ভারতীয় ট্রাকে মিলল বিপুল পরিমাণ ফেনসিডিল ও ওষুধ



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বেনাপোল(যশোর)
ভারতীয় ট্রাকে মিলল বিপুল পরিমাণ ফেনসিডিল ও ওষুধ

ভারতীয় ট্রাকে মিলল বিপুল পরিমাণ ফেনসিডিল ও ওষুধ

  • Font increase
  • Font Decrease

গেল এক মাসে মাথায় বেনাপোল বন্দরে ভারতীয় ট্রাক থেকে আবারো ৫৯৯ বোতল  ফেনসিডিল ও যৌন উত্তেজক ট্যাবলেটসহ আমদানি নিষিদ্ধ ওষুধ আটক করেছে কাস্টমস সদস্যরা।

রোববার (৭ আগস্ট) দুপুরে বেনাপোল কাস্টমস কর্মকর্তারা গোপন সংবাদে আমদানি পণ্যবাহী ভারতীয় ট্রাক থেকে এ মাদক দ্রব্যের চালান উদ্ধার করে।

বেনাপোল কাস্টমস কমিশনার আব্দুর রশিদ মিয়া জানান, ঢাকার আমদানি কারক প্রতিষ্ঠান স্মার্ট লাইফ ফুটওয়ার ইন্ডাস্ট্রিজ ৭ আগস্ট মাইক্রোসেল পিটি নামে একটি পণ্য আমদানি করেন। যার আমদানি মূল্য ৩৭ হাজার মার্কিন ডলার। পণ্যচালানটির রপ্তানি কারক প্রতিষ্ঠান ভারতের এসএস ব্লুকেম ইন্ডাস্ট্রি । দুপুরে গোপন খবর আসে ভারতীয় এ পণ্যবাহী ট্রাকটিতে ( ট্রাক নং ডাব্লিউ বি ৪১ই ০৯১৮ ) বিপুল পরিমাণে মাদক আনা হয়েছে।

পরে কাস্টমস অভিযান চালিয়ে ট্রাকটি বন্দর থেকে কাস্টম হাউজে এনে বিভিন্ন সংস্থার সামনে ত্রিপোল খুললে ৫৯৯ বোতল ফেনসিডিল এবং বিভিন্ন ধরনের ওষুধ খুঁজে পায়। সুঁজুতি এন্টার প্রাইজ নামক একটি সিএন্ডএফ এজেন্ট পণ্যচালানটি খালাশের আগেই কাস্টমের জালে ধরা পড়ে যায় মাদকের চালান। ট্রাকের চালক, আমদানিকারক এবং সিএন্ডএফ এজেন্টের বিরুদ্ধে থানায় ফৌজদারি মামলা রুজু করা হবে।

এদিকে সচেতন নাগরিকরা বলছেন, বেনাপোল বন্দরে একের পর এক আমদানি পণ্যের সাথে ফেনসিডিলসহ বিভিন্ন মাদকের চালান আসছে। কি লাভ বন্দরে শত শত সিসি ক্যামেরা আর স্ক্যানিং মেশিন বসিয়ে? ফেনসিডিল ঢুকিয়ে বাঙালি জাতিকে মেধাশূন্য করার চক্রান্ত একটি মহলের। অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে ব্যর্থতা আর বন্দর, কাস্টমসের দুর্বল নিরাপত্তায় আজ এ পরিবেশ তৈরি হয়েছে।

   

নির্বাচন নিয়ে নিরাপত্তার কোন হুমকি নেই: আইজিপি



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ছবি: বার্তা ২৪.কম

ছবি: বার্তা ২৪.কম

  • Font increase
  • Font Decrease

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নিরাপত্তার কোন হুমকি নেই। অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্দেশ দিয়েছেন সিইসি, আমরা একটা সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারবো।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকালে আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কমিশনাদের সাথে সাক্ষাৎ শেষে তিনি এই কথা বলেন।

সাংবাদিদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ৭ জানুয়ারি ভোট নিয়ে থ্রেড নাই।

;

'এবারের নির্বাচনও প্রতিদ্বন্দ্বিতামূলক হচ্ছে না' 



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ছবি: বার্তা ২৪

ছবি: বার্তা ২৪

  • Font increase
  • Font Decrease

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনও প্রতিদ্বন্দ্বিতামূলক পাচ্ছি না বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেসি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। 'গণতন্ত্র, সুশাসন ও শুদ্ধাচার চর্চার রাজনৈতিক অঙ্গীকার: টিআইবির সুপারিশমালা' প্রকাশের জন্য এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

ড. ইফতেখারুজ্জামান বলেন, নির্বাচনের আগে প্রধানমন্ত্রী এবং জাতীয় সংসদের স্পিকারকে রাজনৈতিক দলের পদ থেকে পদত্যাগ করতে হবে। স্বার্থের দ্বন্দমুক্ত ও দলীয় প্রভাবমুক্ত নির্বাচনের জন্য টিআইবি এ সুপারিশ করেছে।

তিনি বলেন, সাইবার সিকিউরিটি আইনের মতো গণবিরোধী আইনগুলো বাতিল করতে হবে। স্বার্থের দ্বন্দমুক্ত আইন প্রয়োগ করতে হবে। যাদের বিরদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে তাদের জবাবদিহিতার আওতায় আনতে হবে।

টিআইবির নির্বাহী পরিচালক বলেন, অর্থ পাচাররোধে সরকার পুরোপুরিভাবে ব্যর্থ। অর্থ পাচাররোধের রুপরেখা সরকারের সংস্থাগুলোর কাছে আছে। কিন্তু প্রয়োগ করতে পারছে না।

তিনি আরও বলেন, আমাদের আসনভিত্তিক সংসদ ব্যবস্থা বাদ দিয়ে আনুপাতিক প্রতিনিধিত্বের সংসদীয় ব্যবস্থা গড়ে তুলতে হবে। এক্ষত্রে প্রয়োজনে অংশীজনদের মতামত ও গণভোটের মাধ্যমে জনমত যাচাই করা যেতে পারে।

এ সময় টিআইবির উপদেষ্টা ড. সুমাইয়া খায়ের, পরিচালক শেখ মনজুর-ই-আলম ও মুহাম্মদ বদিউজ্জামান এবং রিসার্চ অ্যাসোসিয়েট কাউছার আহমেদ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

;

চমেক হাসপাতালে ফের নারী দালাল গ্রেফতার



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
ছবি: বার্তা ২৪.কম

ছবি: বার্তা ২৪.কম

  • Font increase
  • Font Decrease

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে থেকে ফের রিতা চৌধুরী (৫৬) নামের আরও এক নারী দালালকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতালের প্রশাসনিক ভবনের নিচতলা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার রিতা চৌধুরী সাতকানিয়ার উপজেলার পশ্চিম নলুয়ার সুভাষ চৌধুরীর স্ত্রী।

বিষয়টি নিশ্চিত করেছেন চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক।

তিনি বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সেবা নিতে আসা রোগী ও রোগীর স্বজনদের হয়রানি করে থাকে দালাল চক্রের সদস্যরা। রিতাও হাসপাতালের আসা রোগীদের হয়রানি করে আসছিলেন। বৃহস্পতিবার সকালের দিকে অভিযান চালিয়ে হাসপাতাল থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে ২৭ নভেম্বর সকালে রত্না দাস নামের এক নারী দালালকে গ্রেফতার করে পুলিশ।

;

সারাদেশে ১৬১ প্লাটুন বিজিবি মোতায়েন



স্টাফ ক‌রেসপ‌ন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা ২৪ ঘণ্টার হরতালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ও নাশকতা রুখ‌তে ঢাকা ও আশপাশের জেলায় ২২ প্লাটুনসহ সারাদেশে ১৬১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকালে এ তথ্য জানান বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।

এদিকে ফায়ার সার্ভিস জানায়, ২৮ নভেম্বর সকাল ৬টা থেকে ২৯ নভেম্বর সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৫টি যানবাহনে আগুন লাগানোর সংবাদ পাওয়া যায়। এর মধ্যে ঢাকা সিটিতে একটি, গাজীপুরে দুটি, বাগেরহাটে একটি ও সিরাজগঞ্জে একটি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এ ঘটনায় ৩টি বাস ও ২টি ট্রাক ক্ষতিগ্রস্ত হয়। এই আগুন নির্বাপণ করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৮ ইউনিট ও ৪২ জন জনবল কাজ করে।

জানা গেছে, ২৮ অক্টোবর থেকে ২৯ নভেম্বর সকাল ৬টা পর্যন্ত মোট ২২৮টি অগ্নিসংযোগের (কয়েকটি স্থাপনাসহ যানবাহনে) সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস।

;