দেশে ৫ কোটি ৬৯ লাখ ডোজের বেশি করোনার টিকা প্রয়োগ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দেশে জোরেশোরে চলছে টিকাদান কর্মসূচি। এখন পর্যন্ত দেশে ৫ কোটি ৬৯ লাখ ৭২ হাজার ৩০৫ ডোজ করোনাভাইরাসের টিকা প্রয়োগ করা হয়েছে। এর মধ্যে প্রথম ডোজ টিকা নিয়েছেন ৩ কোটি ৮০ লাখ ৪৬ হাজার ৫৫৪ জন এবং দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন ১ কোটি ৮৯ লাখ ২৫ হাজার ৭৫১ জন।

শনিবার (১৬ অক্টোবর) একদিনে সারা দেশে টিকা নিয়েছেন ৪ লাখ ৭২ হাজার ৭৫০ জন মানুষ। স্বাস্থ্য অধিদফতরের পরিচালক অধ্যাপক মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে এখন পর্যন্ত টিকা এসেছে ৬ কোটি ৯৫ লাখ ৭২ হাজার ৪২০ ডোজ। এর মধ্যে ৫ কোটি ৬৯ লাখ ৭২ হাজার ৩০৫ ডোজ টিকা দেওয়া হয়েছে। টিকা মজুত আছে ১ কোটি ২৫ লাখ ৯৮ হাজার ১১২ ডোজ।

এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার এবং মডার্নার টিকা।

বিজ্ঞাপন

টিকা নিতে এ পর্যন্ত নিবন্ধন করেছেন করেছেন ৫ কোটি ৪৩ লাখ ৩৫ হাজার ৭৩৪ জন।

গত ২৭ জানুয়ারি দেশে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভারতের সেরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়ার মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন।