মোমেনকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

মোমেনকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এন্টোনি ব্লিনকেন।
মার্কিন পররাষ্ট্র দফতর (ইউ এস ডিপার্টমেন্ট অফ স্টেট) থেকে পাঠানো নববর্ষের শুভেচ্ছায় মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এন্টোনি ব্লিনকেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং তার পরিবারের প্রতি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন।
এদিকে ২০২১ সালে ১৫ ডিসেম্বর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে আব্দুল মোমেনকে ফোন করে কথা বলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে পররাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে বাংলাদেশকে শুভেচ্ছা জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এ সময় পাঁচ দশক ধরে দুই দেশের চলমান সুসম্পর্ক বজায় রেখে ভবিষ্যতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে দুই পররাষ্ট্রমন্ত্রী একমত পোষণ করেন।
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে ড. মোমেন বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বছরের পর বছর ধরে আমাদের বিশ্বস্ত বন্ধু এবং আমরা গণতন্ত্র, মানবাধিকার, বাকস্বাধীনতা এবং মুক্তজীবনের একই মূল্যবোধ ও নীতি শেয়ার করি। আমরা সন্ত্রাসবাদ ও মাদক পাচারের বিরুদ্ধে একসঙ্গে কাজ করে যাচ্ছি।
দুই দেশের মধ্যে যদি কোনো দূরত্ব থাকে তা বোঝাপড়া, ঘনিষ্ঠ সম্পর্কের ভিত্তিতে আলোচনা মাধ্যমে সমাধান করার আশা করি।