গাইবান্ধায় ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু

গাইবান্ধায় ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু
গাইবান্ধা সদর উপজেলায় ট্রাক্টর উল্টে মতিয়ার রহমান মতিন (৩০) নামে এক চালকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বাদিয়াখালী সাধুর আস্তা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার বাদিয়াখালি ইউনিয়নের রিফাইতপুর (মাঠপাড়া) গ্রামের ছকু মিয়ার ছেলে মতিয়ার রহমান মতিন ট্রাক্টর চালিয়ে
ভরতখালির দিকে যাচ্ছিলেন। পধিমধ্যে বাদিয়াখালী সাধুর আস্তা নামকস্থানে পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার নিচে একটি ডোবায় উল্টে যায়। এতে গাড়ির চাপায় ঘটনাস্থলেই মতিন মারা যায়।
বাদিয়াখালি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাফায়েতুল হক পাভেল বলেন, এ দুর্ঘটনার বিষয়টি লোকমুখে শুনেছি।