বিপুল পরিমাণ অস্ত্রসহ প্রতারক শাহীরুল গ্রেফতার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্রসহ শীর্ষ প্রতারক শাহীরুল ইসলাম সিকদারকে গ্রেফতার করেছে র‌্যাব।

শনিবার (২৩ অক্টোবর) দুপুরে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, গ্রেফতার প্রতারক শাহীরুল ইসলাম সিকদার কথিত মানবাধিকার সংস্থার চেয়ারম্যান ও সিকিউরিটি অ্যান্ড গার্ড সার্ভিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের পরিচয় দিয়ে প্রতারণা করতেন।

তিনি আরও বলেন, এ বিষয়ে আজ বিকেলে কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

বিজ্ঞাপন