ময়মনসিংহে ট্রাকচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

ছবি: বার্তা২৪.কম
রোববার ( ২০ নভেম্বর) সাড়ে সাতটার দিকে ত্রিশাল নান্দাইল সড়কের বালিপাড়া ছোট পুল নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় ত্রিশাল-নান্দাইল সড়কে প্রায় এক ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। ত্রিশাল থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা নিহতদের মরদহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ প্রেরণ করে। ত্রিশাল থানা পুলিশ ঘাতক চালক ও ট্রাকটিকে আটক করেছে।
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক সৈয়দ মোখশেদ হোসেন স্থানীয়দের বরাদ দিয়ে জানান, রোববার সন্ধ্যার পর নিজ বাড়ী ঈশ্বরগঞ্জ উপজেলার উঁচাখিলা গ্রাম থেকে ঢাকার উদেশ্যে রওনা হন নিজাম উদ্দিন ও তাঁর স্ত্রী। উঁচাখিলা বাজার থেকে সিএনজি চালিত অটোরিকশা যোগে ত্রিশালের দিকে রওনা হন। বালিপাড়া বাজার থেকে ওই অটোরিকশায় আরো দুইজন যাত্রী উঠে। যাত্রীবাহি সিএনজিটি বালিপাড়া ছোটপুল এলাকায় পৌছলে বালিপাড়াগামী দ্রুতগতির ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই নিহত হন ঈশ্বরগঞ্জ উপজেলার উঁচা খিলা গ্রামের নিজাম উদ্দিন (৪৫), তাঁর স্ত্রী হোসনে আরা বেগম (৩৫), একই গ্রামের আনারুল ইসলাম (৩৫), অজ্ঞাত কিশোরী (২০), অজ্ঞাত পুরুষ নিহত হন।
ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মাইন উদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে ও শনাক্তের চেষ্টা চলছে। চালক বালিপাড়া ইউনিয়নের দক্ষিণ বিয়ারা গ্রামের মরহুম রজব আলীর পুত্র তোফাজ্জল হোসেন ও ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে।
ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আক্তারুজ্জামান ও ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কতৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করছেন।