‘বর্তমান বিশ্বে ঠান্ডা লড়াইয়ে আমাদের নতুন অবস্থান নিতে হবে’



স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন

পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন

  • Font increase
  • Font Decrease

পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন,আমাদের নিজস্ব কূটনীতিক অবস্থান আছে। বর্তমান বিশ্বে ঠান্ডা লড়াইয়ে আমাদের নতুন অবস্থান নিতে হবে। বিশ্ব এখন সংকটাপন্ন অবস্থায় রয়েছে।

রোববার (৭ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রীর সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ড. মোমেন বলেন, চীনের পররাষ্ট্র মন্ত্রী বলেছেন, তাইওয়ান ইস্যুতে কিছু বিচ্ছিন্নতাবাদী রয়েছে, তারা চীন থেকে দূরে সরে যেতে চায়।

তিনি বলেছেন, বিভিন্ন দেশে এমন বিচ্ছিন্নতাবাদী আছে। এই বিচ্ছিন্নতাবাদীদের কেউ যদি সহায়তা বা সাহায্য করে তাহলে তাদেরও সমস্যায় পড়তে হবে।

আজ সকালে হোটেল সোনারগাঁওয়ে  বাংলাদেশ ও চীনের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।

সেখানে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী  নিজ নিজ দেশের নেতৃত্ব দেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন,  বাংলাদেশ চীনের ওয়ান চায়না পলেসি গ্রহণ করেছি। আমরা বিশ্বাস করি যে চীন একটা, দুটি নয়। উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ চীনের পাশে সবসময় রয়েছে।

চীনের পররাষ্ট্রমন্ত্রী  ওয়াং ই  দুই দিনের সফর শেষে রোববার ( ৭ আগস্ট) ১০টা ৪৫ মিনিটে ঢাকা ছাড়েন

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন চীনের পররাষ্ট্র মন্ত্রীকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদায় জানান।

চীনের পররাষ্ট্রমন্ত্রী  শনিবার (৬ আগস্ট) বিকেলে ঢাকায় এসেছিলেন।

এই সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে বেশ কয়েকটি সমঝোতা স্মারক ও চুক্তি স্বাক্ষর হয়েছে। এগুলো হচ্ছে পিরোজপুরে অষ্টম বাংলাদেশ-চায়না মৈত্রী সেতুর হস্তান্তর সনদ, দুর্যোগ মোকাবিলা সহায়তার জন্য পাঁচ বছর মেয়াদি সমঝোতা স্মারকের নবায়ন, ২০২২-২৭ মেয়াদে সাংস্কৃতিক সহযোগিতা সমঝোতা স্মারকের নবায়ন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ও চীনের ফার্স্ট ইনস্টিটিউট অব ওশেনোগ্রাফির মধ্যে মেরিন সায়েন্স নিয়ে সমঝোতা স্মারক।

তিনি বলেন, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ‘এক চীন’ নীতির প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ।তিনি সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষাপটে তাইওয়ান ইস্যুতে চীনের অবস্থান ব্যাখ্যা করেছেন।

   

‘প্রধানমন্ত্রীর মহানুভবতায় ভালো চিকিৎসা পাচ্ছেন খালেদা জিয়া’



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, দণ্ডপ্রাপ্ত আসামি হয়েও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহানুভবতায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভালো চিকিৎসা পাচ্ছেন খালেদা জিয়া।

শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন।

আনিসুল হক বলেন, খালেদা জিয়ার বিদেশ যাওয়ার বিষয়ে আমার কাছে কোনো আবেদন আসেনি। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করতে হবে। এরপর আমাদের কাছে মতামত চাওয়া হবে। তিনি বলেন, খালেদা জিয়া দণ্ডপ্রাপ্ত আসামি হয়েও এখন যে মুক্ত হয়ে এভারকেয়ার হাসপাতালে ভালো চিকিৎসা পাচ্ছেন সেটাও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বদান্যতায় ও মহানুভবতায়।

বিএনপির হরতাল কর্মসূচির হুঁশিয়ারি বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, কেউ আইন ভঙ্গ করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

;

বগুড়ায় ডেঙ্গু পরিস্থিতি স্থিতিশীল



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বগুড়া
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

বগুড়া জেলায় ডেঙ্গু পরিস্থিতি স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। গত ২৪ ঘণ্টায় বগুড়া জেলায় নতুন করে ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে ২২ জন।

শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।

জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন ৪৮ জন। এরমধ্যে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ২১ জন, বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ৬ জন উপজেলা হাসপাতাল গুলোতে ২১ জন। চলতি বছরের ১ জানুয়ারি ২৩ সেপ্টেম্বর পর্যন্ত বগুড়া জেলায় এক হাজার ৭৫ জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়ে চিকিৎসা নিয়েছেন। এরমধ্যে মারা গেছেন ছয় জন।

বগুড়া শহরের চকসুত্রাপুর এলাকার বাসিন্দা তোফাজ্জল হোসেন জানান, আগস্ট মাসে তার সাত বছর এবং এক বছর বয়সী দুই সন্তান ডেঙ্গু আক্রান্ত হয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে ১২ দিনের চিকিৎসায় সুস্থ হয়েছে।

তিনি বলেন,  হাসপাতালে ডেঙ্গু রোগীদের চিকিৎসায় কোন অবহেলা করা হয়নি। ডেঙ্গু ইউনিটে চিকিৎসাধীন রোগীদের বিশেষ গুরুত্ব দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।

বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডাঃ শফিক আমিন কাজল বলেন, ডেঙ্গু রোগীদের প্রয়োজন স্যালাইন আর সার্বক্ষণিক পর্যবেক্ষণ। তিনি বলেন, হাসপাতালে চিকিসাধীন রোগীরা সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। মোহাম্মদ আলী হাসপাতালে কোন ডেঙ্গু আক্রান্ত রোগী মারা যায়নি।

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডাঃ আব্দুল ওয়াদুদ বলেন, এই হাসপাতালে ৫০ জন ডেঙ্গু রোগী ভর্তি করার মত ব্যবস্থা রয়েছে। তবে এখন পর্যন্ত একসঙ্গে এত রোগী আসেনি। তারপরেও রোগীর সংখ্যা বৃদ্ধি পেলে ভর্তির ব্যবস্থা করা হবে। ডেঙ্গু আক্রান্ত কোন রোগীকে চিকিৎসা না নিয়ে ফিরে যেতে হবে না।

তিনি বলেন, হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য পর্যাপ্ত স্যালাইন মজুদ রয়েছে। চিকিৎসা সামগ্রীর ঘাটতি নেই।

এদিকে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে চলতি মাসে জেলা প্রশাসন, জেলা পুলিশ ও পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। এরমধ্যে পৌরসভার পক্ষ থেকে মশক নিধন, লিফলেট বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসন ও জেলা পুলিশের পক্ষে জেলা শহর ছাড়াও উপজেলা পর্যায়ে পরিষ্কার পরিছন্নতা কর্মসূচি পালন করেছে।

;

সুন্দরবন ভ্রমণে নৌ বহরে যুক্ত হলো অত্যাধুনিক ৬ জলযান



উপজেলা করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মোংলা (বাগেরহাট)
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

বিদেশি পর্যটক ও রাষ্ট্রীয় অতিথিদের ভ্রমণের জন্য সুন্দরবনের নৌ বহরে যুক্ত হয়েছে ৬টি অত্যাধুনিক জলযান। এরমধ্যে রয়েছে আবাসন সুযোগ সুবিধা সম্পন্ন দুইটি লঞ্চও।

সুন্দরবন পূর্ব বনবিভাগের জন্য এমভি বনবিহারিনী আর সুন্দরবন পশ্চিম বনবিভাগের জন্য এমভি বনমালা লঞ্চ দুইটি হস্তান্তর করা হয়েছে।

শনিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় মোংলার ফুয়েল জেটিতে লঞ্চ দুটি বনবিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার।

এছাড়া সুন্দরবনের সকল ধরনের অপরাধ দমনে বনবিভাগের 'স্মার্ট পেট্রোলিং টিমের জন্য দুইটি ফাইবার বডি ট্রলার ও দুটি ওপেন টাইপ স্পিডবোট হস্তান্তর করেন উপমন্ত্রী। সুন্দরবন ব্যবস্থাপনা সহায়তা (দ্বিতীয় পর্যায়ে) শীর্ষক কারিগরি প্রকল্পের আওতায় তৈরি করা হয় এসব জলযান।

জলযান হস্তান্তর ও উদ্বোধনকালে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার বলেন, সুন্দরবন সুরক্ষা ও পর্যটকদের জন্য আধুনিক সুযোগ সুবিধা প্রদানে সরকার নিরলসভাবে কাজ করছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও সুন্দরবনকে অনেক ভালবাসেন। আমি এ মন্ত্রণালয়ে শপথ নেওয়ার পর থেকে প্রধানমন্ত্রী আমাকে বনের রাণী বলে ডাকেন। তাই তার এই অনুপ্রেরণায় সুন্দরবন শব্দটা আমার কানে আসলেই সাথে সাথে ছুটে যাই সেখানে। আমার নির্বাচনী এলাকার উন্নয়নের পাশাপাশি সুন্দরবন সুরক্ষা ও বন অপরাধ দমনে বিভিন্ন কর্মকাণ্ড বাস্তবায়ন করে চলেছি।

তিনি আরও বলেন, ২০১১ সাল থেকে সুন্দরবন সুরক্ষা প্রকল্পের আওতায় বনের অবকাঠামোগত উন্নয়ন, বিদেশি পর্যটকদের ভ্রমণের জন্য আধুনিক সুযোগ সুবিধা বৃদ্ধি ও বনপ্রহরীদের জন্য আধুনিক জলযান তৈরি করা হয়েছে।

পরে উপমন্ত্রী সুন্দরবনে যুক্ত হওয়া নতুন লঞ্চ 'বন বিহারিনীতে' করে বনের করমজল ও ঢাংমারী যান। সে সময় উপমন্ত্রী বনের অভ্যন্তরে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন মোংলা উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, সুন্দরবন বিভাগের খুলনা অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দো, সুন্দরবন ব্যবস্থাপনা সহায়তা দ্বিতীয় পর্যায় শীর্ষক কারিগরি প্রকল্পের প্রকল্প পরিচালক ড. আবু নাসের মোহসিন হোসেন, সুন্দরবন পূর্ব বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী মোহাম্মদ নূরুল করিম এবং করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবিরসহ অন্যান্যরা।

;

চাটখিলে যুবলীগ নেতাকে গলা কেটে হত্যা



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নোয়াখালী
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

নোয়াখালীর চাটখিল উপজেলায় এক যুবলীগ নেতাকে গলা কেটে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে পুলিশ তাৎক্ষণিক এ হত্যাকাণ্ডের কোনো কারণ জানাতে পারেনি।

শনিবার (২৩ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টার দিকে পুলিশ চাটখিল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সুন্দলপুর এলাকার ফটিক বাড়ির বাগান থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

এ সময় পুলিশ মরদেহের পাশ থেকে একটি দা, দুই জোড়া জুতা, একটি খাতা, সিগারেট ও কিছু তাস উদ্ধার করে।

নিহত মোহাম্মদ রনি পলোয়ান (৩২) চাটখিল পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের সুন্দলপুর গ্রামের পলোয়ান বাড়ির শাহজাহানের ছেলে এবং চাটখিল পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন। তিনি পেশায় একজন সিএনজি চালক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত রনির দুই বাড়ির পাশের বাড়ি হচ্ছে ফটিক বাড়ি। শনিবার সকাল সাড়ে ৬টার দিকে ওই বাড়ির এক নারী বাগানে গেলে রনির রক্তাক্ত মরদেহ বাগানে পড়ে থাকতে দেখে চিৎকার করে। স্থানীয় লোকজন এগিয়ে এসে রক্তাক্ত মরদেহ দেখে পুলিশে খবর দেয়। পরে নিহত রনির পরিবারের সদস্যরা মরদেহ দেখতে গিয়ে শনাক্ত করেন রনির মরদেহ। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করতে ঘটনাস্থলে যায়। ধারণা করা হচ্ছে দুষ্কৃতিকারীরা ওই যুবককে অন্য কোথাও হত্যা করে এখা‌নে মরদেহ ফে‌লে গে‌ছেন।

চাটখিল থানার পরিদর্শক (তদন্ত) আবু জাফর বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে রয়েছেন। বাগান থেকে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হচ্ছে। মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। হত্যার কারণ এখনো জানা যায়নি। হত্যার কারণ উদ্‌ঘাটনে তদন্ত করছে পুলিশ।

;