ভালুকায় ট্রাক চাপায় অটোরিকশা চালক নিহত
ছবি: বার্তা২৪.কম
ময়মনসিংহের ভালুকায় ট্রাক চাপায় আমিনুল ইসলাম (৫০) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার ঢাকা- ময়মনসিংহ মহাসড়কে হবিরবাড়ীর সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত আমিনুল ইসলাম কুড়িগ্রামের বাজারহাট এলাকার আহাম্মদ আলীর ছেলে।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে আমিনুল ইসলাম অটোরিকশাটি নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে হবিরবাড়ীর সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের সামনে পিছন থেকে একটি মালবাহী ট্রাক চাপা দিলে ঘটনা স্থলেই অটোরিকশা চালক নিহত হন এবং ঘাতক ট্রাকসহ চালক পালিয়ে যান। এসময় অটোরিকশায় কোনো যাত্রী ছিল না। পরে খবর পেয়ে ভরাডোবা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের মরদেহটি উদ্ধার করে। নিহত আমিনুল ওই এলাকার স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় ভাড়া থাকত।
ভরাডোবা হাইওয়ে থানার ইনচার্জ রিয়াদ মাহমুদ জানান নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ট্রাকসহ চালক পলাতক।