এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পাশে ছিল চিরকুট

কাউনিয়া থানা
রংপুরের কাউনিয়ায় সুরমা খাতুন (১৮) নামের এক এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় মরদেহের পাশে একটি চিরকুট পাওয়া যায়। তাতে লেখা ছিল ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’।
সোমবার (২৩ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কাউনিয়া থানার ওসি মোন্তাছের বিল্লাহ।
এর আগে, রোববার রাতে উপজেলার হারাগাছ ইউনিয়নের সোনাতন চিলমারী টারী গ্রামে এ ঘটনা ঘটে।
সুরমা খাতুন উপজেলার হারাগাছ ইউনিয়নের সোনাতন চিলমারী টারী গ্রামের মো. শহিদুল ইসলামের মেয়ে। তিনি স্থানীয় মিরবাগ ডিগ্রি কলেজ থেকে ২০২২ সালে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, সুরমা খাতুন রোববার রাতে নিজ ঘরে ঘুমাতে যায়। সোমবার সকালে সুরমার মা মেয়েকে দরজার সামনে গিয়ে ডাকাডাকি করে কোনো সাড়া পাচ্ছিলেন না। পরে পরিবারের লোকজনের সহায়তায় দরজা ভেঙে ঘরে প্রবেশ করে তার মরদেহ আড়ার সঙ্গে ঝুলতে দেখেন।
এ সময় মরদেহের পাশে একটি চিরকুটে লেখা ছিল তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, তিনি ওই চিরকুটে সবার কাছে দোয়া কামনাও করেন।