ভারতবর্ষ আওয়ামী লীগের অকৃত্রিম বন্ধু: তথ্যমন্ত্রী



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ

  • Font increase
  • Font Decrease

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, আওয়ামী লীগ কোনও বিদেশি শক্তির শক্তিতে বলিয়ান নয়, আমরা জনগণের শক্তিতে বলিয়ান। সমস্ত বৈদেশিক রাষ্ট্রের সঙ্গে আমাদের সুসম্পর্ক। ভারতবর্ষ আমাদের অকৃত্রিম বন্ধু।

শুক্রবার (১৯ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ‘বঙ্গবন্ধু হত্যাকাণ্ড: পঁচাত্তর পরবর্তী বাংলাদেশের রাজনীতি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, আমরা কারবালার প্রান্তরের মর্মন্তুদ কাহিনীর কথা জানি। কারবালার প্রান্তরে ইমাম হোসাইনকে জবাই করা হয়েছিল। কিন্তু কারবালার প্রান্তরে নারী ও শিশুদের হত্যা করা হয়নি, তাদের সবাইকে মুক্তি দেওয়া হয়েছে। অথচ ১৯৭৫ সালের ১৫ আগস্ট নারী এবং শিশুদের হত্যা করা হয়েছে। ১০ বছরের শিশু শেখ রাসেল, চার বছরের সুকান্ত বাবু, ১১ বছরের বেবি সেরনিয়াবাতকে হত্যা করা হয়েছে। অন্তঃসত্ত্বা বেগম আরজু মনিকে হত্যা করা হয়েছে। সেদিন প্রকৃতপক্ষে মানবতার বিরুদ্ধে অপরাধ সংঘটিত হয়েছিল।

ইতিহাসের পাতায় জিয়াউর রহমান একজন খুনি, বিশ্বাস ঘাতক এবং একজন সিরিয়াল কিলার হিসেবে স্থান থাকবে উল্লেখ করে ড. হাছান মাহমুদ বলেন, কারণ বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের খবর সকালবেলা যখন তার কাছে পৌঁছানো হয় তখন তিনি বলেন, ‘সো হোয়াট ভাইস প্রেসিডেন্ট ইজ দেয়ার।’ একজন সেনাপতি নিজের জীবনকে বিপন্ন করে হলেও রাষ্ট্র এবং রাষ্ট্রপতিকে রক্ষা করার শপথ গ্রহণ করে। তার তখন দায়িত্ব ছিল ছুটে গিয়ে রাষ্ট্রপতিকে রক্ষা করা, তিনি সেটি করেননি।

তিনি বলেন, জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের অন্যতম কুশীলব শুধু তা নয়, নিজের ক্ষমতাকে নিষ্কণ্টক করার জন্য হাজার হাজার সেনাবাহিনীর অফিসার এবং জওয়ানকে হত্যা করেছে। কাউকে সামারি ট্রায়ালের মাধ্যমে, অনেককে ট্রায়াল ছাড়া। অনেক সেনাবাহিনীর অফিসারকে ঘুম থেকে তুলে বলা হয়েছে চলুন। কোথায় নিয়ে যাচ্ছে জিজ্ঞেস করলে বলা হতো আপনাকে ফাঁসি দেওয়া হবে ! প্রতিউত্তরে কোন বিচার হল না, কেন ফাঁসি দেওয়া হবে এমন প্রশ্নের কোন উত্তর মেলেনি। সকালবেলা নাস্তা করতে করতে জিয়াউর রহমান ফাঁসির আদেশে স্বাক্ষর করতো।

মন্ত্রী বলেন, তখন অনেকেই বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পটভুমি রচনার সঙ্গে যুক্ত ছিল। বাসন্তি একটা পাগল মেয়ে, তার গায়ে জাল পড়িয়ে সেই ছবি ছাপিয়ে মানুষ কাপড় পড়তে পারছেনা এই সংবাদ পরিবেশন করা হয়। অথচ জালের দামের চেয়ে একটা শাড়ির দাম অনেক কম। এখনো দুই’শ টাকা দিয়ে একটা শাড়ি পাওয়া যায়, এক হাজারের কমে জাল পাওয়া যায় না, তখনো তাই ছিল।

বিএনপি নেতা রিজভী আহমেদ বলেছেন আওয়ামী লীগকে নাকি বিদেশি শক্তি টিকিয়ে রেখেছে এ প্রসঙ্গ টেনে ড. হাছান মাহমুদ বলেন, আওয়ামী লীগের শক্তি জনগণ, জনগণের শক্তিতেই আমরা বলিয়ান। তেলের মূল্য বৃদ্ধির পর নয়াপল্টন আর প্রেসক্লাবের সামনে বিএনপি যেভাবে লাফালাফি শুরু করল। বর্ষাকালে যখন প্রথম বৃষ্টি হয় পুকুরে পুঁটি ও মলা মাছ খুব লাফায়, বর্ষায় যখন চারিদিকে অথৈ পানি থাকে তখন ব্যাঙ খুব ডাকে, নানা ধরনের ডাক দেয়। এখন বিএনপির হাঁকডাক হচ্ছে ঠিক সেই রকম।

তিনি বলেন, সরকারকে নাকি ধাক্কা দিয়ে ফেলে দিবে তারা। আওয়ামী লীগের ভীত অনেক গভীরে । শক্ত দেয়ালের মধ্যে কেউ ধাক্কা দিলে সে নিজেই পিছনে পড়ে যাই। বিএনপির অবস্থাও হচ্ছে তাই। বিএনপির পৃষ্টপোষকতায় সারাদেশের পাঁচ’শ জায়গায় বোমা ফোটানোর প্রতিবাদে ১৭ আগস্ট সমগ্র দেশব্যাপী আমরা বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছিলাম। ১৭ তারিখে আমাদের বিক্ষোভ ছিল মাত্র ট্রায়াল। কিন্তু এই ট্রায়াল দেখেই গতকাল মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের যে সংবাদ সম্মেলন তাতে আমার মনে হল ট্রায়াল দেখেই তারা ভয় পেয়ে গেছে। আমরা মাত্র রিহার্সেল দিয়েছি, ফাইনালি নামব আগামী মাসে, তখন তারা পালানোর পথ খোঁজে পাবে না।

   

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৩



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৩ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ ও গোয়েন্দা বিভাগ। মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের আটক করা হয়েছে বলে জানানো হয়েছে।

সোমবার (১৮ মার্চ) সকাল ছয়টা থেকে মঙ্গলবার (১৮ মার্চ) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ৫৩২৫ পিস ইয়াবা, ১৮৬ গ্রাম হেরোইন, ৪ কেজি ৮২৫ গ্রাম গাঁজা ও ২০০টি ইনজেকশন উদ্ধার করা হয়েছে বলে জা‌নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অ‌ভিযান প‌রিচালনা করা হয়েছে বলে জানানো হয়। সেই সঙ্গে আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৫টি মামলা রুজু হয়েছে বলেও জানানো হয়।

;

ফেনীতে বেড়েছে তরমুজ চাষ, শত কোটি টাকা বিক্রির আশা



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ফেনী
ছবি: বার্তা ২৪

ছবি: বার্তা ২৪

  • Font increase
  • Font Decrease

ফেনীর সোনাগাজী উপজেলার উপকূলীয় চরাঞ্চলের মাটি এবং আবহাওয়া তরমুজের জন্য বেশ উপযোগী। প্রতিবছর ধারাবাহিক ভাবে চাষ হচ্ছে তরমুজ। প্রতি বছর কৃষকদের তরমুজ চাষে আগ্রহ যেমন বাড়ছে তেমনি পাল্লা দিয়ে বাড়ছে তরমুজের ব্যবসা। এই অঞ্চলের তরমুজ অনেক বড় এবং সুস্বাদু হওয়ায় বাজারেও রয়েছে এর বেশ চাহিদা। এ উপজেলায় ৩ হাজার ৮৫০জন কৃষক এ বছর তরমুজ চাষ করেছেন।

কৃষি বিভাগের দেয়া তথ্যমতে, এ বছর সোনাগাজীর ৫৭৫ হেক্টর জমিতে তরমুজ চাষ হয়েছে। আবাদকৃত জমিতে ৩০ হাজার ২০৯ মেট্রিকটন তরমুজ উৎপাদনের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। আবহাওয়া- বাজার অনুকূলে থাকলে এবং শিলা বৃষ্টি না হলে এবছর চাষকৃত জমি থেকে ১০৭ কোটি টাকার তরমুজ বিক্রি হবে বলে আশা করছেন কৃষক এবং কৃষি বিভাগ।

সোনাগাজীর ৫৭৫ হেক্টর জমিতে আবাদকৃত তরমুজের মধ্যে ২২৫ হেক্টর জমিতে বাঙ্গালিংক জাত, ১৪৬ হেক্টর জমিতে গৌরি জাত, ব্ল্যাক বেরী জাত ৫৫ হেক্টর, ভিক্টর সুপার জাত ৮৪ হেক্টর, ওপেন সুগার ৫৬ হেক্টর এবং ১০ হেক্টর জমিতে অন্যান্য জাতের তরমুজ চাষ হয়েছে।

কৃষকদের সাথে কথা বলে জানা যায়, কানি  (৩৯.৬৬৯ শতক) প্রতি সর্বনিম্ন খরচ ১ লাখ টাকা এবং বিক্রি আড়াই লাখ থেকে সাড়ে ৩ লাখ টাকা পর্যন্ত। কৃষক পর্যায় থেকে হিসেব করলে এর পাইকারি বাজার মূল্য ৩০-৩৫ টাকা কেজি ধরলেও ৫৭৫ হেক্টর জমিতে ১০৭ কোটি ৪৫ লাখ ৩৫ হাজার ৪৬৫ টাকার তরমুজ বিক্রি হবে বলে আশা করছেন তারা।

নোয়াখালীর সুবর্ণচর থেকে আসা আমান উল্লাহ নামে এক তরমুজ চাষী জানান, ১০ জন সম্মিলিত ভাবে সোনাগাজী চরদরবেশে ৫৬ কানি জমিতে তরমুজ চাষ করেছি। কানি প্রতি (৩৯.৬৬৯ শতক) খরচ হয়েছে ১ লাখ টাকা এবং আবহাওয়া ঠিক থাকলে কানিতে তরমুজ বিক্রি করা যাবে ৩ লাখ টাকার। এ বছর সোনাগাজীতে তরমুজ চাষে বিপ্লব ঘটেছে বলে জানান এ কৃষক।

সোনাগাজী আমিরাবাদ ইউনিয়নের স্থানীয় তরমুজ চাষী মিলন জানান, গত বছর ৩৫ একর জমিতে তরমুজ চাষ করে কানি প্রতি ৩ লাখ থেকে সাড়ে ৩ লাখ বিক্রি করেছিলেন। গতবার লাভবান হওয়ায় এবার চাষের পরিমাণ বাড়িয়ে ১০০ একরে তরমুজ আবাদ করেছেন। এবার কানিতে ১ লাখ টাকার অধিক খরচ করে এর ২ গুণ বেশি দামে বিক্রি করতে পারবেন বলে আশা করেন এই কৃষক।


কৃষি বিভাগ জানায়, পূর্বে এসব জমি রবি মৌসুমে খালি পড়ে থাকতো। ২০১৭ সালে এই উপজেলায় পরীক্ষামূলক তরমুজ চাষে অভাবনীয় সাফল্য পায় এক কৃষক। পরবর্তীতে ২০১৯ সালে ৮-১০ জন কৃষক চাষ করে। এভাবে উপজেলায় তরমুজ চাষের ধারাবাহিকতা শুরু হয়ে ২০২০ সালে ১০৫ হেক্টর জমিতে, ২০২১ সালে ৩১৭ হেক্টর জমিতে, ২০২২ সালে ৩৪৫ হেক্টর জমিতে এবং ২০২৩ সালে ৫৭০ হেক্টর জমিতে বিভিন্ন জাতের তরমুজ চাষ করা হয়। গত বছর শিলা বৃষ্টি এবং অতি বৃষ্টির কারণে কিছু পরিমাণ ফলন নষ্ট হলেও ৫০ কোটি টাকার তরমুজ বিক্রি হয়েছিল।

এ বিষয়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্রনাথ জানান, ফেনীর সোনাগাজীর চরাঞ্চলে বিস্তীর্ণ ভূমি রয়েছে। যার ফলে এখানকার মাটি এবং আবহাওয়া তরমুজ চাষের জন্য অত্যন্ত উপযোগী। তিন মাসের মধ্যে ফলন পাওয়া যায়। পরিচর্যার খরচের তুলনায় আয় বেশি হওয়াতে চাষিরা তরমুজ চাষে আগ্রহী হচ্ছেন।

তিনি বলেন, হেক্টর প্রতি তরমুজের ফলন হয় ৫০ হতে ৬০ মেট্রিক টন। কানি প্রতি (৩৯.৬৬৯ শতক) খরচ হয় ১ লক্ষ টাকা এবং বিক্রি হয় ৩ লাখ থেকে সাড়ে তিন লাখ টাকার মত। খরচের তুলনায় ২ গুণ থেকে ৩ গুণ বেশি লাভ হয়। জমি থেকেই তরমুজ বিক্রি হয়ে যায় এখানে। ঢাকা, চট্টগ্রাম, নোয়াখালীসহ বিভিন্ন অঞ্চল থেকে পাইকাররা এসে সরাসরি ক্ষেত থেকে তরমুজ নিয়ে যায়।

কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আল-আমিন শেখ বলেন, গত বছর অতিবৃষ্টি ও শিলাবৃষ্টির কারণে কিছুটা ক্ষতি হয়েছিল। এবার চাষ বেড়েছে, যদি এই মৌসুমে শিলা বৃষ্টির প্রভাব না পড়ে তাহলে শতকোটি টাকা আয় সম্ভব হবে। কৃষি বিভাগ মূল্য নির্ধারণ এবং বাজারজাতকরণ না করলেও পর্যবেক্ষণে সর্বনিম্ন ৩০ টাকা কেজি দরে অথবা কানি প্রতি দর আড়াই লাখ টাকা ধরা হলেও এর বাজার মূল্য হয় ৯০ কোটি টাকা।

তবে লাভের বিপরীতে তরমুজ চাষে শতকরা ৫০ শতাংশ ঝুঁকি রয়েছে বলে জানান এ কর্মকর্তা।

তিনি বলেন, তরমুজ চাষে হঠাৎ ক্ষতির সম্ভাবনা শতকরা ৫০ শতাংশ। চাষি ঝুঁকি নিয়ে এবং আবহাওয়ার উপর নির্ভর করে চাষ করে থাকেন।

এবিষয়ে কৃষকরা জানান, তরমুজ চাষে আগ থেকে কোন কিছু নির্দিষ্ট করে বলা যায় না। সব ঠিক থাকলে একবারে ৩ থেকে ৪ গুণ পর্যন্ত আয়ের সুযোগ থাকে। না হলে তাদের জমি বর্গা নেওয়া এবং রোপনসহ আনুষাঙ্গিক খরচের টাকা পর্যন্ত তুলতে পারেন না।

কালাম নামে একজন বলেন, গতবছর বৃষ্টির কারণে পানিতে সব তরমুজ ভেসে উঠে ৷ এতে আমার লাভ তো দূরে থাক যা খরচ করেছি তাও উঠেনি।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্রনাথ বলেন, তরমুজ চাষে যেমন রয়েছে আয় তেমনি রয়েছে ঝুঁকিও। যদি তরমুজ চাষ পদ্ধতি অনুযায়ী না হয় এবং আবহাওয়া অনুকূলে পাওয়া না যায় তাহলে কিছু তরমুজ চাষি এবেবারে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। ক্ষতিগ্রস্ত হওয়ার কারণগুলোর মধ্যে রয়েছে সঠিক সময়ে ওষুধ না দেওয়া, পোকার আক্রমণ, অতি বৃষ্টি, শিলা বৃষ্টি, গাছ মারা যাওয়া। এর মধ্যে অতি বৃষ্টি ও শিলা বৃষ্টি হলে ফলন নষ্টে প্রভাব ফেলে বেশি। এসব বিষয়ে কৃষকদের সচেতন থাকার পরামর্শ দেন এ কর্মকর্তা।

;

মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ দিবস আজ



নিউজ ডেস্ক, বার্তা২৪.কম
মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ দিবস আজ

মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ দিবস আজ

  • Font increase
  • Font Decrease

আজ ১৯শে মার্চ। মহান মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ দিবস। ১৯৭১ সালের এই দিনে মহান স্বাধীনতা যুদ্ধের প্রাক্কালে জয়দেবপুরের সর্বস্তরের ছাত্র জনতা পাক-হানাদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ শুরু করেছিলেন। প্রতিবছর এই দিনে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হয়। এবারও দিবসটি পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

ঊনিশে মার্চ উদযাপন পরিষদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯ মার্চের বীরত্বকে অমর করে রাখতে ১৯৭২-১৯৭৩ সালে গাজীপুরের চৌরাস্তায় একটি ভাস্কর্য নির্মাণ করা হয়। ‘জাগ্রত চৌরঙ্গী’ নামের এই ভাস্কর্য মুক্তিযুদ্ধের প্রথম ভাস্কর্য।

এই উপলক্ষে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে শহীদদের কবর জিয়ারত ও আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চে দেওয়া ভাষণে ‘তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবিলা করতে হবে,’ এই মন্ত্রবলে বলিয়ান হয়ে ১৯৭১ সালের ১৯ মার্চে মহান মুক্তিযুদ্ধ শুরুর আগেই ঢাকার অদূরে জয়দেবপুরে অকুতোভয় মুক্তিকামী বাঙালিরা সশস্ত্র সেনাবাহিনীর সামনে প্রথমবার রুখে দাঁড়িয়েছিল। হাজার-হাজার জনগণ অবতীর্ণ হয়েছিল সেই সম্মুখযুদ্ধে।

১৯৭১ সালের ১৯ মার্চে ঢাকা ব্রিগেড হেডকোয়ার্টার থেকে আকস্মিকভাবে পাকিস্তানি ব্রিগেডিয়ার জাহান জেবের নেতৃত্বে পাকিস্তানি রেজিমেন্ট জয়দেবপুরের (গাজীপুর) দ্বিতীয় ইস্টবেঙ্গল রেজিমেন্টকে নিরস্ত্র করার জন্য পৌঁছে যায়। এ খবর জানা-জানি হতেই বিক্ষুদ্ধ জনতা জয়দেবপুরে এক প্রতিরোধ সৃষ্টি করে। সশস্ত্র পাকিস্তানি সেনাবাহিনী জনতার ওপর গুলিবর্ষণ করলে অকুস্থলেই শহীদ হন অনেকে। এটি ছিল মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ১৯ মার্চ জয়দেবপুরের প্রথম সশস্ত্র প্রতিরোধ দিবস উপলক্ষে নিজ হাতে লিখে একটি বাণী দিয়েছিলেন। মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে এই বাণী বিশেষ তাৎপর্য বহন করে।

ওই সময় বাণীতে বঙ্গবন্ধু বলেন, ‘১৯৭১ সালের ১৯ শে মার্চ বাংলাদেশের ইতিহাসে আরো একটি স্মরণীয় দিন। ওইদিন পাক মিলিটারি বাহিনী জয়দেবপুরে ক্যান্টনমেন্টে অবস্থিত দ্বিতীয় বেঙ্গল রেজিমেন্টের জওয়ানদের নিরস্ত্র করার প্রয়াস পেলে জয়দেবপুর থানা আওয়ামী লীগ, ছাত্রলীগ ও শ্রমিক লীগের যৌথ নেতৃত্বে কৃষক, ছাত্র, জনতা সবাই বিরাট প্রতিরোধের সৃষ্টি করে। ফলে, মিলিটারির গুলিতে তিনটি অমূল্য প্রাণ নষ্ট হয় এবং বহু লোক আহত হয়।’

বাণীতে তিনি বলেন, ‘আমি তার কয়েকদিন মাত্র পূর্বে ৭ই মার্চ তারিখে ডাক দিয়েছিলাম, যার কাছে যা আছে, তাই দিয়ে প্রতিরোধ গড়ে তোল। জয়দেবপুরবাসীরা তা অক্ষরে অক্ষরে পালন করে। আমি তাদের মোবারকবাদ জানাই।’

তিনি বলেন, ‘কোন মহৎ কাজই ত্যাগ ব্যতিত হয় না। জয়দেপুরের নিয়ামত, মনু, খলিফা ও চান্দনা চৌরাস্তায় হুরমতের আত্মত্যাগও বৃথা যায় নাই। শহীদদের রক্ত কখনো বৃথা যায় না। তাই আজ লাখ শহীদের আত্মত্যাগের ফলে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে।’

বঙ্গবন্ধু বলেন, ‘দেশকে স্বাধীন করার সংগ্রাম শেষ হয়েছে। আসুন আজ আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ার সংগ্রামে লিপ্ত হই।’ তিনি জয় বাংলা বলে বাণীটি শেষ করেন।

সূত্র: বাসস

 

;

চার ঘণ্টা পর পঞ্চগড় এক্স‌প্রেস ট্রেনের ব‌গি উদ্ধার, ট্রেন চলাচল স্বাভা‌বিক



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪, টাঙ্গাইল
চার ঘণ্টা পর পঞ্চগড় এক্স‌প্রেস ট্রেনের ব‌গি উদ্ধার, ট্রেন চলাচল স্বাভা‌বিক

চার ঘণ্টা পর পঞ্চগড় এক্স‌প্রেস ট্রেনের ব‌গি উদ্ধার, ট্রেন চলাচল স্বাভা‌বিক

  • Font increase
  • Font Decrease

বঙ্গবন্ধ‌ু সেতুপূর্ব রেল‌স্টেশ‌নে লাইনচ‌্যুত হওয়া পঞ্চগড় এক্স‌প্রেস ট্রেনের ব‌গি দুর্ঘটনার চার ঘণ্টা পর উদ্ধার ক‌রে‌ছে রেলও‌য়ে কর্তৃপক্ষ।

সোমবার (১৮ মার্চ) দিবাগত রাত ২টা ৩০ মিনিটের দি‌কে পঞ্চগড় এক্স‌প্রেস ট্রেনের ক্ষ‌তিগ্রস্থ ব‌গি রেল প্রক‌ল্পের ক্রেনের সহায়তায় উদ্ধার করা হয়।

বঙ্গবন্ধ‌ু সেতুপূর্ব স্টেশন মাস্টার খায়রুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রেন‌টি দুর্ঘটনার পর প্রথমে ব‌গিগু‌লো স‌রি‌য়ে নেওয়া হয়। এরপর ক্ষ‌তিগ্রস্ত ব‌গি ক্রেন দি‌য়ে উপ‌রে তু‌লে লাইনে তোলা হয়। এরপ‌র ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এখন বি‌ভিন্ন স্টেশ‌নে আটকে পড়া ট্রেনগু‌লো ছেড়ে আসছে।

 

;