মেয়ের শাশুড়ি ও মামা শ্বশুরের ছুরিকাঘাতে বাবা নিহত

ছবি: বার্তা২৪.কম
ময়মনসিংহে মেয়ের শাশুড়ি ও মামা শ্বশুরের ছুরিকাঘাতে রফিকুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
রোববার (২২ মে) সন্ধ্যার পর মহানগরীর মাসকান্দা দক্ষিণ পাড়া শাহী মসজিদের পাশের দোকানে এ ঘটনা ঘটে।
নিহত রফিকুল ইসলাম একই এলাকার নয়ন আলীর ছেলে।
কোতোয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন জানান, রফিকুল ইসলামের মেয়ের সঙ্গে জনৈক রানুর ছেলের বিয়ে হয় গেল রমজান মাসে। এ বিয়ে ছেলের মা রানু মেনে নেননি। রোববার সন্ধ্যায় রানু তার দুই ভাই আনিসুর রহমান ও সাদ্দামকে সঙ্গে নিয়ে এসে রফিকুল ইসলামকে উপুর্যপরি ছুরিকাঘাত করলে গুরুতর আহত হয়। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করেন।
পুলিশ পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন আরও জানান, নিহতের লাশ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে হত্যার কারণ ও হত্যাকারীদের শনাক্ত করা সম্ভব হয়েছে। তাদেরকে গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।