নদীমাতৃক দক্ষিণাঞ্চলে ডুবুরি সংকট

  • জহির রায়হান, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরিশাল
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বরিশাল তথা গোটা দক্ষিণাঞ্চল একটি নদীমাতৃক অঞ্চল। এই অঞ্চলে পানি ডুবে মৃত্যুর হারও অন্যান্য অঞ্চলের চেয়ে কয়েকগুণ বেশি। কিন্তু দক্ষিণাঞ্চলের নৌ দুর্ঘটনায় উদ্ধার অভিযান পরিচালনা করছেন মাত্র চারজন ডুবুরি। একই সময়ে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জায়গায় নৌ দুর্ঘটনা ঘটলে কাঙ্ক্ষিত সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে ডুবুরিসহ সংশ্লিষ্টদের।

এছাড়াও বরিশাল বিভাগের পার্শ্ববর্তী জেলাগুলোতেও এই ডুবুরিদের নিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছে।

বিজ্ঞাপন

সর্বশেষ আদমশুমারি (২০১১) অনুযায়ী জানা গেছে, বরিশাল বিভাগের ছয় জেলায় জনসংখ্যা হলো ৮৩ লাখ ২৫ হাজার ৬৬৬ জন। এরমধ্যে কিছু সংখ্যক মানুষ কর্মক্ষেত্র অনুযায়ী দেশের বিভিন্ন জায়গায় বসবাস করলেও অধিকাংশ জনসংখ্যা বসবাস করছেন এই বিভাগে। আর এই গোটা দক্ষিণাঞ্চলে ছোট বড় মিলিয়ে প্রায় অর্ধশতাধিক নদ-নদী রয়েছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে, নদীমাতৃক বরিশাল বিভাগের বৃহত্তর জনগোষ্ঠীর মধ্যে কেউ নৌ দুর্ঘটনার স্বীকার অথবা পানি ডুবে গেলে তা উদ্ধার অভিযানে মাত্র চারজন ডুবুরি কাজ করছেন। বরিশাল ও পটুয়াখালী জেলায় দুটি নদী ফায়ার স্টেশন থাকলেও বাকি চার জেলায় কোন নদী ফায়ার স্টেশন নেই ৷ আর গত বছরের অক্টোবর থেকে চলতি বছরের ১২ অক্টোবর পর্যন্ত এক বছরে বরিশাল বিভাগে প্রায় ৬৫টি নৌ-দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

আরও জানা গেছে, বরিশাল বিভাগের পার্শ্ববর্তী মাদারীপুর, ফরিদপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ জেলায় নৌ দুর্ঘটনা ঘটলে অনেক সময় উদ্ধার অভিযানে ছুটে যেতে হয় এই ডুবুরিদের।

ইমরান হোসেন আজাদ নামে এক ফায়ার ফাইটার কাম ডুবুরি বার্তা২৪.কম-কে জানান, বরিশাল বিভাগে ছোট খাটো নৌ দুর্ঘটনা ঘটলে তা সফলভাবে অভিযান পরিচালনা করা সম্ভব। কিন্তু বড় ধরনের কোন দুর্ঘটনা ঘটলে তা সফলভাবে অভিযান পরিচালনা করতে হিমশিম খেতে হচ্ছে। তবুও জীবনের ঝুঁকি নিয়ে জনস্বার্থে উদ্ধার কাজ করে যাচ্ছি।

বরিশাল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নদী ফায়ার স্টেশন অফিসার খোরশেদ আলম বার্তা২৪.কম-কে জানান, বরিশালে দীর্ঘদিন ধরেই ডুবুরি সংকট।

মাত্র চারজন ডুবুরি দিয়ে এই বিশাল জনগোষ্ঠীকে কাঙ্ক্ষিত সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। কখনও কখনও এক দিনে একাধিক জেলা থেকে নৌ দুর্ঘটনার উদ্ধার অভিযানের ডাক আসে। তখন আমদের অসহায়ত্ব ছাড়া কোন উপায় থাকে না।

তিনি আরও জানান, বরিশাল বিভাগের ছয় জেলা ছাড়াও পার্শ্ববর্তী মাদারীপুর, ফরিদপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ জেলায় উদ্ধার কাজে খবর আসে। তারপরও দুর্ঘটনা কবলিত মানুষের জীবন বাঁচাতে এই চারজন ডুবুরি দিয়েই সর্বোচ্চ সেবা দিতে চেষ্টা চালিয়ে যাচ্ছি।