ক্রিকেটকে বিদায় জানালেন মরগান

ইয়ন মরগান
একদিন আগেই ইঙ্গিতটা দিয়ে রেখেছিলেন তিনি। অবশেষে সিদ্ধান্তটা নিয়েই ফেললেন ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক ইয়ন মরগান। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন এ ইংলিশ ক্রিকেটার। মঙ্গলবার (২৮ জুন) ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) বিষয়টি নিশ্চিত করেছে।
নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে এক বিবৃতিতে খবরটি নিশ্চিত করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
অবশ্য মরগান নিজেও নেদারল্যান্ডসের বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজের আগে নিজের অবসরের আভাস দিয়েছিলেন। জানিয়েছিলেন, দলে অবদান না রাখতে পারলে নিজে থেকেই সরে দাঁড়াবেন। অবশেষে সেটাই হলো।
অবসরের ঘোষণায় ইংলিশ তারকা বলেছেন, সতর্কতার সঙ্গে সবকিছু বিবেচনার পর আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করছি। নিঃসন্দেহে আমার ক্যারিয়ারের সবচেয়ে আনন্দদায়ক এবং ফলপ্রসূ অধ্যায়টি নিয়ে কথা বলা সহজ সিদ্ধান্ত ছিল না। তবে আমি বিশ্বাস করি এখনই এটি করার সঠিক সময় আমার জন্য এবং ইংল্যান্ডের জন্য সাদা।
আন্তর্জাতিক ক্রিকেটে তার শুরুটা ২০০৬ সালে আয়ারল্যান্ডের হয়ে। কিন্তু ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতেন ইংল্যান্ডকে প্রতিনিধিত্ব করার। সেই স্বপ্ন পূরণ হয় তিন বছরের মধ্যেই। ২০১৫ বিশ্বকাপে ভরাডুবির পর তার হাতে ওঠে সাদা বলে নেতৃত্বর ব্যাটন। কোচ ট্রেভর বেলিসকে সঙ্গে নিয়ে পুরো দলের খোলনলচে পালটে দেন তিনি। ভয়ডরহীন মানসিকতা নিয়ে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে প্রথম বার চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পায় ইংল্যান্ড। মরগান বিদায়টা নিলেন সাদা বলে ইংল্যান্ডের সবচেয়ে প্রভাবশালী ক্রিকেটার হিসেবে।