আর্মি-পুলিশ দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: সিইসি



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা, ভারসাম্য ও সহনশীলতা না থাকলে আর্মি পুলিশ দিয়ে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন, প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

বৃহস্পতিবার আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে নেপালের নির্বাচনের অভিজ্ঞতা বিনিময়ের সময় তিনি একথা বলেন।

এ সময় সিইসি বলেন, রাজপথে শক্তি প্রদর্শন করে দেশে গণতান্ত্রিক নির্বাচন সম্ভব নয়।এ জন্য রাজনৈতিক দলগুলোকে এসব কাজ থেকে বিরত থাকার আহ্বান জানান সিইসি।

প্রধান নির্বাচন কমিশনার মনে করেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা না থাকলে নির্বাচন কমিশনের একার পক্ষে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়। তাই রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে সংলাপের আহ্বান জানান প্রধান নির্বাচন কমিশনার।

   

আচরণবিধি লঙ্ঘন করলেন তৈমুর



স্টাফ ক‌রেসপ‌ন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃণমূল বিএনপির প্রার্থী তৈমুর আলম খন্দকার আচরণবিধি লঙ্ঘন করেছেন। ঢাকা ৮ আস‌নের তৃণমূল বিএনপির প্রার্থী এম.এ.ইউসুফের ম‌নোনয়ন দা‌খিল কর‌তে মি‌ছিল নি‌য়ে এ‌সে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেন তি‌নি। 

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ঢাকা-৮ আসন থেকে মনোনয়ন ফরম জমা দিতে আসেন তৃণমূল প্রার্থী এম এ ইউসুফ ও আবু হানিফ হৃদয়। 

ঢাকা ৫ আসনের তৃণমূল বিএনপির প্রার্থী আবু হানিফ হৃদয়ের সঙ্গে মনোনয়নপত্র দাখিল করে‌ছেন তৈমুর আলম খন্দকার। 

স‌রেজ‌মি‌নে দেখা যায়, দলটির মহাসচিব তৈমুর আলম খন্দকারের নেতৃত্বে ৩০-৪০ জনের একটি মিছিল আসে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে। এসময় মিছিলে কর্মী ও সমর্থকদের হাতে ছিল পোস্টার ও ব্যানার। 

নির্বাচনী আচরণবিধি অনুযায়ী একজন প্রার্থী সর্বোচ্চ ৫ জনকে সঙ্গে নিয়ে মনোনয়ন ফরম জমা দিতে আসবেন। এক্ষেত্রে কোনো ধরনের মিছিল কিংবা শোডাউন করা যাবে না। এই আচরণবিধি ভঙ্গের বিষয়ে তৃণমূল বিএনপির মহাসচিব তৈমুর আলম খন্দকারের জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

ত‌বে ইউসু‌ফের ভাষ‌্য ম‌তে, মানু‌ষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহ‌ণ ক‌রে‌ছেন। আচরণবি‌ধি লঙ্ঘ‌নের মতন কোন ঘটনা ঘ‌টে‌নি।

বেলা ১২টার দিকে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তৈমুর আলম খন্দকার। সে সময় তিনি সাংবাদিকদের বলেন, সরকার দলের প্রার্থীরা মনোনয়ন ফরম জমা দিতে গিয়ে আচরণবিধি ভঙ্গ করেছেন।

এর ঠিক ২০ মিনিট পরই তিনি নিজে আচরণবিধি ভঙ্গ করেন তি‌নি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কমিটমেন্টের ওপর ভিত্তি করে তৃণমূল বিএনপি নির্বাচনে যাচ্ছে ব‌লেও জানান তৈমুর আলম। তি‌নি বলেন, প্রধানমন্ত্রী জাতির কাছে কমিটমেন্ট করেছেন আগামী নির্বাচন সুষ্ঠু, প্রতিযোগিতামূলক, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক হবে। আমরা গতকালই দেখেছি বড় বড় শোডাউন করে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। রূপগঞ্জের সরকারি দলের প্রার্থী অস্ত্র প্রদর্শন করে নমিনেশনপত্র জমা দিয়েছে। তার পেপারকাটিং আমি প্রধানমন্ত্রীর কাছে পাঠাবো। সরকার প্রধান যে কমিটমেন্ট দিয়েছেন সেই কমিটমেন্টের ওপর ভিত্তি করে আমরা নির্বাচনে অংশগ্রহণ করছি। আশা করি তিনি তার কমিটমেন্ট রক্ষা করতে সক্ষম হবে।

;

বিএনপির কর্মসূচি জঙ্গি-সন্ত্রাসের কর্মসূচি: নিখিল



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ছবি: বার্তা ২৪

ছবি: বার্তা ২৪

  • Font increase
  • Font Decrease

বিএনপির কর্মসূচিকে জঙ্গি সন্ত্রাসের কর্মসূচি বলে মন্তব্য করেছেন ঢাকা ১৪ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল ১১ টায় রাজধানীর সেগুনবাগিচা এলাকায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।।

এ সময় তিনি বলেন, 'আমার সৌভাগ্য আমি মানুষের জন্য কাজ করতে পারছি। দেশ তার আওয়ামী লীগের নেতৃত্বে নিজ মহিমায় এগিয়ে চলেছে। বঙ্গবন্ধুর নৌকাই বাংলাদেশ দিয়েছে। এই নৌকায় আপনারা বিগত দিনে ভোট দিয়েছেন, বঙ্গবন্ধু কন্যাকে রাষ্ট্রীয় মর্যাদায় এনেছেন। যার কারণে বিশ্বের মানচিত্রে বাংলাদেশ মাধুর্যতার জায়গা পেয়েছে। বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। বাংলাদেশ আজ ডিজিটাল বাংলাদেশ।' 

এ সময় বিএনপি প্রসঙ্গে জানতে চাইলে তিনি আরও বলেন, 'বিএনপি যদি মানুষের কল্যাণে কাজ করত তারা তো রাজপথের নামার কথা না। তারা বিশ্বের বিভিন্ন জঙ্গিসংগঠন গুলোর মত আত্মগোপনে চলে গেছেন। সেখান থেকে ভিডিও বার্তায় নানা কর্মসূচি দিচ্ছেন। আর তাদের (বিএনপির) সন্ত্রাসীদের দিয়ে বাসে আগুন লাগায় মানুষ হত্যা করছে। বিএনপির কর্মসূচিতে তো জঙ্গি কর্মসূচি, সন্ত্রাসী কর্মসূচি। আমি মনে করিনা নির্বাচনে আসার জন্য তাদের কোন মানসিকতা আছে।' 

শেষে নিখিল দেশের উন্নয়নে আবারও নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান।

;

আচরণবিধি লঙ্ঘন করায় গোলাম দস্তগীর গাজীকে তলব



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
আচরণবিধি লঙ্ঘন করায় গোলাম দস্তগীর গাজীকে তলব

আচরণবিধি লঙ্ঘন করায় গোলাম দস্তগীর গাজীকে তলব

  • Font increase
  • Font Decrease

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করায় তলব করে চিঠি দিয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) নির্বাচনী অনুসন্ধান কমিটির সভাপতি সিনিয়র সহকারী জজ শেখ আনিসুজ্জামান আচরণবিধি লঙ্ঘন করায় গোলাম দস্তগীর গাজীকে ব্যাখা চেয়ে চিঠি দেন।

চিঠিতে বলা হয়, দেশের গণমাধ্যমের সচিত্র প্রতিবেদনসূত্রে গোচরীভূত হয়েছে যে আপনি ২৯ নভেম্বর দুপুরে ব্যানার ফেস্টুন নিয়ে একজন সসস্ত্র কর্মীসহ অনেক সমর্থক নিয়ে বিশাল শোভাযাত্রা করতে করতে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা, রূপগঞ্জ এর কার্যালয়ে আপনার মনোনয়নপত্র দাখিল করেছেন, যা নির্বাচন আচরণ বিধিমালা ২০০০৮ এর গুরুত্বর লঙ্ঘন।

এতে আরও বলা হয়, ১ ডিসেম্বর নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত ভবনে সিনিয়র সহকারী জজ শেখ আনিসুজ্জামানের কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্য প্রদানের জন্য নির্দেশক্রমে আপনাকে অনুরোধ করা হলো।

;

লক্ষ্মীপুর-১ আসনে প্রার্থী হয়েছেন হত্যা মামলার আসামি আউয়াল



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম, লক্ষ্মীপুর
ছবি: সাবেক সংসদ সদস্য এম এ আউয়াল

ছবি: সাবেক সংসদ সদস্য এম এ আউয়াল

  • Font increase
  • Font Decrease

লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে তৃণমূল বিএনপির প্রার্থী হয়েছেন সাবেক সংসদ সদস্য এম এ আউয়াল। তিনি ২০২১ সালের রাজধানীর পল্লবীতে শিশুপুত্রের সামনে বাবাকে কুপিয়ে হত্যা মামলার আসামি। তৃণমূল বিএনপি থেকে হত্যা মামলার এ আসামিকে মনোনয়ন দেওয়া হয়েছে।

এম এ আউয়াল এ আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন। তিনি ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান, তরিকত ফেডারেশনের সাবেক মহাসচিব।

তরিকত ফেডারেশন থেকে ২০১৪ সালে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে ১৪ দলীয় জোটের প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে লক্ষ্মীপুর-১ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

২০১৮ সালে তরীকত ফেডারেশনের মহাসচিব পদ থেকে তাকে বহিষ্কার করা হলে ইসলামী গণতান্ত্রিক পার্টি নামে নতুন রাজনৈতিক দল গঠন করে চেয়ারম্যান হন তিনি। এখন আবার তৃণমূল বিএনপির পক্ষ থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বেলা ১১ টার দিকে জেলা রির্টানিং অফিসারের কাছে এম এ আউয়ালের মনোনয়নপত্র জমা দিয়েছেন তার প্রতিনিধিরা।

জমি নিয়ে বিরোধের জেরে ২০২১ সালের ১৬ মে রাজধানীর পল্লবীতে ছেলের সামনে প্রকাশ্যে সাহিন উদ্দিন নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের মা আকলিমা বেগম বাদী হয়ে এম এ আউয়ালসহ ২০ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। র‍্যাব তাকে গ্রেফতার করার পর জামিনে বের হন তিনি। মামলাটি এখনও তদন্তাধীন রয়েছে।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, ২০২১ সালের ১৬ মে বিকেল ৪ টার দিকে সুমন ও টিটু নামে দুই যুবক সাহিনকে জমির বিরোধ মেটানো হবে জানিয়ে ফোনে ডেকে নেন। সাহিন মোটরসাইকেলে পল্লবীর ডি-ব্লকের ৩১ নম্বর সড়কের ৪০ নম্বর বাসার সামনে গেলে সুমন ও টিটুসহ ১৪ থেকে ১৫ জন মিলে তাকে টেনেহিঁচড়ে ওই বাড়ির গ্যারেজে নিয়ে যায়।

এ সময় সাহিনের ছয় বছরের ছেলে মাশরাফি গেটের বাইরে ছিল। গ্যারেজে নিয়ে সাহিনকে এলোপাতাড়ি কোপাতে থাকে তারা। এরপর তাকে ওই গ্যারেজ থেকে বের করে ৩৬ নম্বর বাড়ির সামনে আবার কুপিয়ে ফেলে রেখে চলে যায়। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

লক্ষ্মীপুর-১ আসন থেকে আলোচিত এ হত্যা মামলার আসামিকে তৃনমূল বিএনপি থেকে মনোনয়ন দেওয়ায় আলোচনা-সমালোচনা চলছে।

এ আসনে আওয়ামী লীগ থেকে প্রার্থী দেওয়া হয়েছে বর্তমান সংসদ সদস্য ডা. আনোয়ার হোসেন খানকে। বুধবার পর্যন্ত ১০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

তরিকত ফেডারেশনের একজন প্রার্থী, জাতীয় পার্টির একজন প্রার্থী, ৪ জন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। স্বতন্ত্র প্রার্থীর মধ্যে কেন্দ্রীয় যুবলীগ নেতাও রয়েছেন।

;