মা এখনও জানেন না আগুন নেভাতে গিয়ে জীবন দিলেন তার ছেলে

  সীতাকুণ্ডে ডিপোতে আগুন
  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মানিকগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

সীতাকুণ্ডে আগুন নেভাতে জীবন দিলো মানিকগঞ্জে রানা মিয়া

সীতাকুণ্ডে আগুন নেভাতে জীবন দিলো মানিকগঞ্জে রানা মিয়া

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোর আগুন নেভাতে গিয়ে জীবন বিসর্জন দিয়েছেন ফায়ারম্যান রানা মিয়া (২২)। মা রেনু বেগম ও ছোট ভাই সাজেদুল মিয়া জানে না তার ছেলের আত্মত্যাগের কাহিনী।

শনিবার রাতে বিএম কন্টেইনার ডিপোর আগুন নেভাতে গিয়ে নিখোঁজ হন রানা। রোববার দুপুরে তার মরদেহ শনাক্ত করে ভগ্নিপতি বিজিবি সদস্য রাসেল শেখ। রানার বাড়ি মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার নবগ্রাম গ্রামে।

বিজ্ঞাপন

রানার প্রতিবেশী শিবালয় ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ড সদস্য মনির হোসেন জানান, রানার বাবা পান্নু মিয়া ঢাকায় থাকেন। রানারা তিন ভাইবোন। তার ছোট এক ভাই সাজেদুল মিয়া আর বন্যা নামে এক বোন আছে। তার ছোট ভাই আর মা জানেন না রানা মিয়া আগুন নিভাতে গিয়ে জীবন দিয়েছেন।

গত বৃহস্পতিবার বাড়ি এসেছিলো রানা মিয়া। ওদের মূল বাড়ি শিবালয় উপজেলার তেওতা এলাকায়। দীর্ঘ দিন ধরে রানারা তাদের নানা বাড়ি নবগ্রামে থাকেন। গ্রামে আসলে বিভিন্ন সামাজিক কাজও করতো সে। লাশ শনাক্ত হওয়ার পর তার মামা  ইউসুফ আলী চট্টগ্রাম মেডিকেল কলেজে গেছেন রানা মিয়ার লাশ আনতে।

বিজ্ঞাপন

শিবালয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলাল উদ্দিন আলাল জানান, চট্টগ্রামের কর্মীরা ফায়ার স্টেশনের কর্মরত রানা মিয়া নামে ফায়ার ম্যান তার ইউনিয়নের নবগ্রাম গ্রামের বাসিন্দা। শনিবার রাতে চট্টগ্রামের সীতাকুণ্ডে  বিএম  কন্টেইনার ডিপোর আগুন নেভাতে গিয়ে নিখোঁজ হন। রোববার তার মরদেহ শনাক্ত করেন তার ভগ্নিপতি রাসেল শেখ।   

রানার ভগ্নিপতি বিজিবি সদস্য রাসেল শেখ বিষয়টি নিশ্চিত করেছেন আগুন নিভাতে গিয়ে যে কয়জন মারা গেছেন তাদের মধ্যে রানা মিয়া রয়েছেন। রানা মিয়া ২০২০ সালে ফায়ার সার্ভিসে যোগ দেন। বর্তমানে সে চট্টগ্রামের কমিরা ফায়ার স্টেশনের কর্মরত ছিলো। রোববার দুপুরে রানার লাশ শনাক্ত করেন তিনি নিজেই। আনুষ্ঠানিকতা শেষ হলে রানার লাশ মানিকগঞ্জে নিয়ে আসা হবে।

শিবালয় থানা ওসি মোঃ শাহিন বলেন, 'ফায়ার সার্ভিসের একজন সদস্য চট্টগ্রামে সীতাকুণ্ডে নিহত হয়েছেন যার বাড়ি শিবালয়ের নবগ্রামে। শিবালয় ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর  কর্মকর্তা মজিবুর রহমান বিষয়টি তাকে নিশ্চিত  করেছেন।