কোথায় কখন লোডশেডিং



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদনের ঘাটতির জন্য দেশজুড়ে এলাকাভিত্তিক আজও লোডশেডিং শুরু হচ্ছে। সরকারের নির্দেশনা অনুযায়ী সোমবারের (২৬ সেপ্টেম্বর) তালিকা প্রকাশ করেছে বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলো।

ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি (ডিপিডিসি), ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (ডেসকো), নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো), ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউসন কোম্পানি (ওজোপাডিকো), বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) এর ওয়েবাসাইটের নির্দিষ্ট লিংককে গিয়ে এই তালিকা দেখতে পারবেন গ্রাহকরা।

আজকে কোন এলাকায় কখন লোডশেডিং হবে, এর সূচি দেওয়া হয়েছে। দেখে নেওয়া যাক।

https://www.desco.org.bd/bangla/loadshed_b.php

http://www.wzpdcl.org.bd/

https://nesco.portal.gov.bd/site/page/13ccd456-1e1d-4b24-828d-5811a856f107

http://reb.portal.gov.bd/site/page/c65ac273-d051-416f-9a93-5cd300079047

https://bpdb.portal.gov.bd/site/page/cafea028-95e6-4fca-8fea-e4415aef9a60

https://www.desco.org.bd/bangla/loadshed_b.php

জ্বালানি সাশ্রয়ে উচ্চ ব্যয়ের ডিজেলচালিত বিদ্যুৎকেন্দ্র বন্ধ রাখার সরকারি সিদ্ধান্তের পর সরবরাহ সংকটে দেশজুড়ে প্রতিদিন সূচি ধরে কোথাও এক ঘণ্টা আবার কোথাও ২ ঘণ্টা করে লোডশেডিং করা শুরু হয় মঙ্গলবার (১৯ জুলাই) থেকে।

এর আগে ১৮ জুলাই লোডশেডিংয়ের সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে জানানো হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিদ্যুৎ ও জ্বালানিবিষয়ক সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

   

বিএনপির কর্মসূচি জঙ্গি-সন্ত্রাসের কর্মসূচি: নিখিল



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ছবি: বার্তা ২৪

ছবি: বার্তা ২৪

  • Font increase
  • Font Decrease

বিএনপির কর্মসূচিকে জঙ্গি সন্ত্রাসের কর্মসূচি বলে মন্তব্য করেছেন ঢাকা ১৪ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল ১১ টায় রাজধানীর সেগুনবাগিচা এলাকায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।।

এ সময় তিনি বলেন, 'আমার সৌভাগ্য আমি মানুষের জন্য কাজ করতে পারছি। দেশ তার আওয়ামী লীগের নেতৃত্বে নিজ মহিমায় এগিয়ে চলেছে। বঙ্গবন্ধুর নৌকাই বাংলাদেশ দিয়েছে। এই নৌকায় আপনারা বিগত দিনে ভোট দিয়েছেন, বঙ্গবন্ধু কন্যাকে রাষ্ট্রীয় মর্যাদায় এনেছেন। যার কারণে বিশ্বের মানচিত্রে বাংলাদেশ মাধুর্যতার জায়গা পেয়েছে। বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। বাংলাদেশ আজ ডিজিটাল বাংলাদেশ।' 

এ সময় বিএনপি প্রসঙ্গে জানতে চাইলে তিনি আরও বলেন, 'বিএনপি যদি মানুষের কল্যাণে কাজ করত তারা তো রাজপথের নামার কথা না। তারা বিশ্বের বিভিন্ন জঙ্গিসংগঠন গুলোর মত আত্মগোপনে চলে গেছেন। সেখান থেকে ভিডিও বার্তায় নানা কর্মসূচি দিচ্ছেন। আর তাদের (বিএনপির) সন্ত্রাসীদের দিয়ে বাসে আগুন লাগায় মানুষ হত্যা করছে। বিএনপির কর্মসূচিতে তো জঙ্গি কর্মসূচি, সন্ত্রাসী কর্মসূচি। আমি মনে করিনা নির্বাচনে আসার জন্য তাদের কোন মানসিকতা আছে।' 

শেষে নিখিল দেশের উন্নয়নে আবারও নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান।

;

আচরণবিধি লঙ্ঘন করায় গোলাম দস্তগীর গাজীকে তলব



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
আচরণবিধি লঙ্ঘন করায় গোলাম দস্তগীর গাজীকে তলব

আচরণবিধি লঙ্ঘন করায় গোলাম দস্তগীর গাজীকে তলব

  • Font increase
  • Font Decrease

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করায় তলব করে চিঠি দিয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) নির্বাচনী অনুসন্ধান কমিটির সভাপতি সিনিয়র সহকারী জজ শেখ আনিসুজ্জামান আচরণবিধি লঙ্ঘন করায় গোলাম দস্তগীর গাজীকে ব্যাখা চেয়ে চিঠি দেন।

চিঠিতে বলা হয়, দেশের গণমাধ্যমের সচিত্র প্রতিবেদনসূত্রে গোচরীভূত হয়েছে যে আপনি ২৯ নভেম্বর দুপুরে ব্যানার ফেস্টুন নিয়ে একজন সসস্ত্র কর্মীসহ অনেক সমর্থক নিয়ে বিশাল শোভাযাত্রা করতে করতে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা, রূপগঞ্জ এর কার্যালয়ে আপনার মনোনয়নপত্র দাখিল করেছেন, যা নির্বাচন আচরণ বিধিমালা ২০০০৮ এর গুরুত্বর লঙ্ঘন।

এতে আরও বলা হয়, ১ ডিসেম্বর নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত ভবনে সিনিয়র সহকারী জজ শেখ আনিসুজ্জামানের কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্য প্রদানের জন্য নির্দেশক্রমে আপনাকে অনুরোধ করা হলো।

;

লক্ষ্মীপুর-১ আসনে প্রার্থী হয়েছেন হত্যা মামলার আসামি আউয়াল



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম, লক্ষ্মীপুর
ছবি: সাবেক সংসদ সদস্য এম এ আউয়াল

ছবি: সাবেক সংসদ সদস্য এম এ আউয়াল

  • Font increase
  • Font Decrease

লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে তৃণমূল বিএনপির প্রার্থী হয়েছেন সাবেক সংসদ সদস্য এম এ আউয়াল। তিনি ২০২১ সালের রাজধানীর পল্লবীতে শিশুপুত্রের সামনে বাবাকে কুপিয়ে হত্যা মামলার আসামি। তৃণমূল বিএনপি থেকে হত্যা মামলার এ আসামিকে মনোনয়ন দেওয়া হয়েছে।

এম এ আউয়াল এ আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন। তিনি ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান, তরিকত ফেডারেশনের সাবেক মহাসচিব।

তরিকত ফেডারেশন থেকে ২০১৪ সালে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে ১৪ দলীয় জোটের প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে লক্ষ্মীপুর-১ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

২০১৮ সালে তরীকত ফেডারেশনের মহাসচিব পদ থেকে তাকে বহিষ্কার করা হলে ইসলামী গণতান্ত্রিক পার্টি নামে নতুন রাজনৈতিক দল গঠন করে চেয়ারম্যান হন তিনি। এখন আবার তৃণমূল বিএনপির পক্ষ থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বেলা ১১ টার দিকে জেলা রির্টানিং অফিসারের কাছে এম এ আউয়ালের মনোনয়নপত্র জমা দিয়েছেন তার প্রতিনিধিরা।

জমি নিয়ে বিরোধের জেরে ২০২১ সালের ১৬ মে রাজধানীর পল্লবীতে ছেলের সামনে প্রকাশ্যে সাহিন উদ্দিন নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের মা আকলিমা বেগম বাদী হয়ে এম এ আউয়ালসহ ২০ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। র‍্যাব তাকে গ্রেফতার করার পর জামিনে বের হন তিনি। মামলাটি এখনও তদন্তাধীন রয়েছে।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, ২০২১ সালের ১৬ মে বিকেল ৪ টার দিকে সুমন ও টিটু নামে দুই যুবক সাহিনকে জমির বিরোধ মেটানো হবে জানিয়ে ফোনে ডেকে নেন। সাহিন মোটরসাইকেলে পল্লবীর ডি-ব্লকের ৩১ নম্বর সড়কের ৪০ নম্বর বাসার সামনে গেলে সুমন ও টিটুসহ ১৪ থেকে ১৫ জন মিলে তাকে টেনেহিঁচড়ে ওই বাড়ির গ্যারেজে নিয়ে যায়।

এ সময় সাহিনের ছয় বছরের ছেলে মাশরাফি গেটের বাইরে ছিল। গ্যারেজে নিয়ে সাহিনকে এলোপাতাড়ি কোপাতে থাকে তারা। এরপর তাকে ওই গ্যারেজ থেকে বের করে ৩৬ নম্বর বাড়ির সামনে আবার কুপিয়ে ফেলে রেখে চলে যায়। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

লক্ষ্মীপুর-১ আসন থেকে আলোচিত এ হত্যা মামলার আসামিকে তৃনমূল বিএনপি থেকে মনোনয়ন দেওয়ায় আলোচনা-সমালোচনা চলছে।

এ আসনে আওয়ামী লীগ থেকে প্রার্থী দেওয়া হয়েছে বর্তমান সংসদ সদস্য ডা. আনোয়ার হোসেন খানকে। বুধবার পর্যন্ত ১০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

তরিকত ফেডারেশনের একজন প্রার্থী, জাতীয় পার্টির একজন প্রার্থী, ৪ জন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। স্বতন্ত্র প্রার্থীর মধ্যে কেন্দ্রীয় যুবলীগ নেতাও রয়েছেন।

;

ময়মনসিংহে বালুবোঝাই ট্রাকচাপায় নিহত ২



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বালুবোঝাই ট্রাকচাপায় দুই পথচারী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল ৯ টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার রাজিবপুর ইউনিয়নের নওপাড়া গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে আব্দুস সাত্তার (৫৫) ও পৌর শহরের দত্তপাড়া এলাকার দুলাল গৌরের স্ত্রী জনতী গৌর (৬০)।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজেদুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালের দিকে বালুবোঝাই একটি ট্রাক ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ঈশ্বরগঞ্জ ফায়ার স্টেশন অফিসের সাসনে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নারী ও পুরুষকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জনতী গৌরের মৃত্যু হয় এবং গুরুতর আহত হন আব্দুস সাত্তার। পরে স্থানীয়রা আব্দুস সাত্তারকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি মো. মাজেদুর রহমান বলেন, ট্রাক ও চালককে আটক করা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।

;