ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহীসহ ৪ জনের মৃত্যু

ছবি: বার্তা২৪.কম
নওগাঁর ধামইরহাট উপজেলায় ট্রাকচাপায় আরও দুই মোটরসাইকেল আরোহীসহ চার জনের মৃত্যু হয়েছে।
রোববার (২৩ জানুয়ারি) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার হরিতকীডাঙ্গা বাজার এলাকার নওগাঁ-জয়পুরহাট সড়কে এই দুর্ঘটনাটি ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন-উপজেলার জাহানপুর গ্রামের মিনহাজুল (২৮) ও একই গ্রামের স্বজল (৩৫), নানাইচ গ্রামের গোলজার হোসেনের ছেলে আবু সুফিয়ান (১৮) ও একই গ্রামের মোজ্জাম্মেল হকের ছেলে আব্দুস সালাম (৩০)।
জানাগেছে, রোববার ধামইরহাট উপজেলা সদর বাজারে হাটবার ছিল। হাটে মালামাল বেচাকেনা শেষে একই এলাকায় বাড়ি হওয়ায় একটি মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন তারা। রাত সাড়ে ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছালে ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটসান্থলেই দুই জনের মৃত্যু হয়। পরে আহত দুইজনকে উদ্ধার করে স্থানীয়রা ধামাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তাঁদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করলে পথেই মিহহাজুল ও স্বজলের মৃত্যু হয়।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রাকিবুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চারজন একই মোটরসাইকেলে ধামইরহাট বাজার থেকে বাড়ি ফিরছিলেন। এসময় ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেটিকে চাপা দিলে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়। এসময় দুই জনের অবন্থা আশঙ্কাজনক হওযায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়। তিনি আরও জানান, ট্রাকটি মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। যার কারণে তাদের আটক করা সম্ভব হয়নি।'