মাশরুম প্রকল্প কার জন্য ?



শ্যামলী তঞ্চঙ্গ্যা
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

গত বছরের ২৭ অক্টোবর অনলাইনে মাশরুম চাষী ও উদ্যোক্তাদের সঙ্গে ‘মাশরুম চাষের সমস্যা, সম্ভাবনা ও সমাধান’ শীর্ষক মতবিনিময় সভায় আমাদের মাননীয় কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, মাশরুম চাষের সম্ভাবনাকে কাজে লাগাতে শিগগিরই উদ্যোগ নেয়া হবে। মাশরুমের সম্ভাবনাকে কাজে লাগাতে হলে গবেষণা বাড়াতে হবে বলেও জানান তিনি।

কৃষিমন্ত্রী আরো বলেন, গবেষণা করে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল ও সিজনভিত্তিক নতুন জাতের মাশরুম উদ্ভাবন করতে হবে এবং চাষ সম্প্রসারণ করতে হবে। মন্ত্রী মহোদয়ের এই সুন্দর আশাবাদকে মাশরুম সংশ্লিষ্টরা অবশ্যই সাধুবাদ জানাবে। তবে প্রশ্ন থেকে যায়, কোথায় কার জন্য কে করবে এই গবেষণা ?

এর আগেও বিভিন্ন মেয়াদে বিভিন্ন প্রকল্পে জাতীয় মাশরুম উন্নয়ন ইনস্টিটিউট প্রায় একশ কোটি টাকা খরচ করেছে। মাশরুম উন্নয়ন প্রকল্প ছিলো উন্নয়ন প্রকল্পের মডেল। সবাই মাশরুম প্রকল্পকে মারহাভা দিচ্ছিলো। কৃষি বিভাগ ও মন্ত্রণালয়ের বড় কর্তারা খুশি, অবসরে যাওয়া কর্মকর্তারাও খুশি, তাদের বিবি সাহেবেরা খুশি, বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট প্রফেসররা খুশি। কেউ খেয়ে খুশি, কেউ নিয়ে খুশি, কেউ এমনি-এমনিই খুশি।

আপনারা হয়ত প্রশ্ন করবেন- আচ্ছা প্রকল্প ভিজিট করলেই কি ওঁরা দু’হাত ভরে দেয়? না সবাইকে ওঁরা দেয়না। যোগ্যতা অনুযায়ী আপনি পাবেন। আপনি কত বড় কর্তা সেটির ওপর ভিত্তি করে আপনি পাবেন। আপনি অবসরে যাওয়া কর্তা ব্যক্তি হলে আপনার সাথে ক্ষমতাশীল কর্তা ব্যক্তিদের সাথে ভালো খাতির থাকতে হবে। অথবা এমন একটা ভাব করবেন যে ডিজি সাহেবের সাথে তো আমার মাঝে-মাঝেই দেখা হয়। অথবা বলবেন, এইতো পরশুই ডিজি মহোদয়ের সাথে দেখা হলে আপনাদের প্রকল্পের সফলতার গল্প আলাপ করবো। কেউ যদি বলতে পারেন, মাননীয় কৃষি মন্ত্রীর সাথে আমার সখ্যতা আছে- তার সাথে সাক্ষাৎ হলে বলবো- আপনারা খুব ভালো করছেন; তাহলে আপনার হয়েই যাবে! অনেকে একদম ভনিতা পছন্দ করেন না। এরা রসিকও বটে।

হঠাৎ নাটকীয় ভাবে স্নেহের সুরে প্রকল্প পরিচালককে বলবে, তোমাদের সাভারে নাকি ভালো খাসির মাংশ পাওয়া যায়! প্রকল্প পরিচালক বলবে, হ্যাঁ স্যার আপনি ঠিকই বলেছেন। এ সময় গুপ্ত মানিব্যাগ বের করে টাকা বের করতে উদ্যত হতেই প্রকল্প পরিচালক বলবে স্যার লজ্জা দেবেন না, এতদিন পর এসেছেন। স্যার কয় কেজি লাগবে ? এ সময় গুপ্ত বলবেন, আট-দশ কেজি। প্রকল্প পরিচালক কলিং বেল টিপে তার দক্ষ অ্যাটেনডেন্স কে বাজারে পাঠাবে।সাভার নামা-বাজারে খাসির মাংশের সাথে ল্যাংড়া বাছুরের মাংশ সস্তায় পাওয়া যায়। আর এসব মাংশ কেনার দায়িত্ব পেলে অ্যাটেনডেন্সেরও হয়ে যায়।

আচ্ছা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কি কোন উন্নয়ন প্রকল্প ভিজিট করেছিলেন ? কেননা তিনি লিখেছিলেন- ‘যদি জোটে রোজ- এমনি বিনি পয়সার ভোজ। ডিশের পরে ডিশ- শুধু মটন কারি ফিস, সঙ্গে তারি হুইস্কি সোডা দু-চার রয়াল ডোজ। পরের তহবিল-চোকায় উইলসনের বিল- থাকি মনের সুখে হাস্যমুখে, কে কার রাখে খোঁজ।’

রবীন্দ্রনাথ ঠিকই লিখেছেন, কেউ কারো খোজ রাখেনি। মাশরুম উদ্যোক্তা আর চাষীর খোজ কেউ রাখেনি। মাশরুম উন্নয়ন ইনস্টিটিউট গবেষণার নামে উন্নয়ন কর্মকর্তা ও কতিপয় বিশ্ববিদ্যালয়ের প্রফেসরদের বায়োডাটা প্রলম্বিত করেছে। উন্নয়ন প্রকল্পের কারিগরদের পিএইচডি ডিগ্রি দিয়ে বিনিময়ে কোন-কোন প্রফেসর এখানে তার গবেষণার বিষয়ে ল্যাবরেটরি তৈরি করতে উৎসাহিত করেছে। এইসব ল্যাবরেটরি থেকে বাংলাদেশের মাশরুম উদ্যোক্তারা কিছু পাবেনা। অথচ এইসব সুবিধাভোগী চতুর প্রফেসর ক্ষমতাশীনদের খুব কাছে চলে যেতে পারে।

যেমন মাশরুম প্রকল্পের দুর্দিনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগে আয়োজিত বোটানিক্যাল সোসাইটির কনফারেন্সে মাননীয় কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীকে প্রধান অতিথি করা হয়। কৃষিমন্ত্রী অনুষ্ঠান উপলক্ষে অল্প সময়ের জন্য এলেও এক চতুর প্রফেসর তার কানে মাশরুম প্রকল্পের সাফাই গেয়ে আবার প্রকল্প অনুমোদনের অনুরোধ করে। কিন্তু বিধি বাম! এইসব সুবিধাবাদীদের খুব ভালো করে চেনেন অগ্নিকন্যা মতিয়া চৌধুরী। মুহূর্তেই প্রধান অতিথির বক্তব্যে তিনি মাশরুম প্রকল্প নিয়ে অগ্নিঝরা বক্তব্য দেন। মঞ্চে উপবিষ্ট মাশরুম প্রেমী প্রফেসর এবং মঞ্চের বাইরে মাশরুমের স্টল সাজিয়ে বসে থাকা মাশরুমের উপ-পরিচালক ও মাশরুম বিশেষজ্ঞরা মুখ লুকানোর জায়গা খুঁজে পায়নি।

এমন ঘটনা মন্ত্রণালয়েও নাকি ঘটেছে। দুর্নীতি ও নানাবিধ অপকর্মের কারণে মাশরুম উদ্যোক্তা ও চাষীদের তোপের মুখে নাজেহাল যখন মাশরুম প্রকল্প এমনি সময়ে একজন প্রভাবশালী কর্মকর্তা মাননীয় কৃষিমন্ত্রীর সামনে বলে বসলেন, ‘মাশরুম প্রকল্প তো বেশ ভালো করছে।’ মন্ত্রী নাকি তেলে-বেগুনে জ্বলে উঠে বলেছিলেন, ‘তাই নাকি ! ওঁরা খুব খাইয়ে-টাইয়ে দিয়েছে আপনাকে, চেহারা তো জ্বল-জ্বল করছে।’

অভার-ডোজে আপ্যায়ন, লাগামহীন কেনাকাটা, ভাউচার বাণিজ্য এবং মাশরুম উদ্যোক্তাদের প্রতি উদাসিনতায় মুখ থুবরে পড়েছিলো জাতীয় মাশরুম প্রকল্প।

পাঁচ বছর আগের গল্প এগুলো। উন্নয়ন প্রকল্পের জন্য আরো বরাদ্দ ছিলো ছিয়াত্তর কোটি টাকা। প্রকল্পটি এ-টেবিল সে-টেবিল করে মন্ত্রণালয়ের সবুজ পাতায় পৌছে গিয়েছিলো। মাননীয় কৃষিমন্ত্রী স্বাক্ষর করে দিলেই সেটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে অনুমোদনের জন্য যেতো।

দুই দশক আগে রাঙামাটিতে মাশরুম প্রকল্প চালু হলে সেখানেও ব্যাপক দুর্নীতি হয়, রাঙামাটি ঢাকা থেকে অনেক দুরে ছিলো বলে নাকি খোজ-খবর নেয়া সম্ভব হয়নি। তাহলে কৃষি বিভাগের নাকের ডগায় অবস্থিত সাভারের মাশরুম প্রকল্পের বেহাল অবস্থা কি অতিরিক্ত খোজ-খবর নেয়ার কারণে হয়েছে!

একজন মাশরুম প্রেমী হিসেবে আমি মাশরুম উন্নয়ন প্রত্যাশী। সত্যিকার অর্থেই যদি ভালো কাজের সুযোগ থাকে তবে সেটি হোক, নয়তো সাধারণ মানুষকে মিথ্যা আস্ফালন প্রতারণা করা ঠিক নয়। প্রকল্পের নামে আবার কানার হাটবাজার যেন না বসে সেদিকে কৃষি বিভাগ ও মন্ত্রণালয়ের সুদৃষ্টি কামনা করছি।

   

সুনামগঞ্জে বাস-অটোরিকশার সংঘর্ষ, নিহত ২



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সিলেট
ফাইল ছবি

ফাইল ছবি

  • Font increase
  • Font Decrease

 

সুনামগঞ্জের ছাতকে বাস-অটোরিকশার (সিএনজি) মুখোমুখি সংঘর্ষে জনপ্রিয় কন্ঠ শিল্পী মতিউর রহমান হাসান (পাগল হাসান) সহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩ জন।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল পৌনে সাতটার দিকে ছাতক-দোয়ারাবাজার সড়কের সুরমা ব্রিজের পাশে এ ঘটনায় ঘটে।

নিহতরা হলেন- কন্ঠ শিল্পী মতিউর রহমান হাসান (পাগল হাসান) ও আব্দুস সাত্তার। তবে তাৎক্ষণিক আহতদের নাম ঠিকানা পাওয়া যায়নি।

এ ঘটনায় ঘাতক বাসটি আটক করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম।

তিনি বলেন, সকাল পৌনে সাতটার দিকে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে দুজনেই ঘটনাস্থলে মারা যান। আহত তিনজনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাস আটক রয়েছে। 

;

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ১৯



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ১৯

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ১৯

  • Font increase
  • Font Decrease

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৯ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ ও গোয়েন্দা বিভাগ। মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের আটক করা হয়েছে বলে জানানো হয়েছে।

বুধবার (১৭ এপ্রিল) সকাল ছয়টা থেকে বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে সাত হাজার ৬৯৫ পিস ইয়াবা, ৩ কেজি ৩৭৫ গ্রাম গাঁজা, ১৭ গ্রাম ৫০ পুরিয়া হেরোইন, ৮০ বোতল দেশী মদ ও ২৫ টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জা‌নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অ‌ভিযান প‌রিচালনা করা হয়েছে বলে জানানো হয়। সেই সঙ্গে আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৭ টি মামলা রুজু হয়েছে বলেও জানানো হয়।

;

ঢাকার বাতাসে নেই স্বস্তির খবর, মান ‘অস্বাস্থ্যকর’



নিউজ ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

কয়েক দিনের তীব্র গরম আর শুষ্ক আবহাওয়ায় ঢাকার বাতাস অস্বাস্থ্যকর হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে গতকাল বুধবার (৭ এপ্রিল) রাজধানীতে এক পশলা বৃষ্টি হলেও বাতাসে নেই স্বস্তির খবর।

বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরা সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, আজ বৃহস্পতিবার ১৫৬ স্কোর নিয়ে ৮ নম্বরে অবস্থান করছে ঢাকা। সকাল ৯টার দিকে এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ঢাকার এ অবস্থান দেখা গেছে। এই স্কোর বাতাসের মানকে ‘অস্বাস্থ্যকর’ বলে নির্দেশ করে।  

এছাড়া বিশ্বের দূষিত শহরের তালিকায় ২০৬ স্কোর নিয়ে শীর্ষে অবস্থান পাকিস্তানের লাহোর, ১৮৩ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি এবং নেপালের কাঠমান্ডুর ১৭৮ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে।

১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে বাতাসের মান 'সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর', ১৫১ থেকে ২০০ এর মধ্যে একিউআই স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। ২০১ থেকে ৩০০ এর মধ্যে 'খুব অস্বাস্থ্যকর' বলা হয়, ৩০১+ একিউআই স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের ৫টি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে। সেগুলো হলো- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।

;

ঢাকা সফরে আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা



নিউজ ডেস্ক, বার্তা২৪.কম
ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা

ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা

  • Font increase
  • Font Decrease

আগামী শনিবার (২০ এপ্রিল) বাংলাদেশে সফর করতে পারেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা। ওই সফরে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের সার্বিক দিক নিয়ে বৈঠক করবেন বলে জানা গেছে।

একটি কূটনৈতিক সূত্র ইউএনবিকে জানিয়েছে, বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ছাড়াও পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করবেন ভারতের পররাষ্ট্র সচিব।

তবে তার সফরের বিস্তারিত এখনো জানা যায়নি।

গত মার্চ মাসে পররাষ্ট্র সচিব হিসেবে বিনয় কোয়াত্রার কার্যকালের মেয়াদ ছয় মাস বাড়িয়েছে ভারত সরকার। ১৯৮৮ সালে ভারতীয় পররাষ্ট্র পরিষেবায় যোগ দেয়া কোয়াত্রা ২০২২ সালের ১ মে ভারতের পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পান।

এর আগে গত ২০২৩ সালের ২৪ তারিখে নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত ফরেন অফিস কনসালটেশন (এফওসি) অনুষ্ঠিত হয়। এফওসি হলো দ্বিপক্ষীয় সম্পর্কের বিস্তারিত আলোচনা নিয়ে দুটি দেশের পররাষ্ট্র সচিবের মধ্যে একটি প্রাতিষ্ঠানিক সংলাপ প্রক্রিয়া।

দ্বিপক্ষীয় সংলাপে উভয় পক্ষ সাধারণত সীমান্ত ও নিরাপত্তা, ব্যবসা-বাণিজ্য ও যোগাযোগ, পানি, বিদ্যুৎ ও জ্বালানি খাতে সহযোগিতা, জনগণের মধ্যে সম্পর্ক এবং বাংলাদেশের উন্নয়ন সহযোগিতাসহ বিস্তৃত বিষয় নিয়ে আলোচনা করে থাকে।

এদিকে কূটনৈতিক সূত্রগুলো ইঙ্গিত দিচ্ছে, ভারতে জাতীয় নির্বাচন শেষ হওয়ার পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটিতে সফরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশ্বের বৃহৎ গণতান্ত্রিক দেশ ভারতে সাতটি ধাপে আগামী ১৯ এপ্রিল লোকসভার ভোটগ্রহণ শুরু হয়ে চলবে ১ জুন পর্যন্ত। আর আগামী ৪ জুন ভোট গণনা করা হবে।

সূত্র: ইউএনবি

;