নানা বাড়ি বেড়াতে এসে লাশ হলো দুই বোন

ছবি: বার্তা২৪.কম
সিলেটের গোয়াইনঘাটে নানা বাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে আপন দুই খালাতো বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ মার্চ) বিকেলে উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের মরজাত পুর গ্রামে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন- উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের কান্দি গ্রামের আজির উদ্দিনের শিশু কন্যা তানজিনা (৬) একই ইউনিয়নের ঘোষ গ্রামের আলিম উদ্দিনের শিশু কন্যা তাবাসসুম (৫)।
পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলাম কিবরিয়া হেলাল জানান, গতকাল বৃহস্পতিবার আজির উদ্দিনের স্ত্রী শিশু কন্যা তানজিনা এবং আলিম উদ্দিনের স্ত্রী শিশু কন্যা তাবাসসুমকে নিয়ে মরজাত পুর গ্রামে তাদের পিতার বাড়ি বেড়াতে আসেন।
শুক্রবার বিকেলে তানজিনা ও তাবাসসুম খেলার ফাকে নানা বাড়ির পার্শ্ববর্তী একটি ডোবায় পড়ে মৃত্যু বরণ করেন।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করেছেন।