যশোরে দেখা মেলেনি সূর্যের

ছবি: বার্তা২৪.কম
যশোরে আজ শনিবার সকাল থেকে দেখা মেলেনি সূর্যের। ভোর থেকে কুয়াশাচ্ছান্ন হয়ে আছে পুরো শহর। গুড়ি গুড়ি বৃষ্টি শীতের তীব্রতা বাড়িয়ে দিচ্ছে আরও দ্বিগুন। ফলে বিপর্যস্ত হয়ে পড়েছে এ জেলার খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ।
যশোর আবহাওয়া অফিস সুত্রে জানা যায়, আজ সকাল থেকে যশোরের তাপমাত্রা সর্বোচ্চ ২৪° সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস। এদিকে আবহাওয়া অফিস সুত্রে জানা যায় আজ সহ আগামী তিন দিন যশোর সহ খুলনা বিভাগে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
এদিকে গত ৩-৪ দিন ধরে যশোর শহর সহ পুরো জেলা জুড়ে বইছে শৌতপ্রবাহ। ফলে শ্রমজীবী মানুষ জীবিকা নির্বাহে ঘরের বাহিরে যেতে বাধাগ্রস্ত হচ্ছে। ঠান্ডা জ্বর কাশিতে বৃদ্ধ থেকে শিশুরাও আক্রান্ত হয়ে হাসপাতাল সহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসকের দারস্থ হচ্ছে।
শহরের বেজপাড়ার রিকশা চালক ফজলে করিম বলেন, সকালে রিকশা নিয়ে বের হতে পরিনি। বাতাস বইছে। এই আবহাওয়ায় রিকশা চালানো কষ্টকর। সারাদিন আয় রোজগার বন্ধ।
নির্মান শ্রমিক মফিজ বলেন, সকালে কাজে বের হতে পারিনি এই আবহাওয়ায় সিমেন্ট পানির কাজ করা য়ায় না। তার উপরে আকাশ মেঘলা। বৃষ্টি হলে তো আরও সমস্যা।
শহরের দড়াটানা মোড়ে অবস্থিত চায়ের দোকানদার ইশায়াক আলী বলেন, গত ৩-৪ দিন ধরে এই অবস্থা সারাদিনে ১০ টা বিক্রি করাই মুশকীল। মানুষ ঘর থেকে বের হচ্ছে না। বেচাকেনা বন্ধ।