বগুড়ায় আ’লীগ নেতার ছুরিকাঘাতে বিএনপি নেতা খুন

ছবি: বার্তা ২৪.কম
বগুড়ার শিবগঞ্জে আওয়ামী লীগ নেতার ছুরিকাঘাতে খুন হয়েছেন বিএনপি নেতা ও ট্রাক শ্রমিক নেতা শহিদুল ইসলাম (৫৫)।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাতে শিবগঞ্জ উপজেলার কিচক বন্দরে আন্তঃজেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন অফিসে ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
নিহত শহিদুল ইসলাম শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি এবং আন্তজেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন কিচক বন্দর শাখার সাধারন সম্পাদক ছিলেন।
শহিদুল ইসলাম কিচক ইউনিয়নের বেলাই গ্রামের মৃত আফাজ উদ্দিনের ছেলে।
নিহত শহিদুল ইসলামের চাচাতো ভাই বগুড়া অ্যাডভোকেট বার সমিতির সাধারন সম্পাদক আব্দুল বাছেদ জানান, আন্তঃজেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি ও কিচক ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবু সাঈদ ও শ্রমিকলীগ নেতা ইয়াকুব আলীর সাথে সংগঠনের পদ নিয়ে বিরোধ চলে আসছিল।
বিরোধের জের ধরে বৃহস্পতিবার রাত ৮টার দিকে শহিদুল অফিসে বসে থাকা অবস্থায় আবু সাঈদ তার পেটে ছুরিকাঘাত করেন। পরে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ১০ টার দিকে তিনি মারা যান।
এদিকে এই ঘটনার পর কিচক বন্দরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক কুমার দাস বলেন ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতৃত্ব নিয়ে দ্বন্দের জের ধরে খুনের ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে। খুনের সাথে জড়িতদের গ্রেফতার করতে অভিযান চলছে।