ডিবি'র অভিযানে মাদক কারবারি গ্রেফতার

ছবি: বার্তা২৪.কম
রংপুর নগরীতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এ সময় দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়।
শনিবার (১৫ জানুয়ারি) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগ (ডিবি)’র উপ-পুলিশ কমিশনার কাজী মুত্তাকী ইবনু মিনান। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় মেট্রোপলিটন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন,রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার কাফরিখাল গ্রামের আতিয়ার রহমানের ছেলে সোলেমান মিয়া (২৭), ও একই গ্রামের হাসেম আলীর ছেলে সাহেব আলী (৩০)।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আরপিএমপি, রংপুর তাজহাট থানাধীন ৩২ নং ওয়ার্ডস্থ তালুক ধর্মদাস কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে অভিযান চালায় ডিবি পুলিশ। এসময় দুই কেজি নেশা জাতীয় মাদকদ্রব্য শুকনা গাঁজাসহ মাদক ব্যবসায়ী সোলেমান ও সাহেব আলীকে গ্রেফতার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সহযোগীরা পালিয়ে যায়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাজহাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
অতিঃ উপ-পুলিশ কমিশনার (ডিবি) সাজ্জাদ হোসেন বলেন, মাদক নির্মূলে সব ধরনের অভিযান অব্যাহত থাকবে।