পায়ুপথে সোনা পাচারের সময় ভারতগামী দুই যাত্রী আটক

পায়ুপথে সোনা পাচারের সময় ভারতগামী দুই যাত্রী আটক
ভারতে সোনা পাচারের সময় যশোরের বেনাপোলে দুই জনকে আটক করেছে কাস্টমস শুল্ক গোয়েন্দা সদস্যরা।
বুধবার (২৫ মে) সকালে ভারত প্রবেশকালে বেনাপোল ইমিগ্রেশন থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- শরীয়তপুরের শোলপাড়া গ্রামের কাশেম খানের ছেলে নানটু (৩০) ও নুরুজ্জামান খানের ছেলে ফরহাদুজ্জামান খান (৩২)।
বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দার সহকারী পরিচালক মো. মনিরুজ্জামান জানান, তাদের কাছে গোপন খবর আসে বাংলাদেশি দুই পাসপোর্ট যাত্রীর মাধ্যমে ভারতে সোনা পাচার হচ্ছে। পরে কাস্টম শুল্ক গোয়েন্দা সদস্যরা সন্দেহভাজন দুই যাত্রীকে ধরে। পরে ফরহাদুজ্জামান নামে যাত্রী জিজ্ঞাসাবাদে জানায় পেটের মধ্যে সোনার বারের কথা। পরে শরীর স্কানিং করে দেখা যায় পায়ুপথে ৩৫০ গ্রাম ওজনের ৩টি সোনার বার রয়েছে। আটকদের বিরুদ্ধে সোনাপাচার আইনে মামলা দিয়ে বেনাপোল বন্দর থানায় সোপর্দ করা হয়েছে।