার পরনে ছিল কালো সোয়েটার ও গ্যাবার্ডিন প্যান্ট। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
এ ঘটনায় শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. গোলাম হোসেন জানান, তার পরিচয় শনাক্ত করা যায়নি। পরিচয় সনাক্তের চেষ্টা চলছে বলেও জানান।