এসএসসি পাশ করলেন ইউপি সদস্য রফিকুল ইসলাম

ছবি: এসএসসি পাশ করলেন ইউপি সদস্য রফিকুল ইসলাম
৫৭ বছর বয়সে এসে এসএসসি পরীক্ষা দিয়ে জিপিএ-৪.৪৬ পেয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন রফিকুল ইসলাম ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ভবানীপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য (মেম্বার)। এবারের ইউপি নির্বাচনে তিনি টানা দ্বিতীয়বারের মতো সদস্য নির্বাচিত হন।
রফিকুল ইসলাম বলেন, গত পাঁচ বছর মেম্বার থাকার পর আমি বুঝতে পারি, জীবনে শিক্ষার প্রয়োজন খুব বেশি। নিজেই যদি শিক্ষিত না হই তাহলে মানুষের সেবা করবো কীভাবে? জনগণকে কী শেখাবো? এ ছাড়াও অফিস-আদালতে শিক্ষা সবসময়ই প্রয়োজন হয়। তাই সাংসারিক জীবনের পাশাপাশি লেখাপড়ায় শুরু করি।
শারীরিক অসুস্থতার দারুণ অষ্টম শ্রেণি পাশের পর আর পড়াশোনা করতে পারেন নাই রফিকুল ইসলাম। তবে বয়সকে পাত্তা না দিয়ে এবার এসএসসি পরীক্ষা দিয়ে পাস করেছেন তিনি ।
রফিকুল ইসলামের এ অর্জনে আনন্দিত স্ত্রী ও একমাত্র সন্তান। এ বিষয়ে তার ছেলে আব্দুল্লাহ আল মারুফ বলেন, ‘আমার বেশ আনন্দ লাগছে, আমার বাবা পরীক্ষায় কৃতিত্বের সাথেই পাস করেছে। এতে আমাদের পাশাপাশি প্রতিবেশিরাও খুশি হয়েছেন। মারুফ স্থানীয় আছিম বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ৮ম শ্রেণিতে অধ্যয়নরত।
রফিকুল ইসলামের স্ত্রী আমেনা খাতুন বলেন, আমার স্বামীর অনেক দিনের ইচ্ছে ছিল, এসএসসি পাস করবে। তার সেই ইচ্ছা পূরণ হয়েছে দেখে আমার খুব ভালো লাগছে।
রফিকুল ইসলামের শিক্ষক আবুল কালাম বলেন, রফিকুল আমাদের বললেন অনেকেই তো আইএ, বিএ পাস করে। আমরা তো পড়ালেখা না করে ভুল করেছি। এখন কী কোনও সুযোগ আছে লেখাপড়ার? তবে এ জন্য তাকে সইতে হয়েছে গ্রামের মানুষের অনেক টিপ্পনী। খুবই ভালো লাগছে যে এত বয়সেও তিনি পড়ালেখা করেছেন। সফলতার সহিত উনি পাস করায় শিক্ষকরাও আনন্দিত। এ বয়সে এসে এসএসসি পাস করে রফিকুল ইসলাম এলাকায় দৃষ্টান্ত সৃষ্টি করেছেন। তার মনোবলের প্রশংসা করতেই হয়।