রংপুরে প্রার্থীতা বাতিলের দাবিতে আ.লীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রংপুর সদর উপজেলার মমিনপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে মিনহাজুল ইসলামকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন নেতা কর্মীরা।

শুক্রবার (২২ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে রংপুর -বদরগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ করে মমিনপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতা কর্মীরা। এসময় তারা রংপুর-বদরগঞ্জ সড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখে।

বিজ্ঞাপন

বিক্ষোভ সমাবেশে নেতাকর্মীরা দলের ত্যাগী নেতাদের দলীয় মনোনয়ন দেয়ার দাবী জানিয়ে বলেন, দলের জন্য নিবেদিত এমন পরীক্ষীত নেতাকে মনোনয়ন দিতে হবে। জোর করে কোনও প্রার্থীকে চাপিয়ে দেয়া হলে তা মেনে নেয়া হবে না। উড়ে এসে জুড়ে বসা কোন ব্যক্তিকে মনোনয়ন দেয়া হলে তাকে প্রতিহত করা হবে।

এসময় নেতারা বলেন, যাকে মনোনয়ন দেয়া হয়েছে তিনি মূল দলের সাথে সম্পর্কিত না।

বিজ্ঞাপন

এসময় তার মনোনয়ন বাতিল করে দলের ত্যাগী নেতাদের মধ্য থেকে পুনরায় মনোনয়ন দেয়ার দাবী জানান।

রংপুর সদর উপজেলার মমিনপুর ও খলেয়া ইউনিয়ন নির্বাচন উপলক্ষে শুক্রবার (২২ অক্টোবর) বিকেলে নৌকার প্রার্থী ঘোষণা করে বাংলাদেশ আওয়ামী লীগ।এর মধ্যে  মমিনপুর ইউনিয়ন থেকে নৌকার জন্য আবেদন করে সদর উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ কামরুজ্জামান চান, ধর্ম সম্পাদক আব্দুল মজিদ, সদস্য রেজাউল ইসলাম। তবে তাদের কাউকে নৌকার মনোনয়ন না দিয়ে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মিনহাজুলকে মনোনীত করা হয়। ত্যাগী নেতাদের বাদ দিয়ে সহযোগী সংগঠন থেকে প্রার্থী দেয়ায় ইউনিয়নে নেতাকর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। নেতাকর্মীরা ঘোষিত মনোনয়ন বাতিলের দাবীতে রংপুর -বদরগঞ্জ সড়ক প্রায় ২ ঘন্টা অবরোধ করে রাখে।

মমিনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিস অভিযোগ করে বলেন, যাকে নৌকার প্রার্থী করা হয়েছে তাকে কখনও দলীয় কর্মকান্ডে দেখা যায় নি। ত্যাগীদের বাদ দিয়ে নৌকা প্রার্থী মনোনীত করায় আমরা হতাশ। তাই আজ আমরা আমাদের অস্থিত্ব রক্ষায় সড়কে এসে দাঁড়িয়েছি। যদি এই প্রার্থী প্রত্যাহার না করা হয় তবে আমাদের আন্দোলন চলমান থাকবে।

মমিনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অহেদুল ইসলাম অদু বলেন, এতো ত্যাগী নেতা থাকা সত্ত্বেও হাইব্রিড নেতাকে মনোনয়ন দেয়া হল। এ ঘটনায় আমরা ক্ষুদ্ধ। দ্রুত এই প্রার্থীর প্রত্যাহার দাবি করেন তিনি।

রংপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির বলেন, আমরা রেজুলেশন করে ত্যাগীদের নাম কেন্দ্রে পাঠালেও ত্যাগীদের মূল্যায়ন হয় নি। তাই মমিনপুর ইউনিয়নের প্রার্থী মনোনয়নের বিষয়টি পুনরায় বিবেচনার জোড় দাবী জানাচ্ছি।

এ বিষয়ে জানতে চাইলে নৌকার মনোনীত প্রার্থী মিনহাজুল বলেন, আমি সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি। দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতি তে সক্রিয়ভাবে জড়িত।

তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আগামী ২৮ নভেম্বর মমিনপুর ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।