কুষ্টিয়ায় আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ শোভাযাত্রা
কুষ্টিয়ায় আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ শোভাযাত্রা
বিশ্বকাপ ফুটবলের খেলায় আজকে আর্জেন্টিনা দল অংশগ্রহণ করছে। বিশ্বকাপে প্রিয় দলের সমর্থনে কুষ্টিয়ায় আনন্দ র্যালি করেছে আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠী। তাদের শুভ কামনা করে সমর্থকদের ফ্যানক্লাব কুষ্টিয়ায় মোটরসাইকেল র্যালি বের করেছেন।
মঙ্গলবার (২২ নভেম্বর) সকালে কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাস চত্বর থেকে র্যালি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিতে প্রায় ৩ শতাধিক মোটরসাইকেল, অর্ধ শতাধিক মাইক্রোবাস কার ও খোলা ট্রাকে সমর্থকরা বিশ্বকাপ ফুটবলের জনপ্রিয় সংগীতের তালে তালে নেচে গেয়ে গোটা শহরকে মুখরিত করে তোলে।
র্যালিতে আর্জেন্টাইন ফ্যানক্লাবের উপদেষ্টা প্রকৌশলী সাইফুল আলম মারুফ, আহবায়ক এস.এম কাদেরী শাকিলের নেতৃৃত্বে প্রায় হাজারখানেক সমর্থকরা অংশগ্রহণ করে।
আর্জেন্টাইন ফ্যানক্লাবের উপদেষ্টা প্রকৌশলী সাইফুল আলম মারুফ বলেন, বিশ্বসেরা ফুটবলার মেসির দল আর্জেন্টিনা। এছাড়া দৃষ্টিনন্দন খেলা উপহার দেন এই দলের খেলোয়াড়রা। তাই এই দলটির প্রতি তার ভালোবাসা থেকে ফ্যানক্লাবের সদস্য ও ভক্তরা মিলে এই আয়োজন করেছেন।
আর্জেন্টাইন ফ্যানক্লাবের আহবায়ক এস.এম কাদেরী শাকিলের বলেন, মেসির শেষ বিশ্বকাপ এটি। আর এবারের বিশ্বকাপ আর্জেন্টিনার ফুটবলাররা মেসিকে উপহার দেবেন। মেসির প্রতি ভালোবাসা থেকে তারা আর্জেন্টিনা দল সমর্থন করেন। আজ বিকেলে আর্জেন্টাইন মাঠে নামবে সৌদি আরবের বিপক্ষে। তাই এই প্রথম ম্যাচে যেন তারা জিততে পারে এজন্য তারা শহরের সব সমর্থক একত্রিত হয়েছেন আর্জেন্টিনা দলের প্রতি ভালোবাসা থেকে। এবারের বিশ্বকাপ আর্জেন্টিনার ঘরে যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
শোভাযাত্রায় আর্জেন্টিনা দলের জার্সি পরে ও পতাকা হাতে নিয়ে আনন্দ র্যালিতে অংশ নেন সমর্থকরা।