পরীক্ষা চালু রাখার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

ছবি: বার্তা২৪.কম
জাতীয় বিশ্ববিদ্যালয়ের চলমান পরীক্ষা চালু রেখে আমাদেরকে সেশন জটের হাত থেকে বাঁচান। বয়স এমনিতেই বেড়ে যাচ্ছে, ইয়ার লসে আমাদের আরও ক্ষতি হবে। এছাড়া বাণিজ্যমেলা চলতে পারলে আমাদের পরীক্ষা কেন নেওয়া হবে না।
রোববার (২৩ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এক মানববন্ধনে এসব কথা বলেন শিক্ষার্থীরা।
তারা বলেন, করোনার অজুহাতে বারবার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হচ্ছে। এতে ক্ষতির সম্মুখীন হচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। যখনই কোন পরীক্ষা চলমান থাকে ঠিক তখনই করোনার অজুহাতে পরীক্ষা স্থগিত করে দেওয়া হয়। সরকার অন্তত আমাদের চলমান পরীক্ষা নিয়ে ভাবতে পারেন।
মানববন্ধনে আসা নিউ মডেল বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স ৪র্থ বর্ষের শিক্ষার্থী নাহিয়ান বিন নিরব বার্তা২৪.কম-কে বলেন, আমাদের আর মাত্র ৩টা পরীক্ষা বাকি। ২০২০ সালে আমাদের ফাইনাল পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও এখন ২০২২ চলে। করোনায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধে আমরা অনেক পিছিয়ে গিয়েছি। এবারও যখন পরীক্ষা শেষের পথে, ঠিক সে সময় আমাদের চলমান পরীক্ষা বন্ধ করে দিয়েছে। আমরা চাই আমাদের চলমান পরীক্ষা চলুক।অনলাইন, অফলাইন যেভাবেই হোক পরীক্ষা চলমান রাখুক এটাই আমাদের দাবি।
এদিকে, করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় গত শুক্রবার (২১ জানুয়ারি) দুই সপ্তাহের জন্য সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। সেই সাথে বিশ্ববিদ্যালয়গুলোকে একই পদক্ষেপ নিতে বলা হয়েছে।
এরপরই এক সংবাদ বিজ্ঞপ্তিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সরকারি নির্দেশনা অনুযায়ী জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের পরীক্ষা স্থগিত ঘোষণা করে জাতীয় বিশ্ববিদ্যালয়।