পাঁচদিন পর জানা গেল বেঁচে নেই জলহস্তীটি

রংপুর চিড়িয়াখানা
রংপুর চিড়িয়াখানায় একটি জলহস্তী মারা যাওয়ার পাঁচ দিন পর মৃত্যুর বিষয়টি প্রকাশ করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ মার্চ) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর আম্বর আলী।
খোঁজ নিয়ে জানা যায়, গত শনিবার লিয়ন নামের জলহস্তীটি হঠাৎ করে মারা যায়। এরপর অত্যন্ত গোপনীয়তার মধ্যে চিড়িয়াখানার পূর্বপাশে জলহস্তীটিকে মাটিচাপা দেওয়া হয়।
বিষয়টি কাউকে জানানো না হলেও বৃহস্পতিবার মৃত্যুর বিষয়টি প্রকাশ হয়।
চিড়িয়াখানার একটি সূত্র জানিয়েছে, প্রায় ১৬ বছর আগে জলহস্তীটিকে ঢাকা থেকে রংপুর চিড়িয়াখানায় আনা হয়। কিছুদিন আগে জলহস্তীটি আঘাতপ্রাপ্ত হয়ে অসুস্থ হয়। তার চিকিৎসা চলছিল। কিন্তু চিকিৎসা দিয়েও তাকে শেষ পর্যন্ত বাঁচানো যায়নি। মৃত্যুকালে জলহস্তীর বয়স হয়েছিল ৩৯ বছর ৩ মাস ২ দিন। বর্তমানে আরও দুটি হলহস্তী রংপুর চিড়িয়াখানায় রয়েছে।
চিড়িয়াখানা সূত্রে জানা গেছে, রংপুর নগরীর হনুমানতলা এলাকায় ১৯৮৯ সালে প্রায় ২১ একর জমির ওপর প্রতিষ্ঠিত রংপুর চিড়িয়াখানাটি। এটি দর্শনার্থীদের জন্য ৯২ সালে খুলে দেওয়া হয়। বর্তমানে রংপুর চিড়িয়াখানায় ৩৩ প্রজাতির ২২৪ প্রাণী রয়েছে।
রংপুর চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর আম্বর আলী বলেন, জলহস্তী সাধারণত সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত বাঁচে। তবে এই জলহস্তীটি ৪০ বছর পূর্ণ হওয়ার কয়েকদিন আগে স্বাভাবিকভাবে মারা গেছে।