উত্তরাঞ্চলের সবজি চাষিদের পাশে ‘স্বপ্ন’



নিউজ ডেস্ক, বার্তা২৪.কম 
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

শীতের প্রাদূর্ভাব ও করোনাকালীন সময়ে বাজার সঙ্কটের কারণে বিপাকে পড়েছেন উত্তরাঞ্চলের সবজি চাষিরা। উৎপাদন খরচের অর্ধেক দামেও ক্রেতা মিলছে না। যে কারণে দেশের উত্তরের জেলা ঠাকুরগাঁও, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর ও বগুড়ায় শীতকালীন সবজি টমেটো, বেগুন, ফুলকপি, বাঁধাকপি ও ব্রকলিসহ অন্যান্য সবজি জমিতে নষ্ট হচ্ছে। সবজি চাষ করে লোকসানের মুখে এখন চাষিরা। আর অর্থ সঙ্কটে থাকা এমন চাষিদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশের বৃহৎ সুপারশপ ‘স্বপ্ন’ ।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ বটতলীর চাষি আরিফ আহমেদ। বয়স ৫৫ বছর। তিনি চার বিঘা জমিতে ফুলকপি চাষ করেছেন। প্রতি পিস ফুলকপি চাষে খরচ হয়েছে গড়ে সাড়ে ৫ টাকা। কিন্তু বাজারে ক্রেতা নেই। দুই টাকাতেও বিক্রি হচ্ছে না কষ্টে ফলানো ফসল। জমিতে নষ্ট হচ্ছে ফুলকপি। অন্যদিকে চাষের জন্য সুদের টাকাও শোধ করতে পারছেন না।

একই অবস্থা লালমনিরহাটেও। সেখানে নামমাত্র দামেও ফুলকপি বিক্রি হচ্ছে না। লালমনিরহাটের মোগলহাটের ফুলকপি চাষি মনির হোসেন বলেন, "আমরা চাষবাস করে বিপদে আছি। খরচ উঠছে না। জমিতে রাখলেও বিরূপ আবহাওয়ায় নষ্ট হচ্ছে।"

বগুড়ার কাহালু উপজেলার বাঁধাকপি চাষি শাহ আলম বলেন, "ঘন কুয়াশার কারণে পাইকাররা আসছেন না। বাজারে দাম নাই। চাষবাস করে একবারে ধ্বংস হয়ে গেলাম।"

দুঃসহ এ পরিস্থিতিতে কৃষকের পাশে দাঁড়িয়েছে সুপারশপ ‘স্বপ্ন’। ঠাকুরগাঁও, লালমনিরহাট ও বগুড়ার কৃষকদের কাছ থেকে সরাসরি সবজি কিনছে ‘স্বপ্ন’ ।

দুঃসময়ে ক্রেতা হিসেবে স্বপ্ন'কে পেয়ে খুশি চাষিরা। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলের ফুলকপি চাষি মোখলেছুর রহমান বলেন, ‘স্বপ্ন’ না আসলে আমাদের ফসল জমিতে নষ্ট হতো। তারা সরাসরি কেনায় জমিও খালি হচ্ছে। নগদ টাকাও পাচ্ছি। এই শীতে এত কষ্ট করে এসে সবজি কেনা স্বপ্নকর্মীদের আন্তরিক ধন্যবাদ জানাই। তারা কৃষক-পণ্য উৎপাদনকারীদের প্রকৃত বন্ধু।

স্বপ্ন’র হেড অব পার্চেজ সাজ্জাদুল হক ও সিএসআর অ্যান্ড গ্রোয়ার্স ওয়েলফেয়ার অফিসার শরিফুল ইসলামের তত্ত্বাবধানে ১২ জন স্বপ্নকর্মী নিয়মিত এসব এলাকায় সবজি ক্রয় করছেন। বিপন্ন কৃষকের জমি থেকে কেনা টাটকা সবজি মিলছে ‘স্বপ্ন’-এর আউটলেটে।

স্বপ্ন’র হেড অব পার্চেজ সাজ্জাদুল হক বলেন, "এবার শীতের প্রকোপে উত্তরাঞ্চলের চাষীদের জীবনে দূর্ভোগ নেমেছে। ফসল বিক্রি করতে না পেরে কৃষকরা পরিজন নিয়ে খারাপ সময় পার করছেন। স্বজনের জন্য শীতবস্ত্র কেনার সামর্থ্যও অনেকের নেই। তাই আমরা নিয়মিত উত্তরাঞ্চল থেকে ফুলকপি,বাঁধাকপিসহ শীতকালীন সবজি কিনছি।"

   

ঝোড়ো হাওয়াসহ ৫ বিভাগে বজ্রবৃষ্টির আভাস



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

রাজধানী ঢাকাসহ পাঁচ বিভাগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

শুক্রবার (২৯ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এমন বার্তা দেওয়া হয়েছে।

আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী, শুক্রবার (২৯ মার্চ) সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এর পরের ২৪ ঘণ্টা ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আর শনিবার (৩০ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা শুধু চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

এদিকে বাগেরহাটের মোংলায় বৃহস্পতিবার (২৮ মার্চ) দেশের সর্বোচ্চ ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এদিন দেশের সর্বনিম্ন ১৮.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় কিশোরগঞ্জের নিকলিতে।

আবহাওয়া অফিস বলছে, সারা দেশে শুক্রবার দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, যা শনিবার সন্ধ্যা পর্যন্ত অব্যাহত থাকবে।

;

পাঁচ অঞ্চলের নদী বন্দরে সতর্কতা সংকেত



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

চট্টগ্রামসহ দেশের পাঁচ জেলার ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা করছে আবহাওয়া অফিস। সেইসঙ্গে বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে বলা হচ্ছে। এছাড়াও এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

শুক্রবার (২৯ মার্চ) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে।

আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানিয়েছেন, বরিশাল, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম/উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

বর্তমানে পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

;

পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

পররাষ্ট্র মন্ত্রণালয়কে মানবাধিকার সম্পর্কিত একটি নতুন শাখা চালু করার পরামর্শ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

বৃহস্পতিবার (২৮ মার্চ) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠকে এই পরামর্শ দেওয়া হয়। বৈঠক শেষে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৈঠকে ২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি আদায়ের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে রোহিঙ্গা ক্যাম্প কুতুপালং এবং ভাসানচর পরিদর্শনের জন্য বৈঠকে প্রস্তাব করা হয়।

কমিটির সভাপতি এ কে আব্দুল মোমেনের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, শাহরিয়ার আলম, নাহিম রাজ্জাক, নিজাম উদ্দিন জলিল, নুরুল ইসলাম নাহিদ, হাবিবুর রহমান, সাইমুম সারওয়ার, জারা জাবীন মাহবুব অংশ নেন।

 

;

ঢাকাসহ ৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ঢাকাসহ দেশের আট জেলার ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা করছে আবহাওয়া অফিস। সেইসঙ্গে বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে বলা হচ্ছে।

শুক্রবার (২৯ মার্চ) সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, ঢাকা এবং সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, আবহাওয়া অফিসের অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তার কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এ অবস্থায় শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

;