প্রতিপক্ষের হামলায় হত্যা মামলার আসামি নিহত

ছবি: বার্তা ২৪.কম
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের পাহাড়পুর বাঁধবাজার এলাকায় হত্যা মামলার আসামি আমিরুল ইসলাম (৫৫) এলাকায় ফিরে আধিপত্য বিস্তার করতে গিয়ে প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে পাহাড়পুর গ্রামে স্থানীয় মন্ডল গ্রুপের হামলায় লস্কর গ্রুপের আমিরুল ইসলাম নিহত হন। তিনি একই গ্রামের মৃত সাজ্জাদ হোসেনের ছেলে।
এলাকাবাসী জানান, এক বছর পূর্বে পাহাড়পুর গ্রামে লস্কর গ্রুপের হামলায় মন্ডল গ্রুপের নেহেদ ও বকুল নামের দুই সহোদর নিহত হন। সেই হত্যা মামলার আসামি আমিরুল সম্প্রতি জামিনে মুক্তি পেয়ে এলাকায় আসেন। এলাকায় আসার পর থেকেই মন্ডল গ্রুপের সাথে তাদের সংঘর্ষ শুরু হয়। সোমবার রাতে ও ভোরে দফায় দফায় মন্ডল গ্রুপের ওপর চড়াও হয়।
লস্কর গ্রুপের আমিরুল,লাল্টু, মমিন,মাছুদ, হাসান,রকি, ফিরোজ,মলো, খোরশেদ,ভুট্ট,মতিয়ার, সজিব ও এনামুলের নেতৃত্বে মন্ডল গ্রুপের রকিবুল, ফরিদ, ফিরোজ আহমেদ কটা মেম্বার ও জাফরকে কুপিয়ে জখম করে। এবং হামলায় বাড়ীঘর ভাংচুর ও লুটপাট চালায়। এমনকি গোয়ালের গরু পর্যন্ত নিয়ে যায়। পরবর্তীতে আবার মঙ্গলবার (১৮ জানুয়ারি) বিকেলে দুই গ্রুপ আবার সংঘর্ষে জড়িয়ে পরে। সংঘর্ষ চলাকালীন মারাত্মক আহত অবস্থায় আমিরুলকে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, হত্যা মামলার আসামীরা জামিনে মুক্তি পেয়ে এলাকায় ফেরায় বিরোধী পক্ষের সাথে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে তিনি জানান৷