স্বাস্থ্য বিভাগের প্রথম নারী মহাপরিচালককে সংবর্ধনা

ছবি: বার্তা২৪.কম
স্বাস্থ্য অধিদফতরের প্রথম এবং একমাত্র নারী পরিচালনা ডা. মনোয়ারা বিনতে রহমানকে মরনোত্তর সন্মাননা প্রদান করা হয়েছে।
শুক্রবার (২৮ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে তিন দিন ব্যাপী অনুষ্ঠিত প্রথম ন্যাশনাল এনডিসি কনফারেন্সের সমাপনী অনুষ্ঠানে এই সন্মাননা প্রদান করা হয়। অসংক্রামক ব্যাধী মোকাবিলায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় এই সন্মাননা দেয়া হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে শিক্ষামন্ত্রী ডা. দীপু মণির হাত থেকে এই সন্মাননা গ্রহণ করেন ডা. মনোয়ারা তনয়া বিশ্ব ব্যংকের এইচএনপি গ্লোবাল প্র্যাকটিসের সিনিয়র হেলথ স্পেশালিস্ট ডা. বুশরা বিনতে আলম।
সন্মাননা গ্রহণের অনুভূতি প্রকাশ করতে যেয়ে ডা. মনোয়ারা তনয়া বুশরা বিনতে আলম বলেন, বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার ইতিহাসে মায়ের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তিনি আজীবন দেশের চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে কাজ করে গেছেন। তৎকালীন সময়ে সংক্রামক ব্যধী প্রতিরোধ ছিল অন্যতম বড় চ্যালেঞ্জ। মা সেক্ষেত্রেও বড় ভূমিকা রেখেছেন।
ডা. বুশরা বলেন, মায়ের এই সন্মাননা বর্তমানে চিকিৎসা খাতে কর্মরত অন্যান্য নারীদের জন্যেও উৎসাহজনক। স্বাস্থ্যখাতে উনার অবদান স্মরণীয় হয়ে থাকবে। অনুষ্ঠানে স্বাস্থ্যখাতে বিশেষ অবদান রাখায় মোট ১২ জন চিকিৎসককে সম্মাননা প্রদান করা হয়। চিকিৎসা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ছয় জন বিশিষ্ট চিকিৎসককে মরণোত্তর সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। এছাড়া ছয় জন চিকিৎসককে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
নাশ্যনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল অ্যান্ড রিসার্স ইনিস্টিটিউট এর প্রতিষ্ঠাতা এবং সভাপতি জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল (অব) এম এ মালেক, ডেল্টা হসপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক সৈয়দ মোকাররম আলী, ন্যাশনাল ইনিস্টিটিউট অব নিউরো সাইন্স অ্যান্ড হসপিটাল এর পরিচালক অধ্যাপক ডা.কাজী দ্বীন মোহাম্মদ, অধ্যাপক সাদিকা তাহরিন খানম, কিডনি ফাউন্ডেশন হসপিটাল অ্যান্ড রিসার্স ইনিস্টিটিউট এর চেয়ারম্যান অধ্যাপক ডা. হারুণ অর রশিদ, শমরিতা হাসাপাতারে মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. এমএন আলমকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
বারডেমের প্রতিষ্ঠাতা জাতীয় অধ্যাপক মোহাম্মদ ইব্রাহীম, দ্য ইনিস্টিটিউট অব পোস্ট গ্রাজুয়েট মেডিসিন রিসার্স (আইপিজিএমআর) এবং ইউনিভাসিটি অব সাইন্স অ্যান্ড টেকনোলজি চিটাগাং এর প্রতিষ্ঠাতা জাতীয় অধ্যাপক নুরুল ইসলাম, দেশের প্রথম মুসলিম নারী চিকিৎসক অধ্যাপক জোহরা বেগম কাজী, মেডিসিনের অধ্যাপক এসজিএম চৌধুরী, অধ্যাপক নিজামুদৌলা চৌধুরী, স্বাস্থ্য অধিদফতরের সাবেক মহাপরিচালক ডা. মনোয়ারা বিনতে রহমানকে মরণোত্তর সম্মাননা স্মারক প্রদান করা হয়।